বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ডিসেম্বর ২০২৩ ১৬ : ৫৯
কান, সিডনি, বুশান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরে রবিবার ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ এবং তাঁর ছবি ‘কেনেডি’। ‘গ্যাং অফ ওয়াশেপুর’-এর পরিচালক প্রত্যেক উৎসব মঞ্চ থেকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছেন। কলকাতায় তাঁর জন্য কি বিশেষ মুহূর্ত অপেক্ষা করছে? জানেন না পরিচালক। তাই নিয়ে মাথাব্যথাও নেই। নন্দন উত্তাল তাঁকে এক ঝলক দেখবে বলে। অনুরাগ কেনেডির প্রিমিয়ারের আগে ছবি নিয়ে বেশি কথাই বললেন না! তার যুক্তিও দেখিয়েছেন। বলেছেন, ‘‘প্রত্যেক পরিচালক নিজের ছবির গুণগান গাইবেন। তার থেকে আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হবে। তার চেয়ে আপনারা নিজেরাই দেখুন। দেখে মতামত দিন। ভাল লাগবে।’’ অনুরাগের সঙ্গে শহরে উপস্থিত আরও এক খ্যাতিমান পরিচালক সুধীর মিশ্র। তিনি কিন্তু প্রচারের দায়িত্ব নিজে থেকে কাঁধে তুলে নিলেন। সাফ বললেন, ‘‘উৎসবে ছবি হাউজফুল হবেই। কারণ, বিনামূল্যে দেখা যায়। আমার অনুরোধ, আপনারা টিকিট কেটে ছবি দেখুন। এতে অনুরাগের উপকার হবে। আমি কিন্তু তিন বার ছবিটি দেখে ফেলেছি। প্রত্যেক বার আলাদা মনে হয়েছে।’’
এতটাই ব্যতিক্রমী অনুরাগ। তাঁর বেড়ে ওঠায় কোনও লড়াই নেই। তিনি নিজে তাই ছবি বানানোর ক্ষেত্রে ‘স্ট্রাগল’ শব্দটাকে আপন করে নিয়েছেন। জেদ, অন্যরকম ছবি বানাবেন। তারই জ্বলন্ত উদাহরণ, ‘দেব ডি’, ‘মনমর্জিয়া’, ‘দোবারা’। এই জেদের কারণেই তাঁর প্রথম ছবি ‘ব্ল্যাক ফ্রাইডে’ মুক্তির আলোই দেখল না কোনও দিন। তাই নিয়ে আর তাঁর কোনও দুঃখ নেই। কারণ, তিনি সময়ের থেকে অনেক এগিয়ে ছবি বানিয়েছিলেন। একই সঙ্গে বাধা ছিল সেন্সরের ছাড়পত্র। যা নিয়ে আজও ওটিটি প্ল্যাটফর্মগুলো সোচ্চার। অনুরাগের এক্ষেত্রে সাফ জবাব, ‘‘আমি সেন্সরের ঘোর বিরোধী। নিজের হাত পুড়িয়ে পোড়ার জ্বালা অনুভব করার মানসিকতা আমার। যা আপনা থেকেই আগুন থেকে আমায় দূরে রাখবে।’’ একই কারণে তিনি কোনও দিন সেন্সর বোর্ডের সদস্য হবেন না। তিনি থাকলে সমস্ত ছবিই ছাড়পত্র পেয়ে যাবে। পাশাপাশি এও জানান, বোর্ডের চার কর্তাও কিন্তু প্রচণ্ড ভয়ে থাকেন। কারণ, তাঁরা এগোলেও সমালোচনা, পিছোলেও।
পাশাপাশি, ছবিতে তারকাদের দিয়ে অভিনয় করানো নিয়েও আপত্তি তাঁর। অনুরাগ জানেন, তারকাদের দিয়ে অভিনয় মানেই তাঁদের অনুরাগীদের পছন্দসই ছবি বানাতে হবে তাঁকে। যা তিনি একেবারেই পারবেন না। তাই বিতর্কিত ছবি ‘অ্যানিমেল’-এর নায়ক রণবীর কাপুর প্রিয় হলেও কোনও দিন তাঁর ছবির নায়ক হবেন না। এই ভাবনা থেকেই সুধীর মিশ্রর জন্য ২০ বছর আগে লেখা বাতিল চিত্রনাট্য থেকে ২০২৩-এ ‘কেনেডি’ বানালেন। এবং সেই ছবিতে সানি লিওনি, রাহুল ভাট। প্রযোজনায় রঞ্জন সিং, কবীর আহুজা। পরিচালকের সঙ্গে সাধারণত নায়িকার রসায়ন তৈরি হয়। ব্যতিক্রম অনুরাগ। তাঁর সঙ্গে নায়ক রাহুলের জমাটি কেমিস্ট্রি! তাই ‘আগলি’, ‘দোবারা’র পরে আবারও এই ছবিতে তিনি। গুগলে অনুরাগ কাশ্যপ লিখে খুঁজলেই দেখায়, বহুল চর্চিত, গ্ল্যামারাস পরিচালক। সত্যিই তিনি তাই? শুনে হেসে ফেলেছেন পরিচালক। জানিয়েছেন, তিনি ভীষণ সাদামাঠ। লোকের ভিড়, অনুরাগীদের সঙ্গে সেলফি তোলা থেকে দূরে। সবার পিছনে হাঁটতে ভালবাসেন। বরং লোকে তাঁর ছবি দলবেঁধে দেখতে গেলেন বেশি খুশি হন।
ছবি: বিপ্লব মৈত্র
নানান খবর

নানান খবর

সায়ন্ত মোদক বিতর্কে এবার বিস্ফোরক প্রত্যুষা, তাঁদের সম্পর্কের গোপন সত্যি জানালেন অভিনেত্রী!

শাহরুখ থেকে সলমন, প্রিয়াঙ্কা থেকে শ্রদ্ধা- ইডেনে আইপিএল উদ্বোধন সন্ধ্যা আরও জমজমাট করতে থাকছেন কে কে?

সাহিত্যের পাতা থেকে আবার সেলুলয়েডে! প্রথমবার সৌম্য-শোলাঙ্কি জুটি বাঁধলেন কোন গল্পে ?

অমিতাভের প্রথম প্রেম ছিল কলকাতার-ই এক মেয়ে! খোঁজ মিলল এত বছর পর, চেনেন তাঁকে?

দেহরক্ষীর হাতেই খুন হতে পারতেন? বিস্ফোরক রাকেশ রোশন! ফের স্বজনপোষণকে তোল্লাই করণের

হরনাথ চক্রবর্তীর দাম্পত্যে ছন্দপতন! দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন পরিচালক

ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন দেবলীনা, কেন? কী জানালেন আজকাল ডট ইন-কে?

রিয়্যালিটি শোয়ের মঞ্চে মালাইকাকে কুৎসিত ইঙ্গিত প্রতিযোগীর! ১৬ বছরের ছেলের কাণ্ড দেখে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেত্রী?

পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কে হেমা মালিনী! কোন অভিযোগে বিপাকে পড়লেন 'ড্রিম গার্ল'?

নতুন অধ্যায়ের শুরুতে ব্যক্তিগত জীবনের কোন কথা প্রকাশ্যে আনলেন যিশু কন্যা?

সলমনের ছবির গান জিততে পারত অস্কার! সুভাষ ঘাইয়ের 'দোষে' কীভাবে ফস্কেছিল সেই সুযোগ?

প্রেমিক দেবমাল্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মধুমিতা, প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কী বললেন সৌরভ?

দেশের সর্বোচ্চ করদাতার তকমা পেলেন অমিতাভ বচ্চন! শাহরুখ-সলমনকে পিছনে ফেলে কর দিলেন কত কোটি টাকা?

ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চান টলিপাড়ার নায়ক-নায়িকা, জোড়া লাগবে কী জুটির প্রেম?

মনীষা কৈরালা-ঐশ্বর্য রাই দ্বন্দ্ব: নয়ের দশকের বলিউড কাঁপানো ত্রিকোণ প্রেমের রহস্য জানেন?