রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

India vs New Zealand Champions Trophy 2025:  Varun Chakravarthy shines as India will take on Australia

খেলা | বরুণের মায়াজালে বিদ্ধ নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া

KM | ০২ মার্চ ২০২৫ ২১ : ৫৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডের যদি ম্যাচ হেনরি থাকেন, ভারতেরও রয়েছেন বরুণ চক্রবর্তী। যিনি একার হাতে ম্যাচের ভোল বদলে দিতে পারেন যে কোনও সময়ে। 

তিনি দেখিয়ে দিতে পারেন আইপিএলের পৃথিবীতেই তিনি রহস্যময় স্পিনার নন, ওয়ানডেতেও তিনি মায়াজাল বিছিয়ে দিতে পারেন। মরুশহরে বরুণ নাগপাশে বন্দি কিউয়িরা। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাটট্রিক ভারতের। প্রথমে বাংলাদেশ, পরে পাকিস্তান এবং রবিবার নিউজিল্যান্ডকে মাটি ধরিয়ে একনও পর্যন্ত রোহিত শর্মার টিম ইন্ডিয়া অপরাজিত টুর্নামেন্টে। ছিল কোহলির মঞ্চ। দিনের শেষে তা হয়ে গেল বিরাটের অমৃতকুম্ভে বরুণের পূণ্যস্নান। এছাড়া আর কীইবা বলা যায়! তিনশো নম্বর ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন কিং কোহলি। কিন্তু সেই ম্যাচে প্রথমে ধস সামলালেন শ্রেয়স আইয়ার। পরে বরুণ চক্রবর্তী ধরা দিলেন অন্য অবতারে। ভারতের জয়ের নায়ক তিনিই।  দিনান্তে তাঁর নামের পাশে লেখা ১০-০-৪২-৫। 

হেনরি পাঁচ-পাঁচটা উইকেট নিয়ে ভারতকে ২৪৯ রানে আটকে রেখেছিলেন। বরুণের পাঁচতারা পারফরম্যান্সে নিউ জিল্যান্ড থেমে গেল ২০৫ রানে। গ্রুপের শেষ ম্যাচ ৪৪ রানে জিতল ভারত। শেষ চারের লড়াইয়ে টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া। চলতি মাসের ৪ তারিখ রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড।  

এদিনের শুরুটা হয়েছিল অন্য ভাবে। আইসিসি টুর্নামেন্টে নিউ জিল্যান্ড ইদানীংকালে বেগ দিচ্ছে ভারতকে। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের কথা অনেকেরই স্মৃতিতে টাটকা। ট্রেন্ট বোল্ট ভারতের স্বপ্নে শুরুতেই দাক্কা দিয়েছিলেন। তার পরে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার মরিয়া লড়াই। মার্টিন গাপ্তিলের লম্বা থ্রো ধোনির উইকেট ভেঙে দেয়। ভারতেরও স্বপ্নভঙ্গ হয়। বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাওয়ার আগে ভারতের মাটিতে এসে নিউজিল্যান্ডই রোহিত-কোহলিদের টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ভেঙে দিয়েছিল। 

সেই কিউয়িদেরই এদিন শান্ত করে দিল ভারত। এই ম্যাচের বল গড়ানোর আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল দুই দেশ। গ্রুপে কিউয়িরা ছিল এক নম্বরে। ভারত দুই নম্বরে। এই ম্যাচ জিতলে গ্রুপে শীর্ষস্থান পাওয়া যাবে। যথারীতি টস হারেন রোহিত শর্মা। নিউ জিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। সাত ওভারের মধ্যেই ভারতের তিন তারকা ফিরে গিয়ে রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন বহুগুণে। কিন্তু ওই স্বংসস্তূপের মধ্যে জ্বলে ওঠেন শ্রেয়স আইয়ার (৭৯)। শেষের দিকে ছোটখাটো ঝড় তোলেন হার্দিক পাণ্ডিয়া (৪৫ বলে ৪৫ রান)। ভারত ৫০ ওভারে করল ৯ উইকেটে ২৪৯ রান। ওয়ানডে ফরম্যাটে এই ২৪৯ রান খুব একটা বেশি নয়। কিন্তু লড়াই করার মতো রান বটে। নক আউট পর্বে নামার আগে ভারতের ব্যাটারদের পরীক্ষা নিলেন নিউ জিল্যান্ডের বোলাররা। ম্যাট হেনরি পাঁচ-পাঁচটি উইকেট নেন। তিনিই শুরুতে ভাঙন ধরান ভারতের ইনিংসে।

মঞ্চ তৈরি ছিল বিরাট কোহলির জন্য। পাকিস্তান ম্যাচে শতরান করে ফিরে এসেছে ফর্ম। নিউজিল্যান্ড ম্যাচে একাধিক রেকর্ড গড়ার সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। রবিবার কিউইদের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৩০০-তম ওয়ানডে খেলতে নেমেছিলেন কিং কোহলি। গ্যালারিতে উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। কিন্তু ঐতিহাসিক ম্যাচটা স্মরণীয় হয়ে রইল না। মাত্র ১১ রানেই ফিরতে হল বিরাটকে। ম্যাট হেনরির বলে আউট হলেও উইকেটটা লেখা উচিত গ্লেন ফিলিপসের নামে। এখনকার প্রজন্ম দেখেনি জন্টি রোডসের পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ। কিউয়ি তারকা গ্লেন ফিলিপস কিন্তু ক্রিকেট নস্ট্যালজিকদের নিয়ে গেলেন রোডসের যুগে। এদিন ফিলিপস শরীরকে ডানদিকে ছুঁড়ে দিয়ে যেভাবে ক্যাচ ধরলেন, তা ভাবতে পারেননি কোহলিও। আউটের পরে তাঁর প্রতিক্রিয়া সেটাই জানান দিচ্ছিল। গ্লেন ফিলিপসের ক্যাচ মনে করিয়ে দিচ্ছিল সেই আপ্তবাক্য, ক্যাচেস উইন ম্যাচেস। কিন্তু ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। কখন, কীভাবে যে ম্যাচের রং বদলে যাবে, তা কেউ বুঝতেও পারবেন না।   

৩০ রানের মধ্যে তিন-তিনটে উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। শুভমান গিল (২), রোহিত শর্মা (১৫) ও বিরাট কোহলির(১১) উইকেট হারানোর পরেও ভারত যে ২৪৯ রানে পৌঁছল তার পিছনে অবদান শ্রেয়স আইয়ারের। তিনি এবং অক্ষর প্যাটেল ৯৮ রানের পার্টনারশিপ গড়েন। ভারতের ইনিংস গড়ার কাজ করেন এই দুই ব্যাটার। অক্ষর প্যাটেল ৬১ বলে ৪২ রান করেন। রাচীন রবীন্দ্রর বলে অক্ষর ফেরেন। শ্রেয়স ও লোকেশ রাহুল ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠা শ্রেয়স আইয়ার ব্যক্তিগত ৭৯ রানে ফিরে যান। অবশ্য তিনি আরও কিছুক্ষণ থাকলে ভারতের রান আরও হৃষ্টপুষ্টই হত। লোকেশ রাহুলও (২৩) বেশিক্ষণ টিকতে পারেননি।  

শেষের দিকে হার্দিক পাণ্ডিয়া ভারতকে পৌঁছে দেন লড়াই করার মতো জায়গায়। নিউ জিল্যান্ডের শুরুটাও ভাল হয়নি। ফর্মে থাকা রাচীন রবীন্দ্রকে (৬) ডাগ আউটে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন হার্দিক পাণ্ডিয়া। উইল ইয়ং ঠকে যান বরুণের স্পিনে। কেন উইলিয়ামসনকে একসময়ে ফ্যাব ফোরের মধ্যে ধরা হত। তিনি কিউয়িদের লড়াইয়ে রেখেছিলেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে উইকেট যেতে থাকে। অন্যদিকে বরুণ চক্রবর্তী হয়ে ওঠেন ভয়ঙ্কর। তাঁকে সামলাবেন কে! গ্লেন ফিলিপস, ব্রেসওয়েল, স্যান্টনার ও ম্যাচ হেনরি আত্মসমর্পণ করলেন বরুণের কাছে। ধ্বস্তস্তূপের মাঝে লড়লেন একা উইলিয়ামসন (৮১)। বাকিরা এলেন আর গেলেন। পাঁচ ম্যাচের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এই জয় ভারতের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে বলাই বাহুল্য। 


VarunChakravarthyIndiavsNewZealand2025ICC_ChampionsTrophy

নানান খবর

নানান খবর

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

সোশ্যাল মিডিয়া