শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ০৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মঙ্গলবার রাতে প্রায় আট ঘণ্টা ধরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ বিড়ি শিল্পপতি জাকির হোসেনের বাড়ি এবং বিড়ি কারখানায় সিজিএসটি আধিকারিকরা তল্লাশি চালিয়ে সমস্ত কাগজপত্র দেখে 'খালি হাতে'ই বের হন।
এরপরই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা শুরু হয়েছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বিড়ি শিল্পপতিদেরকে এখন থেকেই 'ভয়' দেখানো শুরু করল কেন্দ্রের বিজেপি সরকার।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের আগেও আয়কর দপ্তর সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ প্রায় ৭-৮ জন তৃণমূল 'ঘনিষ্ট' বিড়ি শিল্পপতির বাড়ি এবং গোডাউনে তল্লাশি অভিযান চালিয়েছিল। তবে সেবারও তেমন কিছু পায়নি আয়কর দপ্তর।
বিড়ি শিল্পপতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র ঔরঙ্গাবাদ -ধুলিয়ান এলাকায় প্রায় ৪৪ টি বিড়ি ফ্যাক্টরি রয়েছে। গোটা জেলায় বিড়ি ফ্যাক্টরির সংখ্যা প্রায় চারশোর বেশি। জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৮ লক্ষ লোক জড়িত।
বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন,' গভীর রাত পর্যন্ত জাকির হোসেনের বাড়িতে সিজিএসটি দপ্তরের কর্তাদের এই হানার কথা আমরা সকলেই জানতে পেরেছি। আমাদের ধারণা আর্থিক বছর শেষ হয়ে আসছে, সেই কারণে দপ্তরের দেওয়া 'টার্গেট' পূরণ করার জন্যই এই হানা।'
জেলার অন্যতম বৃহৎ বিড়ি শিল্পপতি তথা ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন,' বিড়ি শিল্পের কাঁচামালের বেশিরভাগটাই অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়। তাই আমরা সকলেই যথাযথ জিএসটি দিয়ে থাকি।'
তিনি আরও বলেন,' মুর্শিদাবাদের বেশিরভাগ বিড়ি শিল্পপতি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই 'রেড' করিয়ে আমাদের উপর 'চাপ' সৃষ্টির কৌশল নেওয়া হয়েছে যাতে বিড়ি শিল্পপতিরা ভয় পেয়ে রাজনীতির মঞ্চ থেকে সরে যায়।'
জাকির হোসেন বলেন,'আইন মেনে ব্যবসা করি। সরকারকে জিএসটি, ইনকাম ট্যাক্স, সবই সময় মত দিই। তারপরেও জিএসটির আধিকারিকেরা আমার অফিসে এসেছিলেন পরিদর্শন করতে। আমি তাঁদের ৮ ঘণ্টা সময় দিয়েছি। আধিকারিকদের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন সঠিক তথ্য রিপোর্ট করেন। কারণ আমার অধীনে প্রায় ৩০ -৩৫ হাজার শ্রমিক কাজ করেন। বারবার এভাবে আয়কর অফিসারদের আসায় শ্রমিকরা কাজ হারাবার আতঙ্কে রয়েছেন।'
নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা