আজকাল ওয়েবডেস্ক: আপনি কী গুগুল ক্রোম ব্যবহার করেন। তাহলে আগামীদিনে আপনার কাছে সুখের খবর নিয়ে আসবে না। জানা গিয়েছে গুগুল ক্রোম একটি নতুন ভার্সন নিয়ে আসছে। সেখান থেকে অতি সহজেই আপনার মোবাইলকে ট্র্যাক করে নেবে গুগুল।
ফোনের ব্যক্তিগত তথ্য নিয়ে অনেকদিন ধরেই নানা ধরণের তর্ক চলছিল। সেদিকে গুগুল যে এমন একটি পদক্ষেপ গ্রহণ করবে সেটা জানাই ছিল। তবে এবার সেই খবরই সামনে চলে এল। গুগুল ক্রোম একটি নতুন ভার্সন নিয়ে আসছে। সেখানে সমস্ত মোবাইল বা অন্য ডিভাইসের সমস্ত তথ্য চলে যাবে সোজা গুগুলের হাতে। এরফলে কোনও তথ্য আর ব্যক্তিগত হিসাবে থাকবে না। এটি প্রতিটি ফোনে ইনবিল্ড হিসাবে থাকবে। অর্থাৎ এর থেকে মুক্তি মিলবে না।
প্রাথমিক পর্যায়ে অ্যাপেলের সঙ্গে গুগুলের এই মর্মে কথা হয়েছে। তবে পরে অন্য মোবাইল প্রতিষ্ঠানগুলিও এই পথে পা দেবে। অনেকে এই সিদ্ধান্তকে যেমন স্বাগত জানিয়েছেন তেমনই অনেকে একে সঠিক নয় বলেও মনে করছেন। প্রতিটি মানুষের তথ্য কেন গুগুল নিতে চাইছে সেই বিষয়টিও এখান থেকে স্পষ্ট নয়।
২০১৯ সাল থেকে এবিষয়ে কাজ করছে গুগুল। তবে তারা সঠিক কাজটি করতে পারছিলেন না। তবে এবার তাদের হাতে সেই প্রযুক্তি চলে এসেছে। মোবাইল ফোন হোক বা অন্য কোনও ডিভাইস সকলের তথ্য থাকবে গুগুলের কাছে সুরক্ষিত। ইতিমধ্যে বিশ্বের শক্তিধর দেশগুলি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। যারা এটি পছন্দ করছেন না তারা গুগুলের বিকল্প হিসাবে কী হবে সেটা নিয়েও চিন্তাভাবনা করছেন।
যদি গুগুলের এই সিদ্ধান্তকে সকলে মেনে নেন তাহলে প্রতিটি মানুষের অধিকার নিয়ে প্রশ্ন উঠে যাবে। সেখানে সাধারণ মানুষ কীভাবে নিজের প্রতিক্রিয়া জানাবে সেদিকেও নজর রাখা হবে। অন্যদিকে গুগুলের হাতে যদি সমস্ত তথ্য চলে যায় তাহলে সে আগামীদিনে কোনও ক্ষতি করবে না তার গ্যারান্টিও চাইছেন সকলে।
