রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পারফরম্যান্স বরুণ চক্রবর্তীকে একদিনের দলে সুযোগ করে দিয়েছে। কেকেআরের রহস্য স্পিনারের মোমেন্টাম কাজে লাগাতে চায় ম্যানেজমেন্ট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাঁকে নেওয়ার ভাবনা চলছে। আইসিসির মার্কি ইভেন্টের জন্য দলে চারজন স্পিনারের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। ১১ তারিখের মধ্যে দলে পরিবর্তন করা যাবে। শোনা যাচ্ছে, কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে ছেঁটে তাঁর জায়গায় বরুণকে নেওয়া হবে। তবে একদিনের ক্রিকেটে তিনি কেমন পারফর্ম করেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন। কিন্তু তিন ম্যাচের একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি বরুণ। তবে মঙ্গলবার নাগপুরে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। নেটে বলও করেন।
দলের ট্রেনিং সেশনের পর সহ অধিনায়ক শুভমন গিল জানান, বরুণ চক্রবর্তী দলের অঙ্গ। গৌতম গম্ভীর চান, কেকেআরের রহস্য স্পিনার মোমেন্টাম ধরে রাখুক। তাই নেটে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থকে বল করতে দেখা যায় তাঁকে। ১১ তারিখের পর আর দলে কোনও পরিবর্তন করা যাবে না। টি-২০ সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পড়তে পারেন নাইটদের রহস্য স্পিনার। তবে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলিয়ে পরখ করে নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনজন ফিঙ্গার স্পিনার আছে। রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। একমাত্র রিস্ট স্পিনার কুলদীপ যাদব। ২০২৪ অক্টোবরে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয় তাঁর। তারপর এই প্রথম মাঠে ফিরবেন কুলদীপ। বোর্ডের এক কর্তা বলেন, 'এখনও পর্যন্ত একদিনের সিরিজ শুরু হওয়ার আগে বরুণ চক্রবর্তীকে নেটে বল করাতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। বরুণ লাল বলের ক্রিকেটে খেলে না। সাদা বলের ঘরোয়া সিরিজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই আইপিএলের আগে ওর কোনও কাজ নেই। ও ভাল ছন্দে আছে। ওরা সেটা ধরে রাখতে চায়।' বোর্ডের সূত্র জানায়, টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণকে চাইলে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গে কথা বলতে হবে। দলে দ্বিতীয় কোনও রিস্ট স্পিনার নেই। বরুণের ফর্ম তাঁর পক্ষে যেতে পারে। ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেনি রহস্য স্পিনার। তবে এখন অনেক উন্নতি করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক পিচে সফল হন বরুণ। সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন।
#Varun Chakravarty#Team India#Champions Trophy
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

ঝোড়ো শতরানের মাঝেই রেগে কাঁই রোহিত, ব্যাট উঁচিয়ে ধাতানি ডিজে- কে, কী এমন ঘটল? ...

হিটম্যানের মাস্টারক্লাস, কটকে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে ইংল্যান্ড সিরিজ পকেটে ভারতের...

কোহলিদের দেখতে কটকে হাউসফুল, প্রচণ্ড গরমে দর্শকদের ঠাণ্ডা করতে এ কী করে বসলেন কর্মীরা? ...

ভর সন্ধ্যায় নিভল কটকের আলো, মাঝপথেই মাঠ ছাড়তে হল রোহিত-শুভমানকে...

কটকে অভিষেকেই নজির বরুণের, নাইট তারকা কী কীর্তি গড়লেন জানুন ...

আইএসএল অতীত, অস্কারের ফোকাস এবার এএফসি, সুপার কাপে...

গোটা দেশ রোহিতের বিরুদ্ধে, কঠিন সময়ে হিটম্যান পাশে পাচ্ছেন দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে ...

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তা বাড়ল নিউজিল্যান্ড শিবিরে, জেনে নিন কী হল...

ভারতের পরবর্তী অধিনায়ক কে? গৌতম গম্ভীরের ভোট এই তারকার দিকে ...

সুযোগ নষ্টের বন্যা, চেন্নাইয়ের কাছে হেরে ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের...

দ্রাবিড়ের সঙ্গে রাজস্থানে যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ায় তাঁর এককালীন সহকারী...

বোর্ডের চমক, টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য রোহিতদের হিরের আংটি উপহার...

দ্রাবিড়-রুটকে ছুঁয়ে ফেললেন স্মিথ, ছাপিয়ে গেলেন পন্টিংকে ...

তারকা ক্রিকেটারের ব্যাটিং অর্ডার নিয়ে ছেলেখেলা! গম্ভীর-রোহিতকে একহাত নিলেন ভারতের প্রাক্তনী...

পথ চলা শুরু পিয়ারলেসের যুব দলের