সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে টলিপাড়ার শুটিংয়ের পরিস্থিতি দেখতে স্টুডিওপাড়ায় উপস্থিত হন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তারপরেই পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে করল ওঁরা এটা। পুরোপুরি পরিকল্পিত ষড়যন্ত্র! প্রতিটি চ্যানেল আমাদের জানিয়েছেন তাঁরা কোনও ধারাবাহিকের শুটিং বন্ধ করতে চান না। প্রযোজকদেরও একই কথা। তাহলে কেন শুটিং বন্ধ হল, এই কৈফিয়ত দিতে হবে ডিরেক্টর্স গিল্ড-কে। এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নেবে ফেডারেশন। আর সহ-পরিচালকেরা দিব্যি কাজ চালাতে পারবেন। কোনও অসুবিধা নেই তাতে।” পরিচালক সংগঠনের অভিযোগ তাদের ই-মেল কিংবা বৈঠকের আহ্বানে কোনও সদুত্তর দেয়নি ফেডারেশন। ফেডারেশন সভাপতির জবাব, “সংবাদমাধ্যমকে সবকিছু জানিয়ে তারপর ই-মেল করেছিলেন ওঁরা। ওঁরাই প্রশ্ন তুলছেন, জবাব-ও ওঁরাই দিচ্ছেন। এভাবে আলোচনা হয় নাকি?”
এরপর কড়া গলায় পরিচালক সংগঠনের উদ্দেশ্যে স্বরূপ বিশ্বাসের হুঁশিয়ারি, "ফেডারেশনকে তার এক্তিয়ার শেখাতে আসবেন না। আগে নিজেদের এক্তিয়ারটা বুঝুন! আর মাননীয়া মুখ্যমন্ত্রীকে কীভাবে সম্মান দেখতে হয়, সে জ্ঞান দয়া করে ফেডারেশনকে তা শেখাতে আসবেন না। উল্টে আপনারাই মুখ্যমন্ত্রীকে অসম্মান করছেন এই শুটিং বন্ধ করে দিয়ে। তাই আগে নিজেরা নিয়মটা মানুন।" সামান্য থেমে তিনি আরও বলেন, “আমরা তো আলোচনা-ই চাই। কে বলল, আমরা আলোচনাতে আগ্রহী নয়? কিন্তু কাজ বন্ধ করে কীভাবে আলোচনা সম্ভব? বন্ধ করে দিলে আলোচনা হয় নাকি? তবে হ্যাঁ, এখনও বলছি যেকোনও আলোচনায় ডাকলে ফেডারেশন উপস্থিত থাকবে।”
বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় পরিচালক সংগঠনের বৈঠকে হাজির হয়েছিলেন শ্রীজিৎ রায়, ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর একাধিক পরিচালক সদস্য। দীর্ঘক্ষণ বৈঠক চলে পরিচালকদের। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিরেক্টরস গিল্ড এর তরফে জানানো হয় আজকের এই বৈঠকে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল তবে সেই তরফ থেকে কোনও সাড়া পাননি তাঁরা। না কোনও ফোন অথবা ই-মেল। ফলে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তবে পরিচালকের সংগঠন চান না যে শুটিং বন্ধ হোক, তাই পরিচালক ছাড়া যদি ধারাবাহিক, সিরিজ, ছবির কাজ চলতে পারে তো চলুক। কিন্তু তাঁরা ফ্লোরে যাবেন না। তাঁরা সেটে ফিরবেন তখনই, যদি তাঁদের কয়েকটি শর্ত মেনে নিয়ে লিখিতভাবে জমা দেয় ফেডারেশন।
নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!