
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পারফরম্যান্স বরুণ চক্রবর্তীকে একদিনের দলে সুযোগ করে দিয়েছে। কেকেআরের রহস্য স্পিনারের মোমেন্টাম কাজে লাগাতে চায় ম্যানেজমেন্ট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাঁকে নেওয়ার ভাবনা চলছে। আইসিসির মার্কি ইভেন্টের জন্য দলে চারজন স্পিনারের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। ১১ তারিখের মধ্যে দলে পরিবর্তন করা যাবে। শোনা যাচ্ছে, কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে ছেঁটে তাঁর জায়গায় বরুণকে নেওয়া হবে। তবে একদিনের ক্রিকেটে তিনি কেমন পারফর্ম করেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন। কিন্তু তিন ম্যাচের একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি বরুণ। তবে মঙ্গলবার নাগপুরে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। নেটে বলও করেন।
দলের ট্রেনিং সেশনের পর সহ অধিনায়ক শুভমন গিল জানান, বরুণ চক্রবর্তী দলের অঙ্গ। গৌতম গম্ভীর চান, কেকেআরের রহস্য স্পিনার মোমেন্টাম ধরে রাখুক। তাই নেটে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থকে বল করতে দেখা যায় তাঁকে। ১১ তারিখের পর আর দলে কোনও পরিবর্তন করা যাবে না। টি-২০ সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পড়তে পারেন নাইটদের রহস্য স্পিনার। তবে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলিয়ে পরখ করে নেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনজন ফিঙ্গার স্পিনার আছে। রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। একমাত্র রিস্ট স্পিনার কুলদীপ যাদব। ২০২৪ অক্টোবরে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয় তাঁর। তারপর এই প্রথম মাঠে ফিরবেন কুলদীপ। বোর্ডের এক কর্তা বলেন, 'এখনও পর্যন্ত একদিনের সিরিজ শুরু হওয়ার আগে বরুণ চক্রবর্তীকে নেটে বল করাতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। বরুণ লাল বলের ক্রিকেটে খেলে না। সাদা বলের ঘরোয়া সিরিজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাই আইপিএলের আগে ওর কোনও কাজ নেই। ও ভাল ছন্দে আছে। ওরা সেটা ধরে রাখতে চায়।' বোর্ডের সূত্র জানায়, টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণকে চাইলে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গে কথা বলতে হবে। দলে দ্বিতীয় কোনও রিস্ট স্পিনার নেই। বরুণের ফর্ম তাঁর পক্ষে যেতে পারে। ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেনি রহস্য স্পিনার। তবে এখন অনেক উন্নতি করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক পিচে সফল হন বরুণ। সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর