সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ১১ : ৩৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি নিয়ে আগ্রহের পারদ উত্তরোত্তর চড়ছে। বাড়ছে চর্চা। ছবিতে চৈতন্যদেবের জীবন এবং তাঁর আনুষাঙ্গিক ঘটনাক্রমও থাকবে। তিনটি সময়কাল জুড়ে তিনটি গল্প বলা হবে এই ছবিতে। ছবিটির প্রযোজনায় রয়েছেন রাণা সরকার এবং এসভিএফ। নাম ঘোষণার পরেও বারবার বদলেছে অভিনেতা-অভিনেত্রীরা। তবে শেষমেশ ছবিটির শুটিং শুরু হতে চলেছে। এবার জোরকদমে শুরু হল ছবির শুরুর সেই প্রস্তুতির। ছবির চরিত্রাভিনেতাদের মধ্যে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, পার্ণো মিত্র, দর্শনা বণিককে। তবে বড় চমক রয়েছে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে সেই চরিত্রে! সৃজিত জানিয়েছেন, বহুদিন ধরেই দিব্যজ্যোতি ওঁর ভাবনায় ছিল। আর দিব্যজ্যোতি তিনি কী বলছেন? এই চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য কী কী পরিকল্পনা এঁটেছেন? শুনল আজকাল ডট ইন।
ফোনের অন্য প্রান্তে হলেও স্পষ্ট টের পাওয়া গেল দিব্যজ্যোতির গলায় একইসঙ্গে থাকা উত্তেজনা ও আনন্দের। “সৃজিত মুখোপাধ্যায় আমার ভীষণ পছন্দের পরিচালক। ওঁর ছবিতে কাজ করছি, আমার কাছে স্বপ্নপূরণের মতো। তা-ও আবার কেরিয়ারের প্রথম ছবি-ই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। আমি কতটা খুশি, ভাষায় প্রকাশ করতে পারব না। ওঁর পরিচালিত ছবি 'জুলফিকার' যখন দেখতে গিয়েছিলাম, তখন স্কুলে পড়ি। আর এখন তাঁর পরিচালনাতেই অভিনয় করছি, নিজেরই কেমন অবিশ্বাস্য লাগছে।”
কীভাবে এই সুযোগ এল দিব্যজ্যোতির কাছে? অভিনেতার জবাব – “মাসখানেক আগে সৃজিতদা-ই ফোন করেছিলেন। আমি তো ফোন তুলে থ! ভীষণ নম্রভাবে জানালেন মহাপ্রভুর চরিত্রে অভিনয়ের জন্য আমাকে ভাবছেন তিনি। এভাবেই এগিয়েছিল কথা।” কতটা উত্তেজিত ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক? এই চরিত্রটিকে পর্দায় দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই বা কীভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি? নিজস্ব ছন্দে অভিনেতার চটপট জবাব – “দেখুন, প্রাথমিক একটা ধারণা সৃজিতদা তো দিয়েইছেন। মহাপ্রভুর বিষয়ে পড়াশোনা করছি, যতটা পারছি। মানে কেন ওঁর নাম নিমাই রাখা হয়েছিল -সেখান থেকে যাবতীয় খুঁটিনাটি যতটা পারছি জানার চেষ্টা করছি। যাতে যতটা সম্ভব শ্রীচৈতন্যকে উপলব্ধি করতে পারি। এছাড়া অভিনয়ের ওয়ার্কশপ তো হবেই। সেখানেও প্রাণপণে শেখার চেষ্টা করব। আর একটা কথা বলি, সৃজিতদা আমাকে ওজন কমানোর নির্দেশ দিয়েছিলেন। মানে, আমি যেহেতু নিয়মিত শরীরচর্চা করি, তাই মাংসপেশীতে- টেশীতেগুলো দিব্যি বোঝা যেত। যেত, এইজন্য বললাম যে এখন আর সেভাবে যাচ্ছে না। সৃজিতদার-ই নির্দেশ ছিল, ওজন কমাতে হবে। আমি সেইদিন থেকেই প্রশিক্ষক, ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করে ওজন কমানো শুরু করি। বেশ খানিকটা পেরেছি, আরও ঝরাতে হবে। কারণ মহাপ্রভুর যে ছবি আমরা দেখতে পাই, তাতে বোঝা যায় তাঁর শরীর ছিল ছিপছিপে। তাই ছিপছিপে শরীর পেতে আমার আরও একটু সময় লাগবে, কারণ যাঁরা শরীরচর্চা করেন, তাঁরা জানেন ওজন কমানো এবং মাংসপেশী কমানোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর সবথেকে বড় কথা আমি ন্যাচারেলি এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই সময় আরও একটু বেশি লাগবে। আর মাস দুয়েক লাগবে শুটিং শুরু হতে। তার মধ্যেই ফিজিক্যাল ট্রান্সফর্মেশনটা হয়ে যাবে বলে আমার বিশ্বাস।”
আর ধারাবাহিক? দিব্যজ্যোতি জানালেন, ‘অনুরাগের ছোঁয়া’র কাজ তো চলবেই। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিরর প্রস্তুতির পাশাপাশি সমানতালে সেই ধারাবাহিকের শুটিংও চালিয়ে যাবেন তিনি। উল্লেখ্য, জুন মাসে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। চলতি বছরের শীতে এই ছবিকে প্রেক্ষাগৃহে হাজির করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
প্রসঙ্গত, প্রথমবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ঘোষণা হয় ২০২১-এর শীতে। তখন থেকেই চর্চায় রাণা সরকারের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি। ছবির পরিচালনায় থাকছেন সৃজিত মুখোপাধ্যায়। রাণা-সৃজিতের জুটির রয়েছে তাক লাগানো ইতিহাস। এই জুটি থেকেই বাংলা ছবি পেয়েছে ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’।
নানান খবর

নানান খবর

‘বেঙ্গল টাইগার’ সেজে নিউ ইয়র্কে হাঁটবেন শাহরুখ! সিদ্ধার্থের নতুন ছবিতে কার্তিকের ‘প্রেমিকা’?

প্রথমবার হিন্দি ধারাবাহিকে সৃজনী, কোন বলি নায়কের সঙ্গে জুটি বাঁধবেন পর্দায়?

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজন! বিপজ্জনক অবস্থায় 'ইন্ডিয়ান আইডল' খ্যাত গায়ক

চুরির উপরেই টিকে আছে বলিউড, নকলের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ভবিষ্যৎ! নওয়াজ-বিস্ফোরণে হইচই ইন্ডাস্ট্রিতে

'মদ্যপান আর রাতপার্টি থেকে দূরে থাকো..,' বাবিলের কান্নাভেজা চোখ দেখে আর কী বললেন হর্ষবর্ধন রানে?

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?