রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Villagers of Murshidabad are mourning over the death of youths in Kolkata

রাজ্য | কলকাতায় নর্দমা পরিষ্কার করতে নেমে যুবকের মৃত্যু, শোকের ছায়া মুর্শিদাবাদে, সোমবারই গ্রামে ফিরছে দেহ

AD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ১৪Abhijit Das


শ্রেয়সী পাল: পরিবারের আর্থিক হাল ফেরাতে মুর্শিদাবাদ জেলার সুদূর লালগোলা ব্লকের আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়েছিলেন দুই শ্রমিক। রবিবার সকালে নর্দমার বর্জ্য পরিষ্কার করতে নেমে সেখানে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তিন সাফাই কর্মী ফরজেম শেখ, হাসিবুল ইসলাম এবং সুমন সর্দার। এদের মধ্যে ফরজেম ও হাসিবুল মুর্শিদাবাদের লালগোলা থানার আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। হাসিবুলের বাড়ি টিকড়পাড়া এলাকায় এবং ফরজেমের বাড়ি বাতাপারা এলাকায়। এলাকার দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসীরা।  

সোমবার সকাল থেকে মৃত দুই শ্রমিকের পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের নিকটজনের দেহ লালগোলায় এসে পৌঁছবে। প্রশাসন সূত্রের খবর, সোমবার কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসিবুল এবং ফরজেমের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। আজ রাতের মধ্যেই তাঁদের দেহ লালগোলায় পৌঁছে যাবে। ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং গ্রামবাসীদের তরফ থেকে মৃত হাসিবুল এবং ফরজেমের শেষকৃত্যের জন্য যাবতীয় আয়োজন করে রাখা হচ্ছে। 

আয়েরমারি এলাকার এক বাসিন্দা জানান, জনৈক আলিমুদ্দিন শেখ নামে এলাকারই এক 'লেবার কন্টাকটার'-এর অধীনে 'পাইপ লাইন'-এর কাজ করার জন্য হাসিবুল, ফরজেম এবং লালগোলা থেকে আরও কয়েকজন কলকাতায় গিয়েছিল। গত প্রায় ১৫ বছর ধরে আলিমুদ্দিন লালগোলা থেকে শ্রমিকদেরকে কলকাতা এবং রাজ্যের অন্যান্য প্রান্তে কাজ করানোর জন্য নিয়ে যান। তাঁর অধীনে কর্মরত শ্রমিকদের নর্দমা তৈরি এবং নর্দমা সাফাই করার কাজে বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গিয়েছে। 

টিকরপাড়ার বাসিন্দা হাসিবুলের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। বাড়িতে দুই সন্তান-সহ স্ত্রী, বাবা-মা এবং তিন ভাই রয়েছে। হাসিবুল এবং তাঁর ভাইরা দিনমজুরির কাজ করে পরিবারের হাল ফেরানোর চেষ্টা করছিলেন। কিন্তু এরই মধ্যে হাসিবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। 

বাতাপাড়া গ্রামের বাসিন্দা বছর ষাটেকের ফরজেম মাত্র দেড় মাস আগে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় নর্দমার বর্জ্য পরিষ্কার করার কাজের জন্য গিয়েছিলেন। মৃতের ছেলে জাহাঙ্গির আলম বলেন, 'আমার বোনের ভাল জায়গায় বিয়ে দেওয়ার জন্য টাকা রোজগার করতে বাবা কলকাতায় 'পাইপলাইন'-এর কাজ করতে গিয়েছিলেন। আমারও শরীর খারাপ তাই বেশি কাজ করতে পারি না। বাবার মৃত্যুতে কীভাবে সংসার চলবে আমরা জানি না।'

আয়েরমারি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রুবেল শেখ বলেন,' আমাদের এলাকার দুই বাসিন্দার অকাল প্রয়াণে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দুই পরিবারের পাশে রয়েছি। দুই ব্যক্তির দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য আমাদের তরফে সবরকম সাহায্য করা হচ্ছে। '


ManualScavengingKolkataNewsMurshidabadDeathNews

নানান খবর

নানান খবর

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া