
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহমেডানের ডামাডোল পরিস্থিতি ক্রমশ বাড়ছে। শনিবার মোহনবাগানের সঙ্গে মিনি ডার্বি। তার আগে মহমেডান স্পোর্টিংয়ের কোচের পদ থেকে ইস্তফা দিলেন আন্দ্রে চের্নিশভ। সকাল থেকেই রুশ কোচের পদত্যাগের কথা কানাঘুষো শোনা যাচ্ছিল। দুপুর গড়াতেই খবরে সিলমোহর পড়ে। মহমেডানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চের্নিশভ। বুধবার টিম হোটেলও ছেড়ে দেন। শোনা যাচ্ছে, এদিনই ফিরে যেতে পারেন রাশিয়ায়। তবে দুপুরে তাঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন বাঙ্কারহিল এবং শ্রাচীর কর্তারা। তাঁকে পদত্যাগ প্রত্যাহারের অনুরোধ করা হতে পারে। মাত্র দু'দিন পর মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে কোচের পদত্যাগে মহমেডানের পরিস্থিতি আরও জটিল হবে।
তিন মাসের বেতন না পেয়ে শেষপর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিলেন চের্নিশভ। সমর্থকদের উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেন রুশ কোচ। সেখানে মহমেডান কর্তাদের দিকে আঙুল তোলেন। চের্নিশভ লেখেন, 'আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের। আমি মহমেডানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। ক্লাব চুক্তির নিয়মভঙ্গ করায় আমি চুক্তি ভাঙতে বাধ্য হলাম। পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নিতে হল। আমার কোচিং জীবনে এটা সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সিদ্ধান্ত। আমি ক্লাব, প্লেয়ারদের, স্টাফ এবং সমর্থকদের ভালবাসি। আমরা একসঙ্গে কঠিন সময় অতিক্রম করেছি। আমরা ঝগড়া করেছি, আবার এক হয়েছি। আমরা হেরেছি, জিতেছি। আমরা একসঙ্গে আই লিগ জিতেছি। এটা ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরকাল থেকে যাবে। আমরা আইএসএলের যোগ্যতা অর্জন করেছি। আমাদের কাজটা কঠিন ছিল। আমাদের নিয়ে সমালোচনা হয়েছে। তবে সমর্থকরা সবসময় আমার এবং দলের পাশে থেকেছে। আমি শক্তিশালী দল করতে চেয়েছিলাম। যাতে ভবিষ্যতে আমরা খেতাবের জন্য লড়তে পারি। কিন্তু আমাকে নিজের পদ ছাড়তে হচ্ছে। আমি পেশাদার কোচ। আমি ভাল রেজাল্ট দিতে এই দেশে এসেছি। তবে আমার চুক্তি মানা উচিত ক্লাবের। পেশাদার হিসেবে তিন মাসের বেতন ছাড়া কাজ করা সম্ভব নয়। এবার আমি সেই সমস্যাগুলো নিয়ে কথা বলব যা আমাকে, প্লেয়ারদের, কোচদের সম্মুখীন হতে হয়েছে। আমি কঠিন পরিস্থিতিতে কখনও ভয় পাইনি। সবসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। তবে এইভাবে চলতে পারে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি। সব দায় ক্লাব ম্যানেজমেন্টের। যারা চুক্তির নিয়ম মানেনি।' সোশ্যাল মিডিয়ায় এই বিবৃতির পর আর সাদা কালোর কোচ হিসেবে ফেরার জায়গা কার্যত নেই চের্নিশভের। আসন্ন মিনি ডার্বিতে কোচের ভূমিকায় দেখা যেতে পরে মেহরাজকে।
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি
বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা
মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল
আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি
কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু
'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ