রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১০ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা কুড়ি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে তখন টানেল থেকে বেরোচ্ছে মোহনবাগান। স্টেডিয়ামের বক্সে তখন গমগম করে বাজছে, ‘জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা’। প্রেস বক্স থেকে বেশির ভাগ সাংবাদিকরা তখন বাইরে বেরিয়ে এসেছেন। কারণ একটাই। মাঠের তিনদিক থেকে বেরিয়েছে তিনটে বিশাল টিফো। বেশ কিছু বছর ধরেই ভারতীয় ফুটবলে টিফো কালচার শুরু হয়েছে। কিন্তু চলতি মরশুমে মোহনবাগান সমর্থকরা সেটাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। বেঙ্গালুরু ম্যাচে মোহনবাগান ক্লাবের অন্যতম ‘কিংবদন্তি’ টুটু বসুকে নিয়ে টিফো নামিয়েছিল ফ্যান ক্লাব মেরিনার্স এরিনা। সেখানে লেখা ছিল, ‘টুটু বোস, দ্য আনফরগটেন হিরো’। গত ২৩ জানুয়ারি জন্মদিন ছিল টুটু বসুর। তাঁকে শ্রদ্ধা জানিয়েই এই টিফো বানানো বলে জানিয়েছেন মেরিনার্স এরিনার সদস্যরা।
টুটু বসু দায়িত্বে থাকাকালীন প্রথম বিদেশি আনা থেকে শুরু করে ক্লাবের উন্নতিতে বারবার এগিয়ে এসেছেন তিনি। তাঁর জন্য ক্লাবের যা যা উন্নতি হয়েছে তারও একটা খণ্ডচিত্র রাখা হয়েছে মেরিনার্স এরিনার টিফোয়। তবে এদিনের সবথেকে বড় আকর্ষণ ছিল মেরিনার্স বেস ক্যাম্পের টিফোতে। আল্ট্রাসের তরফে জানানো হয়েছিল, বিশ্বের সবথেকে বড় হাতে আঁকা টিফো সামনে আনতে চলেছে তারা। সোমবার খেলা শুরুর আগে প্রকাশ্যে আসে সেই টিফো। গোলপোস্টের পিছনে বি-টু এবং বি-থ্রি গ্যালারি জুড়ে ২৫,০০০ স্কোয়্যার ফিটের বিশাল টিফোয় তুলে ধরা হয়েছিল ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের সেই কাহিনী। যা কিনা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টিফোর নিচে লেখা ছিল, ‘আমাদের পরম্পরা, ঐতিহ্য শুধু ইতিহাস নয়, একটা গোটা দেশপ্রেমিক জাতির হৃদস্পন্দন’।
জানা গিয়েছে, এই বিশাল টিফো বানাতে খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। রাতের পর রাত জেগে এই টিফো বানিয়েছেন বেস ক্যাম্পের সদস্যরা। পাশাপাশি, আরও একটি টিফো নেমেছিল দিমিত্রি পেত্রাতোসের সমর্থনে। চলতি মরশুমে খুব একটা ভাল ফর্মে নেই অজি তারকা। প্রথম দিকে সাবস্টিটিউট হিসেবে নামছিলেন। মাঝে প্রথম একাদশে শুরু করলেও চোট পেয়ে ছিটকে যান। খুব বেশি গোলও দেখা যায়নি তাঁর পা থেকে। তবে, গত মরশুমের সেরা ফুটবলারের পাশে যে বাগান জনতা রয়েছে তা প্রমাণ করে দিতেই এদিন টিফো নামানো হয় গ্যালারিতে। সেখানে বড় করে নয় লিখে তার ভেতর দিমির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গিয়েছে। তাঁর সঙ্গে লেখা ছিল, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। টিফোয় মোড়া যুবভারতীতে সোমবার বেঙ্গালুরুকে সমর্থকদের ভালবাসা ফিরিয়ে দিয়েছে মোহনবাগান। সাত পয়েন্টের তফাতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
নানান খবর

নানান খবর

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ