শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৫ জানুয়ারির মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর ছুরিতে গুরুতর জখম হন সইফ আলি খান। সেই রাতেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দিন পাঁচেক পর ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ আলি খান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানিয়েছিলেন, বিরাট বিপদ থেকে কয়েক চুলের জন্য বেঁচে গিয়েছেন সইফ। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে। বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নিজের আবাসনের নীচে দেহরক্ষীদের ঘেরাটোপে বীরদর্পে হাঁটতে দেখা গিয়েছিল সইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। সেই দেখে নেটপাড়ার একটি বড় অংশ প্রশ্ন তোলেন, আদৌ কি আহত হয়েছিলেন সইফ না কি গোটাটাই প্রচারে থাকার জন্য ছিল কোনও সস্তা ‘স্টান্ট’?
এই প্রশ্ন পাক খাওয়া শুরু করে সমাজমাধ্যমের আনাচেকানাচে। কেউ কেউ এও প্রশ্ন তোলেন, এত বড় অস্ত্রোপচারের পর কীভাবে হাঁটাচলা করতে পারছেন সইফ? লীলাবতীর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের নিয়েও শুরু হয় নিন্দা। পাল্টা জবাব দিয়েছিলেন চিকিৎসকেরাও। তবে চুপ ছিলেন সইফ এবং পতৌদি পরিবার। গত সোমবার মুম্বইয়ে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে সেই ঘটনার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সইফের ‘জুয়েল থিফ’ ছবিটি। একটি মূল্যবান হীরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। সইফ বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভাল সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।’’
সইফের পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চোখ এড়ায়নি বলি-তারকার বাঁ হাত মোড়া ব্যান্ডেজের পাশাপাশি তাঁর ঘাড়ের উপরে আড়াআড়ি ভাবে লম্বা ক্ষতচিহ্নের উপর লেগে থাকা ছোট ছোট ব্যান্ড-এইড। বলি-অভিনেতার কানের সামান্য নীচ থেকে গলা ছাড়িয়ে যাওয়া ওই ক্ষতচিহ্নের মূলে যে রয়েছে ধারালো অস্ত্র, তা এক ঝলকেই স্পষ্ট। এবং তা দেখেই মন গলেছে নেটিজেনদের। এক বাক্যে তাঁরা মেনে নিয়েছেন, স্রেফ কোনও ছবির প্রচারের জন্য ‘এইসব’ হতে পারে না। এই ক্ষত পুরোপুরি 'রিয়েল'! চোখ কেড়েছে এক নেটিজেনের কমেন্ট-“নেটফ্লিক্সের একটি ছবির প্রচারের জন্য সইফ এইসব কাণ্ড করবেন, তা হতেই পারে না!”
অন্যদিকে, সইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদ আপাতত রয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।
নানান খবর

নানান খবর

কলেজের গণ্ডি পেরোননি সোনম, ছেলে বায়ুর ভবিষ্যতের হাল কেমন হবে! এখন থেকেই দুশ্চিন্তায় অভিনেত্রী

আজ ভারতীয় সিনেমার ১১২ তম জন্মদিন! বাঙালি বলেই কি ‘জনক’ হীরালাল সেনকে ভুলে গিয়েছে বলিউড?

'বুলি'ই কি আসলে 'কথা'? 'এভি'র মুখোমুখি হতেই ধরা পড়ল কোন সত্যি!

কার পোশাকে 'মেট গালা'র লাল গালিচায় হাঁটবেন হবু মা কিয়ারা? ছেলে তৈমুরের কাছে কেন ক্ষমা চান সইফ?

জুনে আসছে নতুন সদস্য, কার কাছে ন'মাসের সাধ খেলেন পিয়া চক্রবর্তী?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?