শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ০২ মার্চ ২০২৫ ২১ : ৪১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার আশা শেষ হয়ে গেল ঘরের মাঠেই। ৯০ মিনিট পর্যন্তও লাল-হলুদের আশা বেঁচেছিল। লাল-হলুদ সমর্থকরা ভেবেছিলেন বেঙ্গালুরুকে হারিয়ে দেবে ইস্টবেঙ্গল। মেসি-মহেশদের চোয়াল চাপা লড়াই শেষমেশ এনে দেবে তিন-তিনটি পয়েন্ট। সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে এই তিন পয়েন্টই তো জিয়নকাঠির কাজ করবে ইস্টবেঙ্গলের।
কিন্তু সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলের স্বপ্ন চূর্ণ করলেন। খেলার শেষে যুবভারতীতে বিষাদসিন্ধুর হাহাকার। প্রায় হাতের মুঠোয় চলে আসা তিন পয়েন্ট মাঠেই ছেড়ে সাজঘরে যেতে হল অস্কার ব্রজোঁর ছেলেদের। সেই সঙ্গে এবারের মতো আইএসএল-ও শেষ হয়ে গেল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের।
গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলল লাল-হলুদ। দিয়ামান্তাকোস প্রথমার্ধের শেষের দিকে লাল কার্ড দেখে ইস্টবেঙ্গলের কাজ আরও কঠিন করে দেন। বিরতির পরে ইস্টবেঙ্গল লড়ল মরিয়া হয়ে। একের পর এক বেঙ্গালুরুর আক্রমণ আছড়ে পড়ল লাল-হলুদের পেনাল্টি বক্সে। দু'বার পোস্টে লেগে প্রতিহত হয়। শেষমেশ মোক্ষম সময়ে নীশু কুমার মারাত্মক ভুল করে বসলেন। শূন্যের বল বের করতে গিয়ে হ্যান্ড বল করে বসেন। পেনাল্টি থেকে সুনীল ছেত্রী এসব সুযোগ হাতছাড়া করেন না। অথচ এমন তো হওয়ার কথা ছিল না।
খেলার ১১ মিনিটে মেসি বাউলি এগিয়ে দিয়েছিলেন লাল-হলুদকে। তার পরেও একাধিক গোল করার সুযোগ পেয়েছিল লাল-হলুদ। গুরপ্রীতের সঙ্গে করমর্দনের দূরত্বে বল পেয়েও গোল করতে পারেননি বিষ্ণু। মহেশের নেওয়া শট বেঙ্গালুরুর জালে জড়ালেও দিয়ামান্তাকোস অফসাইডে থাকার অজুহাতে সেই গোল বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে গুরপ্রীতকে সামনে পেয়েও গোল করতে পারেননি ডেভিড। এত গোলের সুযোগ নষ্ট করলে ম্যাচ জেতা যায় কী করে!
তার উপরে গ্রিক স্ট্রাইকার দিয়ামান্তাকোস অস্কারের শিরঃপীড়া আরও বাড়িয়ে দেন। বিরতির ঠিক আগে বেঙ্গালুরুর আলবার্তো নোগুয়েরাকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের দিমি। একে গোলের মধ্যে নেই তিনি, তার উপর দলকে ঝামেলায় ফেলে চলে যাচ্ছেন। এই সব অচল বিদেশিকে দিয়ে যুদ্ধ জেতা যায় না। জেতেওনি ইস্টবেঙ্গল।
মরশুমের শুরুতে কার্লেস কুয়াদ্রাত জমানায় ৬টি ম্যাচ থেকে কোনও পয়েন্ট নেই। অস্কার এসে মরিয়া হয়ে লড়লেন। ইস্টবেঙ্গলের উন্নতিও ঘটালেন। কিন্তু কখনও চোট, কখনও লাল কার্ড, কখনও রেফারি ইস্টবেঙ্গলের কাজ কঠিন করে দেয়। ৫ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগেও ইস্টবেঙ্গলের সাজঘরে চোটের লাল চোখ। এদিন আনোয়ার আলির হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। প্রথমার্ধেই উঠে যান তিনি। আনোয়ার কি পারবেন এএফসি চ্যালেঞ্জ লিগে নামতে?
নানান খবর

নানান খবর

পহেলগাঁওয়ের ঘটনার ছায়া এশিয়া কাপে, বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ, সফর নিয়েও অনিশ্চয়তা

এখনও নাকি প্লে অফে যেতে পারে হায়দরাবাদ! কোন অঙ্কে জানুন

আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বাঁহাতি এই ব্যাটারকে

লাস্ট বয়ের বিরুদ্ধে নামার আগে বাড়তি চাপ নিচ্ছে না আরসিবি, ‘আলাদা করে ভাবছি না’, জানালেন পাড়িক্কল

আর দু’বছর পরই কোচিং জীবন থেকে বিদায়? গুয়ার্দিওলা জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ