
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ৭.৬ কোটিরও বেশি EPFO সদস্য এখন নিয়োগকর্তার যাচাইকরণ বা EPFO অনুমোদন ছাড়াই অনলাইনে নাম এবং জন্ম তারিখের মতো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে পারবেন। এই সুবিধাটি শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ থেকে শুরু হয়েছে। এছাড়াও, কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) ই-কেওয়াইসি ইপিএফ অ্যাকাউন্ট (আধারের সঙ্গে সংযুক্ত) সদস্যরা নিয়োগকর্তার হস্তক্ষেপ ছাড়াই আধার ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ব্যবহার করে সরাসরি অনলাইনে তাদের EPF স্থানান্তরের আবেদন দাখিল করতে পারবেন।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, EPFO সদস্যদের দ্বারা দায়ের করা প্রায় ২৭ শতাংশ অভিযোগ KYC সমস্যা সম্পর্কিত এবং এই সুবিধা চালু হওয়ার পর, সেইসব অভিযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জামাম যে, কর্মীদের ব্যক্তিগত বিবরণ সংশোধনের অনুরোধগুলি প্রচুর কর্মী-সহ বড় অংশের নিয়োগকর্তাদেরও উপকৃত করবে।
শ্রমমন্ত্রী জানান, EPFO পোর্টালে যৌথ ঘোষণার প্রক্রিয়াও সহজ হয়েছে। এর ফলে কর্মীরা নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জাতী, পিতা/মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্ত্রী/স্বামীর নাম, কর্ম সংস্থায় যোগদান এবং ছাড়ার তারিখের মত ব্যক্তিগত তথ্যে সাধারণ ত্রুটিগুলি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করতে পারবেন। এর জন্য, নিয়োগকর্তার দ্বারা কোনও যাচাইকরণ বা EPFO দ্বারা অনুমোদনের প্রয়োজন নেই। এই ধরনের ক্ষেত্রে কোনও সহায়ক নথিরও প্রয়োজন নেই।
এই সুবিধাটি সেই সদস্যদের জন্যই কার্যক হবে যাঁদের UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) ২০১৭ সালের ১ অক্টোবর তারিকের পরে জারি করা হয়েছিল (যখন আধারের সঙ্গে UAN নম্বর যাচাইকরণ করা বাধ্যতামূলক হয়ে গিয়েছিল)।
যদি UAN ২০১৭ সালের ১ অক্টোবরের এর আগে জারি করা হয়, তাহলে নিয়োগকর্তা EPFO-এর অনুমোদন ছাড়াইও বিবরণ সংশোধন করতে পারবেন। এই ধরনের ক্ষেত্রে সহায়ক নথির প্রয়োজনীয়তাও সরলীকৃত করা হয়েছে। কেন্দ্রয় মন্ত্রী জানিয়েছেন যে, শুধুমাত্র যেসব ক্ষেত্রে UAN আধারের সঙ্গে সংযুক্ত নয়, সেসব ক্ষেত্রেই যেকোনও সংশোধন নিয়োগকর্তার কাছে শারীরিকভাবে হাজির থেকে করতে হবে এবং যাচাইয়ের পরে অনুমোদনের জন্য EPFO-তে পাঠাতে হবে।
UAN নথিভুক্তকরণ প্রাথমিকভাবে কর্মচারীর জন্য নিয়োগকর্তার মাধ্যমেই করা হয়। অনেক কর্মচারীর ক্ষেত্রে, নিয়োগকর্তা নথিভুক্তকরণ প্রক্রিয়ার সময় বা পরে কর্মচারীর পিতা/স্বামীর নাম, বৈবাহিক অবস্থা, জাতী এবং পরিষেবার নানা বিবরণ দিতে ভুল করেন। এই ত্রুটিগুলি সংশোধন করার জন্য, কর্মচারীকে সহায়ক নথি-সহ অনলাইনে আবেদন করতে হত। সেই আবেদন নিয়োগকর্তা দ্বারা যাচাই করতে হত এবং অনুমোদনের জন্য EPFO-তেও পাঠানো হত। এই প্রক্রিয়াটিকে যৌথ ঘোষণা বলা হত।
২০২৪-২৫ অর্থবছরে নিয়োগকর্তারা EPFO-তে যে আট লক্ষ অনুরোধ পাঠিয়েছিলেন, তার মধ্যে দেখা গিয়েছে যে, মাত্র ৪০ শতাংশ অনুরোধ পাঁচ দিনের মধ্যে পাঠানো হয়েছিল, ৪৭ শতাংশ অনুরোধ ১০ দিন পরে পাঠানো হয়েছিল। এতে নিয়োগকর্তার গড় সময় লেগেছে ২৮ দিন। এই সরলীকরণের মাধ্যমে, ৪৫ শতাংশ ক্ষেত্রে, কর্মচারীরা আধার OTP যাচাইয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য তাৎক্ষণিকভাবে সংশোধন করতে সক্ষম হবেন। বাকি ৫০ শতাংশ ক্ষেত্রে, নিয়োগকর্তার মাধ্যমে সংশোধন করা হবে।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান