রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ৩০ জানুয়ারী ২০২৫ ২০ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মহমেডানে নাটক অব্যাহত। পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে ঘুরে গেল পরিস্থিতি। সিদ্ধান্ত বদলে মহমেডানের কোচ হিসেবে ফিরতে রাজি হয়ে যান আন্দ্রে চের্নিশভ। প্রেস রিলিজে এই খবর জানিয়ে দেওয়া হয়। বুধবার রুশ কোচের সঙ্গে আলোচনায় বসেন বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং। তবে মহমেডান কর্তাদের দাবি, আলোচনার পর তাঁদের কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার সকালে তাঁরা জানতে পারে, কোচ হিসেবে ফিরতে রাজি হয়ে গিয়েছেন চের্নিশভ। জানানো হয়, কোচ ১০ দিনের ছুটিতে গিয়েছেন। সামনেই দুটো মিনি ডার্বি। মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ। কিন্তু ডার্বির আগে কোচের এই আচরণ মেনে নিতে পারছেন না মহমেডান কর্তারা। কার্যনির্বাহী সভাপতি মহম্মদ কামারুদ্দিন বলেন, 'তিন মাস ধরে সমস্যা চলছে। ওনার ছুটি নেওয়ার হলে বা চলে যাওয়ার হলে আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন না? তাহলে আমরা কিছু ভাবতে পারতাম। সামনে দুটো ডার্বি আছে। এমন সময় কোন পেশাদার কোচ ছুটিতে চলে যায়? এই সময় ছুটি নেওয়া অপরাধ। প্লেয়াররা যদি এখন ১০ দিন ছুটি চায় তাহলে কী হবে? তাহলে পুরো বছরটাই ছুটি নিয়ে নিক।'
তিন মাসের বকেয়া বেতনের কথা উল্লেখ করে ১৫ দিন আগে ফিফাকে জানান মহমেডান কোচ। দুই ইনভেস্টর সহ ক্লাবকেও চিঠি দিয়েছিলেন চের্নিশভ। কিন্তু মহমেডানের সচিব ইশতিয়াক আহমেদ জানান, সেই চিঠির কথা তাঁরা জানতেন না। ক্লাবের কর্তাদের সঙ্গে ইনভেস্টরদের যোগাযোগের অভাবেই ডার্বির আগে কোচ নিয়ে বিবাদ। যা প্রকাশ্যে চলে আসে সাংবাদিক সম্মেলনে। বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং ঘোষণা করেন, এবার থেকে ক্লাব সংক্রান্ত কথাবার্তা বলার অধিকার থাকবে শুধুমাত্র চার জনের। তাঁরা হলেন মহমেডানের সভাপতি আমিরউদ্দিন ববি, কার্যনির্বাহী সভাপতি মহম্মদ কামারউদ্দিন, বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং এবং শ্রাচীর ডিরেক্টর রাহুল টোডি। তাঁরই হবেন ক্লাবের মুখপাত্র। প্রকাশ্যে এই ঘোষণায় চটে যান ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, 'ক্লাবে বসে আপনারা এইভাবে ঘোষণা করতে পারেন না। সচিবকে বাদ দিয়ে কিছু করা যায় না। সচিব হিসেবে আমার অধিকার আছে ক্লাব সম্বন্ধে কথা বলার।' এই একটি পর্ব ছাড়া বাকি সমস্যা মিটমাটের পথে।
ক্লাবের সঙ্গে ইনভেস্টরদের শেয়ার হস্তান্তরের সমস্যা মিটে হয়েছে। বৃহস্পতিবার শ্রাচীর অফিসে তিন পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক হয়। দীপক সিং জানান, সমস্যা মিটে গিয়েছে। আগামী দশ দিনের মধ্যে শেয়ার হস্তান্তর হয়ে যাবে। তবে ততদিন পর্যন্ত বেতনের অপেক্ষায় থাকতে হবে না ফুটবলারদের। বৃহস্পতিবার থেকে বয়েকা বেতন মেটানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিন থেকেই ফান্ড রিলিজ করে দেবে ইনভেস্টররা। শেয়ার হস্তান্তরে প্রসঙ্গে মহমেডান সভাপতি আমিরউদ্দিন ববি বলেন, 'আমরা সোসাইটি অ্যাক্টের মধ্যে পড়ি। সোসাইটি শেয়ার রাখতে পারে না। বাকি ক্লাবগুলো ট্রাস্টের মধ্যে পড়ে। এই নিয়ে একটা সমস্যা ছিল। মিটে গিয়েছে। ট্রাস্ট তৈরি হওয়ার পর তিন ভাগে শেয়ার ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি ১০-১৫ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।'
সোমবার এসজিএম ডাকা হয়েছে। সেখানেই এই বিষয়ে বাকি সদস্যদের জানানো হবে। সামনেই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে চের্নিশভের আচরণে বিরক্ত কর্তারা। কোচ প্রসঙ্গে বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং জানান, ফিফার নিয়ম অনুযায়ী কোচ নিজেকে 'সেলফ টারমিনেট' করেছে। তবে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয়ে গিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন তিনি। দীপক সিং বলেন, 'তিন মাস ধরে সমস্যা চলছিল। কোচ ফিফার নিয়ম অনুযায়ী নিজেকে সেলফ টারমিনেট করেছেন। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে। উনি ফিরতে তৈরি। আমরা শুধু ডার্বি নিয়ে ভাবছি না। পরের সাতটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই কোচ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পজিটিভ মনোভাব নিয়ে ফিরুক।' মস্কো থেকে ফোনে চের্নিশভ জানান, 'আমি এখন মস্কোয় আছি। পরিবারের সঙ্গে সময় উপভোগ করছি। নিজের ভবিষ্যৎ নিয়ে পরে ভাবব।' ফুটবলারদের পাশাপাশি ক্রিকেটারদের বেতনও বকেয়া ছিল। সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। এদিকে মহমেডানের ক্রিকেট সচিবের পদে ফিরলেন দীপক কুমার সিং। বিদায়ী ক্রিকেট সচিব অর্জুন ধাওয়ান সিএবি অ্যাপেক্স বডিতে প্রতিনিধিত্ব করবেন।
নানান খবর

নানান খবর

গোল করলেন মেসি, জয়ের রাস্তায় ফিরল মায়ামি

ভায়াদোলিদকে হারাল বার্সা, রিয়ালের থেকে এগিয়ে গেল সাত পয়েন্টে

'বৈভবকে আগলে রাখো', বিসিসিআই-এর কাছে অনুরোধ চ্যাপেলের, অজি গ্রেটের কথা কি শুনবে বোর্ড?

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ