রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৭ ডিসেম্বর ২০২৩ ০৯ : ২৭
দার্জিলিং নয়। এবার আমের জেলাতে কমলা লেবু সহ গাছ দেখা যাবে। আমের জেলা মালদায় কমলালেবু চাষ করে সফল হলেন যুবক। কোন প্রশিক্ষণ ছাড়াই, শুধুমাত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও দেখে গাছের পরিচর্যা করেই বাজিমাত করেছেন এই যুবক। তাঁর জমিতে ব্যাপক ফলন হয়েছে কমলার। খেতেও বেশ মিষ্টি। স্বাদে দার্জিলিং তথা অন্য রাজ্যের কমলালেবুর সঙ্গে টক্কর দিচ্ছে সমানে সমানে। তাই বাজারে বিক্রিও হচ্ছে। এই প্রথম মালদা জেলাতে বাণিজ্যিকভাবে কমলা লেবুর চাষ সফল। এতদিন জেলার বিভিন্ন প্রান্তে কেউ কেউ শখে ছাদ বাগানে বা টবে কমলার চাষ করেছেন। জমিতে বাগান তৈরি করে নজির গড়লেন পুরাতন মালদার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা দীপক রাজবংশী। এই বছর তাঁর বাগানে প্রায় দেড় কুইন্টাল কমলা লেবু ফলেছে। বাগানে গাছ রয়েছে মোট নয়টি। কৃষক পরিবারের ছেলে দীপক রাজবংশী। ছোটবেলা থেকেই দেখে এসেছেন বাড়িতে গতানুগতিক চাষবাস। কিন্তু ধান গম আলু চাষে তেমন লাভ নেই। তাই ছোটবেলা থেকেই ফল চাষে ছিল আগ্রহ বেশী। চার বছর আগে ভিন জেলা থেকে দশটি কমলালেবুর চারা কিনে পরীক্ষামূলক ভাবে চাষ করার উদ্যোগ গ্রহণ করেন। তৃতীয় বছর থেকেই ফল ধরতে শুরু করে সেই চারাগাছে। কিন্তু সে সময় ফলন ভাল হয়নি। চার বছরের মাথায় সঠিক পরিচর্যা করে ফলন এসেছে ভাল। কিন্তু তাঁর বাগানে ফলানো কমলালেবু সাইজে অনেকটাই ছোট। সাধারণ কমলার মতন সাইজের কীভাবে করা যাবে সেই নিয়ে এখন চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে তিনি আশাবাদী কিছু পরিচর্যা পর কমলার আকার বৃদ্ধি পাবে। তবে মালদহের মাটিতেও যে কমলা লেবু বাণিজ্যিক ভাবে চাষ করা যেতে পারে তার দিশা দেখাচ্ছেন পুরাতন মালদহের দীপক। এই বছর জেলার ফল বিক্রেতারা তার কাছ থেকে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে কমলা কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রি হচ্ছে তাই তাঁরা কিনে নিয়ে যাচ্ছেন। এতেই কমলা চাষে নতুন আশা দেখছেন দীপক রাজবংশী। তাই এ বছর দীপক মহারাষ্ট্র থেকে আরও দশটি কমলালেবুর চারা নিয়ে এসেছেন। সে গাছগুলির ও পরিচর্যা শুরু করেছেন তিনি। জেলার আরেক ব্যবসায়ী উজ্জ্বল সাহা জানান, ‘খুব ভাল উদ্যোগ। জেলায় নতুন কিছু ফল ফলানো সত্যিই আনন্দের। জেলা উদ্যান পালন দপ্তর পাশে রয়েছে।’ কমলা চাষে দিশা দেখানো দীপক রাজবংশী জানান, ‘স্বাদে মিষ্টি এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু আকার নিয়ে আমি সন্তুষ্ট নই। গবেষণা চালানো হচ্ছে লেবু আরও বড় করার। এ ব্যাপারে কোনও পরামর্শ পেলে ভালই হয়। আকার বড় করেই বিক্রির ব্যাপারে ভাবা হবে।’ এই বিষয়ে পুরাতন মালদা সহ কৃষি অধিকর্তা সমজিৎ মজুমদার জানান সত্যি খুব ভালো উদ্যোগ। আমরা ওই কৃষকের পাশে রয়েছি।
নানান খবর

নানান খবর

স্কুলেরই ছাত্রী প্রতীতিকে সংবর্ধনা জানাল শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল

সিন্ধু জলচুক্তি নিয়ে কঠোর মনোভাব ভারতের, কতটা প্রভাবিত হবে পাকিস্তান

সুপারহিট জি বাংলার বৈশাখী উৎসব, সেরার সেরা চমক দিল কোন মেগা?

দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের, কতটা অস্বস্তিতে বঙ্গ বিজেপি?

খুলে গেল দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আশঙ্কাই সত্যি হল! ধ্বংসের মুখে কাশ্মীরের পর্যটন শিল্প?

Pehelgam Attack : ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি?

পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ দিলীপ ঘোষের