বুধবার ০২ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | ধুম ধাম ধামাকা! কেমন হল অ্যাকশন, রহস্য-রোমাঞ্চের রোলারকোস্টার রাইড?

Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মার্চ ২০২৫ ২২ : ৫৪Snigdha Dey


বিয়ের পিঁড়ি থেকেই সো-জা প্রেম, অ্যাকশন, রহস্য-রোমাঞ্চের রোলারকোস্টার রাইড! নতুন ছবির মার্কশিট নিয়ে হাজির পরমা দাশগুপ্ত।

 


ধুমধাম করে বিয়ে আছে। আছে এক্কেবারে দুই মেরুর বাসিন্দা সদ্যবিবাহিত দুই বর-কনের একে অপরকে চেনা, জানার মধ্যেই চুপিসাড়ে প্রেমে পড়া। ঠিক যেমনটা হলে মনের ব্যাকগ্রাউন্ডে ধুমতানানানা মিউজিক বেজে ওঠে! সেই বিয়ে আর প্রেম জড়িয়েমড়িয়ে যা আছে, তা হল অ্যারেঞ্জড ম্যারেজের সাত পাক সেরেই রাতভর ধুমধাড়াক্কা অ্যাকশন আর রোমাঞ্চে ঠাসা রহস্যভেদের ঘূর্ণিপাক। সঙ্গে কখনও সংলাপে, কখনও কার্যকলাপে দেদার হাসির খোরাক।

 

 

সবটা মিলিয়ে দিওয়ালি-রাতের মতোই লাগাতার ধামাকায় জমে গিয়েছে ‘ধুম ধাম’। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়ার পর থেকেই তাই শোরগোল ফেলে দিয়েছে পরিচালক ঋষভ শেঠের নতুন ছবি। যার কেন্দ্রবিন্দু অবশ্যই ইয়ামি গৌতম ধর এবং প্রতীক গান্ধীর দুরন্ত কেমিস্ট্রি। সম্বন্ধ করে বিয়ে। দেখাশোনা পর্বে ভেটেরিনারি চিকিৎসক বীর পোদ্দার (প্রতীক) যাকে চিনেছিল, সেই কোয়েল চাড্ডা (ইয়ামি) একেবারে নরমসরম, সুশীলা, রক্ষণশীল পরিবারের ‘কার্ফিউ’ মেনে সন্ধে সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকে পড়া কন্যে। আর কোয়েল যাকে দেখেছিল, সেই বীর নাকি এক মেয়েকে বিপদের হাত থেকে রক্ষা করতে বীরের মতো দুই গুন্ডাকে ধরাশায়ী করে আসা সুযোগ্য পাত্র। 

 

 

এদিকে কার্যক্ষেত্রে এসে এক্কেবারে রোল রিভার্সাল! ধুমধাম করে বিয়ে সেরে নামী হোটেলের দামি স্যুইটে সবে একে অন্যের কাছাকাছি আসার পালা তখন। আচমকা হুড়মুড়িয়ে ঘরে হাজির দুই দশাসই চেহারা। তারপর পিস্তল হাতে বাজখাঁই গলায় বীরকে সটান হুমকি- ‘চার্লি কোথায়, চার্লিকে এনে দাও এক্ষুনি!’ ভয়ে সিঁটিয়ে বীর যখন প্রায় কুঁকড়ে যাচ্ছে, এক ঝটকায় তাদের সরিয়ে পিস্তল হাতে রুখে দাঁড়াল বীরাঙ্গনা কোয়েল! শুধু তাই নয়, দু’জনের চোখে ধুলো দিয়ে বরকে নিয়ে পালানোর ব্যবস্থাও করল সে-ই!

 

 

তারপর রাতভর দুর্বৃত্তদের সঙ্গে চোরপুলিশ খেলা আর ছুট-ছুট-ছুট! তা করতে করতেই জানা হয়ে যাওয়া বীরই আসলে খানিক নরমসরম, হরেক রকম ফোবিয়ায় নাজেহাল, গালিগালাজ দূরে থাক, কড়া কথা বলাও যার ধাতে নেই বললেই চলে। আর কোয়েল সেখানে কার রেসিং থেকে মদ্যপান, অ্যাফেয়ার থেকে নাইটক্লাবে ব্যাচেলরেট পার্টির তুমুল নাচানাচি- সবেতেই পটু। রেগে আগুন হলে যার মুখে গালাগালি ছোটে ফুলঝুরির মতো অবিশ্রান্ত ধারায়, উচিত কথা সপাটে বলতে যার বিন্দুমাত্র দ্বিধা নেই। 

 

 

কে চার্লি, কোথায় আছে সে, কেনই বা তার খোঁজে হন্যে হয়ে তাদের পিছনে ছুটছে কিছু লোক, কী-ই বা তাদের পরিচয়—কোনওটাই জানা নেই বীর বা কোয়েলের। এদিকে চার্লিকে না পেলে শিয়রে শমন! বেঘোরে প্রাণ তো যাবেই, দু’জনের পরিবারও ছাড় পাবে না! অগত্যা ছুটতে ছুটতেই চার্লির খোঁজ চলল। আর তারই ফাঁক গলে এল মায়া, এল যত্ন, এল ঈর্ষা, এল দুঃখও। ব্যস! প্রেমের ফুলও ফুটতে থাকল একটু একটু করে। শেষমেশ কি তাদের হাতে ধরা দিল চার্লি? নিস্তার পেল কোয়েল আর বীর? তা নিয়েই এগিয়েছে আপাদমস্তক স্মার্ট, ঝকঝকে এই অ্যাকশন-কমেডির কাহিনি। যার পরতে পরতে জমাটি অ্যাকশন, রহস্যভেদের রোমাঞ্চ। সঙ্গে অবশ্যই ভরপুর রোমান্স আর নির্মল হাসির ছোট্ট ছোট্ট, মন ভাল করা মুহূর্ত। 


  
প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছি দৈর্ঘ্য। তবু এক মুহূর্ত তাল কাটতে দেয় না টানটান চিত্রনাট্য, নির্মেদ এডিটিং আর দুরন্ত অভিনয়। এ ছবির সম্পদ হতে পারে তার সবটুকু জুড়ে বুনে রাখা বুদ্ধিদীপ্ত সংলাপও। যা হাসির ফোয়ারা যেমন ছোটায়, তেমনই মনের কাছাকাছি পৌঁছে দেয় নায়ক-নায়িকার একটু একটু করে ভালবাসায় ডুব দেওয়ার সফরটাকেও। 

 

ছবির শুরু থেকে শেষ রোলারকোস্টার রাইডের মতোই জমজমাট। তার কৃতিত্ব নিঃসন্দেহে পাবে অসামান্য অভিনয়। ইয়ামি এমনিতেই যে কোনও চরিত্রে মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এ ছবিও তার ব্যতিক্রম হয়নি। অনায়াস, প্রাণবন্ত অভিনয়ে তাই প্রতিটা মুহূর্তে বিশ্বাসযোগ্য লাগে কোয়েলকে, তার সমস্যা, তার জেদ, তার লড়াই কিংবা মনের দোলাচলগুলোকে। উল্টোদিকে বীরও এক্কেবারে জিগস পাজলের মতোই খাপে খাপ হয়ে ধরা দেন। প্রাণশক্তিতে ভরপুর কোয়েলের পাশে মার্জিত, সংযত বীরের চরিত্র তাঁর অভিনয়গুণেই যেন আরও জীবন্ত হয়ে ওঠে। ছোট্ট পরিসরে দাগ কেটে যান ইজাজ খান, পবিত্র সরকার, প্রতীক বব্বর, মুকুল চাড্ডারাও। 


  
এত সবের ভিড়ে কিন্তু এ ছবি সামাজিক বার্তাও দিয়েছে নিজের মতো করে। আজও পিতৃতান্ত্রিক হয়ে থেকে যাওয়া সমাজে মেয়েদের অবস্থান চিনিয়েছে, দেখিয়েছে তাদের সরব হওয়ার প্রয়োজনীয়তা। জানিয়েছে প্রশাসনের নাকের ডগায় চলা দুর্নীতির রমরমার কথাও। তবে সবটাই হাল্কা মেজাজে, হাসতে হাসতে। ‘প্রিচি’ হয়ে পড়ার চেনা ফাঁদে পা না দিয়েই। তাতে মুন্সিয়ানা লাগে বইকি!

 

তবে একটাই বিষয়ে বোধহয় আরও একটু নজর থাকলে মন্দ হত না! স্টিরিওটাইপ ভাঙতে গিয়ে সেই ভাঙচুরের গল্পটা বোধহয় অল্পস্বল্প লম্বা হয়ে গিয়েছে কোথাও কোথাও। যেমন, কোয়েল যে ‘সৃষ্টিছাড়া’, প্রত্যেকটা ফ্রেমে নিয়ম করে গালিগালাজ না থাকলেও তা দিব্যি বোঝা যেত। পুরুষতন্ত্রের মেয়েদের বেহাল দশার নিয়ে তার মোনোলগটাও খানিক ছোট করা যেত হয়তো। আবার বীরের মধ্যে বীরত্বের অভাব টের পাওয়াতে বেচারা ছেলেটার মাথায় রাজ্যের ফোবিয়া গুঁজে দেওয়াও কি জরুরি ছিল? এক-আধটা কম হলে খুব কিছু যেত-আসত কি? যাকগে, এইটুকু নাহয় মাফ করাই যায়! কী বলেন?


dhoom dhaamnetflixweb filmreview

নানান খবর

অ্যাকশন দৃশ্যের মহড়ায় রক্তারক্তি কাণ্ড ঘটল আদা শর্মার সঙ্গে! পেলেন গুরুতর চোট, কেমন আছেন অভিনেত্রী?

সাত বছর পূর্ণ করল প্রযোজনা সংস্থা মোজোটেল, নতুন কোন চমক নিয়ে আসছেন মা-মেয়ে জুটি সুমনা ও এহসাস কাঞ্জিলাল?

ভোর রাতে অলৌকিক ঘটনার সাক্ষী রূপসা চক্রবর্তী! ঘুমের ঘোরে আচমকা কী দেখলেন পর্দার 'কৌশিকী মুখার্জি'? 

আলাদা হচ্ছে দীপশ্বেতা-কৌশিকের পথ! বিয়ের তিন বছরের মধ্যেই কেন এই সিদ্ধান্ত?

একে 'মধুবনী'তে রক্ষে নেই, 'আরশি'কে বিপদে ফেলতে আসছে নতুন শত্রু! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

প্রেমে ব্যাথা পেলে বাথরুমে ঢুকে এ কী করেন আদিত্য রায় কাপুর? ফাঁস অভিনেতার গোপন কীর্তি 

হিন্দি ধারাবাহিকের শুটিং হবে কলকাতায়, ফেডারেশনের ঐতিহাসিক সিদ্ধান্তে মিটতে চলেছে টলিপাড়ার ঠান্ডাযুদ্ধ?

গভীর রাতে ধুম জ্বর! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইন্দ্রদীপ দাশগুপ্ত, কী হয়েছে পরিচালকের? 

‘কাস্টিং কি দিলজিৎ করেছে?’ পরিচালককে ছেড়ে তাঁকে আক্রমণ কেন? ট্রোলারদের একহাত নাসিরুদ্দিনের

পর্দার আড়ালে কী হত ‘দ্য ট্রেইটরস’-এ? আতঙ্কে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লেন প্রতিযোগী অংশুলা

‘অভিনেতা হিসেবে ও-ই আমার উত্তরাধিকারী…’ অমিতাভ বচ্চনের উচ্ছ্বসিত প্রশংসা শুনতে কেমন লাগে? অবাক করবে অভিষেকের জবাব!

অরুণাভর পরিচালনায় জুটিতে সৈকত-প্রেরণা, থ্রিলার-কমেডির মোড়কে কোন গল্প ফুটে উঠবে?

ফিরছে ব্যাটম্যান! লেখা শেষ ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’র চিত্রনাট্য, কার তরফে এল এই বড় ঘোষণা?

শেফালির শেষকৃত্যের পরপরই পোষ্য নিয়ে বেরোতেই ট্রোলড তাঁর স্বামী, ট্রোলারদের মুখ কীভাবে বন্ধ করলেন রেশমি দেশাই?

ছোটবেলার সেই বস্তির দু’কামরার ঘরে ফিরতে চান জ্যাকি, কিন্তু রাজি নন সেই বাড়ির মালিক!

স্ত্রী-কন্যাকে খোরপোশ দেওয়ার নির্দেশ কোর্টের, বড় ধাক্কা খেলেন সামি

চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা নিয়ে উধাও, সত্য ঘটনা জানলে ভিরমি খাবেন

বার্মিংহ্যামে বিপত্তি! হোটেলবন্দি রাখা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের

বার্মিংহ্যামে বিপত্তি! হোটেলবন্দি রাখা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের

নিম্ন আয়ের পরিবারগুলির জন্য বড় খবর, দারুন উদ্যোগ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের

ফের জুটিতে সত্যম-সুরঙ্গনা

'আমার মা চান আমরা সবাই মারা যাই,তাই আমি এখানে এসেছি', ৮ বছরের শিশুর কাতর আবেদনে গোটা দেশ স্তম্ভিত

শুরু হল সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ‌

শতরানের পর ছয় উইকেট, লাল বলের ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন মুশিরের

সঙ্গী প্রায়ই মিথ্যে কথা বলেন? সম্পর্কে বড়সড় ফাটল ধরার আগে বুঝুন ৫ লক্ষণ

‘পাততাড়ি গুটিয়ে ফিরতে হবে দক্ষিণ আফ্রিকায়’, ট্রাম্পের হুমকিতে অস্বস্তিতে টেসলা কর্তা

ট্রোলের পাল্টা জবাব অর্শদীপের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্ক্রিনশট

অকালে উঁকি দিচ্ছে টাক? এই সব ভেষজের ম্যাজিকেই হু হু করে হবে হেয়ার গ্রোথ, বাড়বে চুলের গোছ

চলতি সপ্তাহেও চলবে দুর্যোগ, তালিকায় আপনার জেলা আছে কিনা জেনে নিন?‌

স্থাপত্য়ের ঐতিহ্য়, অম্বুজা নেওটিয়ার আয়োজনে বিশেষ অনুষ্ঠান

সল্টলেকে সরকারি আবাসন থেকে উদ্ধার ছাত্রীর রক্তাক্ত দেহ, আত্মহত্যা নয় দাবি পরিবারের, তদন্তে পুলিশ

পালং পরোটা থেকে চিকেন কষা, বাসন্তি পোলাওয়ের সঙ্গে যোগ হল রসগোল্লা, শিয়ালদহ-দিল্লি রাজধানীর রজত জয়ন্তীতে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা

বুমরা এজবাস্টন টেস্ট খেলবেন?‌ অধিনায়ক শুভমান দিলেন ধোঁয়াশা ভরা জবাব

৪০ বছর বয়সে বিনিয়োগ করেও হতে পারেন কোটিপতি, জেনে নিন বিস্তারিত

ম্যাকালামকে সেরা কোচের তকমা, ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক

তিন স্ত্রী, বিবাহবহির্ভূত পাঁচ সন্তানের একজন রয়েছে ভারতেও! এই ক্যাসানোভা ক্রিকেটারের জীবন সবসময় বিতর্কে ঘেরা

ভারতের বিরুদ্ধে ফের মাঠে নামছেন আফ্রিদি! অপারেশন সিঁদুরের পর প্রথমবার ক্রিকেটে মুখোমুখি ভারত-পাকিস্তান

লুকিয়ে নিজ বাসভবনে নিয়ে গিয়ে পরিবারের কাছে ২০,০০০ টাকা দাবি! ৬ নাবালক কে অপহরণের অভিযোগে সাব ইন্সপেক্টর 

তৎকাল টিকিট বুকিংয়ে ‘কালোবাজারি রুখতে’ বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল

সোশ্যাল মিডিয়া