রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: ‌‌চা বাগান অধিগ্রহণ, ‌পাট্টা বিলিতে উত্তরের মন জয় মমতার

Rajat Bose | ১১ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৩৫Rajat Bose


অতীশ সেন, ডুয়ার্স:‌ বানারহাট সফরের দ্বিতীয় দিনেও মানুষের মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার জনসভা থেকে পর পর ঘোষণা এবং তাতে জনগণের উচ্ছ্বাস প্রকাশ প্রমাণ করল–সবাই খুশি। বানারহাট তরুণ সংঘ ময়দানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপকদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়ার পরই তিনি বানারহাটে দমকল কেন্দ্র, বানারহাট হাসপাতালের আপগ্রেডেশন এর মাধ্যমে সেটিকে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা, হাতিনালার ড্রেজিং এবং যে মন্দিরে তিনি রবিবার পুজো দিয়েছিলেন সেখানে গেস্ট হাউস নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করলেন। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানালেন, উত্তরবঙ্গের বন্ধ ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার৷ ধূপগুড়ি সাবডিভিশন তৈরির জন্য রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন হয়ে গিয়েছে তাও মনে করিয়ে দিলেন। তিনি জানান, নতুন মহকুমা তৈরি হলে সেখানে মহকুমা আদালত গড়ে তুলতে হয়, এই বিষয়ে আদালতের থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেই তা তৈরির কাজ শুরু করে দেওয়া হবে। পাশাপাশি গোটা জেলার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। 
বর্তমানে আলিপুরদুয়ার জেলার দলমোড়, রামঝোড়া, লঙ্কাপাড়া, রায়মাটাং ও কালচিনি এই পাঁচটি চা বাগান বন্ধ রয়েছে। শ্রমিকেরা ৮ ঘন্টা কাজ করতে না চাওয়ায় তৈরি হওয়া টানাপোড়েনের জেরে বানারহাটের রিয়াবাড়ি চা বাগানও বন্ধ। এই ছ’‌টি চা বাগান অধিগ্রহণ করার কথাই মুখ্যমন্ত্রী বললেন কি না তা অবশ্য জানা যায়নি। বন্ধ বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা করে ভাতা প্রদানের কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত চা শ্রমিকদের চা সুন্দরীর ঘর দেওয়া সম্ভব নয়, তাদের জমির পাট্টা দেওয়া হবে। এছাড়া সব চা বাগানে পড়ে থাকা উদ্বৃত্ত জমি সরকার অধিগ্রহণ করে তা চা শ্রমিকদের মধ্যে বন্টন করে দেবে। শ্রমিকদের ঘর বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করেও দেওয়া হবে, তারা নিজেদের মতো ঘর বানিয়ে নেবে। তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যে আবারও দুয়ারে সরকার শিবির চালু হচ্ছে। এখনও যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠেনি, যারা জাতিগত শংসাপত্র পাননি, যাদের বিভিন্ন সরকারি কাজ বাকি তাঁদের এই শিবিরের সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর তিনি দিল্লি যাচ্ছেন। টানা তিনদিন তিনি রাজধানীতেই থাকবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদনও জানিয়েছেন। অষ্টম শ্রেণিতে উঠলেই ছাত্ররা সাইকেল পাচ্ছে, দ্বাদশ শ্রেণিতে মোবাইল, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, মহিলাদের ৬০ বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, তার পর বার্ধক্যভাতা। এদিন এই সভামঞ্চ থেকে ২৬ হাজার মানুষকে বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়। ৬ হাজারের অধিক চা শ্রমিককে জমির পাট্টা প্রদান করা হচ্ছে। এরই সঙ্গে তিনি বলেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কলোনিতে বসবাস করেন তেমন বাসিন্দাদের উদ্বাস্তু পাট্টাও দেওয়া হচ্ছে। এদিন ১৬৯৯টি এমন পাট্টা দেওয়া হয়। সভা শেষে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।




নানান খবর

নানান খবর

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

‘তোর নাকটা বড় সুন্দর’, মাঝরাতে স্ত্রী ঘুমোতেই নাক কামড়ে খেয়ে নিলেন স্বামী! যুবতীর অভিযোগে তোলপাড়

প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে সাফল্য, অনুপ্রেরণার নাম নয়ন, হতে চায় প্রশাসক

বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া