সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ-সহ সমগ্র উত্তর ভারত ঠান্ডা থেকে স্বস্তি পেয়েছে। তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বদলাচ্ছে আবহাওয়া, উত্তরপ্রদেশ-সহ অনেক রাজ্যে বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর অনুসারে, উত্তরপ্রদেশে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অর্থাৎ তিন দিন ধরে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চল এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার রাত এবং রবিবার সকালে উত্তর ভারতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘন্টায় পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়ে ঘন কুয়াশা দেখা গিয়েছিল। চণ্ডীগড়, সিকিমেও কুয়াশা ছিল। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীর, লাদাখে ১ ও ২ ফেব্রুয়ারি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ১ ফেব্রুয়ারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, ৩ ফেব্রুয়ারি একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। যার ফলে আবহাওয়ার পরিবর্তন হবে।
জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ৩ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টিপাত হতে পারে। ৩ ও ৪ ফেব্রুয়ারি হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি, ১ ফেব্রুয়ারি লাক্ষাদ্বীপেও বৃষ্টিপাত হতে পারে।
আগামী তিন দিন উত্তর ভারতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে, এই সময়ের মধ্যে পাহাড়ি রাজ্যগুলির তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে তার পরে তাপমাত্রা তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। কুয়াশা পরিস্থিতির কথা বলতে গেলে, ২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মণিপুরে ইত্যাদিতে কুয়াশা পড়বে।
এদিকে বঙ্গেও শীত প্রায শেষের পথে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া কয়েকটি জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রির বেশি ওঠেনি। পূর্বাভাস বলছে, আগামী দু'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
নানান খবর

নানান খবর

ভারতের পাশে রাশিয়া, মোদিকে ফোন করে বড় প্রতিশ্রুতি পুতিনের, এবার কী করবে পাকিস্তান?

IMF-এ ভারতের প্রতিনিধি হিসেবে অস্থায়ীভাবে নিযুক্ত পারমেশ্বরন আইয়ার

জয়পুরে NEET-UG পরীক্ষায় জালিয়াতি, পাঁচজন গ্রেপ্তার

বন্ধ বাণিজ্যের আড়ালেও ভারত–পাকিস্তানের মধ্যে চলছে বিপুল 'অদৃশ্য ব্যবসা'

"জনস্বার্থ নাকি জনপ্রিয়তা, আসল উদ্দেশ্য কী", পর্যটকদের নিরাপত্তা চেয়ে জনস্বার্থ মামলাকারীকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান