শুক্রবার ০৪ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ০৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট জিতে বছরটা শেষ করার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু পয়েন্ট টেবলের নীচের দিকে থাকা দলটি যে তাদের আটকে দেবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেনি। নতুন বছরের শুরুতেই ইস্টবেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ গতবারের কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, যারা অবশ্য ধারাবাহিকতার অভাবে প্রবল ভাবে ভুগছে।
গত ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে তিন গোলে হেরেছে মুম্বই। অথচ তার আগের চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জেতে তারা, টানা চারটি ম্যাচে গোল অক্ষত রাখে। সেই দলকে হারিয়ে বছরটা শুরু করতে পারলে গত ম্যাচে তাদের আকাশে জমা হতাশার কালো মেঘ অনেকটাই কাটাতে পারবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে জিততে পারলে সেরা ছয়ে প্রবেশ করতে পারবে মুম্বই। সেই সুযোগ নেওয়ার জন্য মরিয়া হয়েই মাঠে নামবে তারা। মরিয়া মুম্বইকে রোখা সহজ হবে না।
কয়েক দিন আগেই লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ মনে করিয়ে দিয়েছিলেন, জানুয়ারিতে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। পরপর কয়েকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তার প্রথমটিই হল ঘরের মাঠে এই মুম্বই-ম্যাচ এবং তার পরেই আগামী শনিবারের কলকাতা ডার্বি। তবে ডার্বি-ভাবনা এখন শিকেয় উঠেছে তাদের। মুম্বইয়ের বিরুদ্ধে সোমবারের ম্যাচ নিয়েই লাল-হলুদ শিবিরকে যে পরিমান প্রস্তুতি-পরিকল্পনা করতে হচ্ছে, তাতে বড় ম্যাচ নিয়ে ভাবার সময়ই বোধহয় পাচ্ছে না কেউ।
এর মধ্যে চোট-আঘাতের সমস্যা রয়েই গিয়েছে। ফরাসি মিডফিল্ডার মাদি তালাল পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর আগামী সপ্তাহের আগে ভারতে আসছেন না। চোট-আঘাতের তালিকায় আগেই ছিলেন ডিফেন্ডার মহম্মদ রকিপ। এবার অনিশ্চিত হয়ে পড়লেন মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীও, যিনি মাঝমাঠকে যথেষ্ট সচল ও বেঁধে রাখতে পারেন। গত ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় এই ম্যাচে তিনি অনিশ্চিত।
শৌভিকের না থাকাটা বড় ধাক্কা হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গলের পক্ষে। তাঁর জায়গায় হয়তো আনোয়ার আলিকে দেখা যাবে। ইদানীং মাঝমাঠে খেলানো হচ্ছে তাঁকে। খেলছেনও স্বচ্ছন্দে। কিন্তু সম্প্রতি চোট পেয়েছিলেন তিনি। যা গুরুতর নয় বলেই জানিয়েছে ইস্টবেঙ্গল শিবির। রক্ষণে হয়তো নিশু কুমার যোগ দেবেন লালচুঙনুঙ্গার সঙ্গে।
দুই বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের ও হেক্টর ইউস্তে থাকছেন। আক্রমণে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও ব্রাজিলীয় ক্লেটন সিলভা—এই চার জন ছাড়া কোচ অস্কারের হাতে আর কোনও বিদেশি নেই। হায়দরাবাদকে হারাতে ব্যর্থ হওয়ার পর মুম্বইয়ের বিরুদ্ধে কতটা কী করতে পারবে তারা, সেই প্রশ্ন তো থাকছেই।
আনোয়ার, পিভি বিষ্ণু, নন্দকুমার শেকর, ডেভিড লালনসাঙ্গা, জিকসন সিং, গোলকিপার প্রভসুখন সিং গিলরা ভাল ফর্মে থাকলেও ধারাবাহিক নন। এটাই সমস্যা। টানা সাতটি ম্যাচে জয়হীন থাকার পর গত ছ’টির ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে লাল-হলুদ ব্রিগেড। সেই ধারাবাহিকতায় হোঁচট লেগেছে গত ম্যাচের ড্রয়ে। এই জায়গা থেকে দলকে টেনে তুলে আনা মোটেই সহজ হবে না ইস্টবেঙ্গলের পক্ষে।
তবে তাদের কোচ অস্কার ব্রুজোঁ আশাবাদী। তিনি বলছেন, “মুম্বই যে রকম নির্দিষ্ট স্টাইলের ফুটবল খেলে, তাতে কাল আমাদের জেতার সম্ভাবনা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী ঠিকই। কিন্তু দলের মধ্যে অনেক সমস্যা রয়েছে। প্রথম সাতটা ম্যাচে পয়েন্টহীন থাকার মাশুল এখন দিতে হচ্ছে আমাদের। তাই সেরা ছয়ের থেকে ছয় পয়েন্ট দূরে আছি আমরা। অন্য দলগুলো পয়েন্ট খোয়ালে ওরা তা পরে সামলে নিতে পারবে। আমাদের সেই সুযোগ নেই। আমাদের প্রতি ম্যাচে পয়েন্ট পেতেই হবে”।
গতবারের কাপজয়ী মুম্বই সিটি এফসি এ বার লিগের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে। প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার পর চতুর্থ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম জয় পায় তারা। পরের চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জেতে তারা এবং শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়, একটিতে ড্র ও একটিতে হারে তারা। শেষ ম্যাচে তারা হারে নর্থইস্ট ইউনাইটেডের কাছে, যে নর্থইস্ট তার পরেই মহমেডানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। টানা চারটি ম্যাচে ক্লিন শিট রাখার পর শেষ ম্যাচে তিন গোল হজম করতে হয় তাদের। ধারাবাহিকতার এই অভাব নিয়ে চিন্তায় রয়েছেন ছাঙতেদের কোচ।
নর্থইস্টের বিরুদ্ধে তারা প্রথম মিনিটে যেমন গোল খায়, তেমনই ম্যাচের শেষ দিকে চার মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খেয়ে হারে। সেই ম্যাচে ৬৫ শতাংশ বল পজেশন থাকা সত্ত্বেও ১৩টির মধ্যে তিনটির বেশি শট গোলে রাখতে পারেনি মুম্বই। অথচ নর্থইস্ট মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখে। অথচ দশটির মধ্যে মাত্র তিনটি শট লক্ষ্যভ্রষ্ট হয় তাদের। মুম্বই ন’টি কর্নার পেয়েও তা কাজে লাগাতে পারেনি। আসলে আলাদিন আজারেইকে আটকে রাখতে না পারার মাশুল দিতে হয় পিটার ক্রাতকির দলকে।
সেই জন্যই দলের কৌশলে ও ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন চান মুম্বইয়ের কোচ। তিনি বলেন, “নিজেদের উন্নত করে তোলার জন্য এই ম্যাচে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। কারণ, ইস্টবেঙ্গল ভাল দল। প্রতি ম্যাচে ওরা উন্নতি করছে। অবশ্য বিশাল কিছু পরিবর্তন নয়। ট্রানজিশনে আরও উন্নতি করতে হবে। ম্যাচের শুরুটা ভাল করা দরকার। ফুটবলারদের মানসিকতায় আরও উন্নতি ও দৃঢ়তা দরকার। শেষ পর্যন্ত লড়াই করতে হবে”।
টানা চার ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচেই নর্থইসস্টের কাছে হারে মুম্বই সিটি এফসি। ২০২৩-এর ফেব্রুয়ারিতে শেষবার টানা তিন ম্যাচে হেরেছিল মুম্বইয়ের দল। দ্বিতীয়টি ছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেটিই মুম্বইয়ের বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেডের একমাত্র আইএসএল জয়। সেটপিস থেকে সবচেয়ে কম গোল খেয়েছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধেও তারা ও মহমেডান এসসি সবচেয়ে কম, তিনটি গোল খেয়েছে এ বারের লিগে।
এ বারের লিগে প্রথম সাতটি ম্যাচের মধ্যে চারটিতেই গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। কিন্তু তার পরের ছ’টি ম্যাচেই গোল পেয়েছে তারা। সোমবারও গোল পেলে টানা সাত ম্যাচে গোল করার পুরনো নজির ছোঁবে তারা। ২০২০-র ডিসেম্বর থেকে ২০২১-এর জানুয়ারি পর্যন্ত টানা সাত ম্যাচে গোল করেছিল তারা। শেষ দু’টি অ্যাওয়ে ম্যাচেই গোল খায়নি তারা। এই ম্যাচেও গোল হজম না করলে টানা তিন ম্যাচে ক্লিন শিটের পুরনো নজির ছোঁবে তারা। ২০১৯-এও টানা তিনটি আইএসএল ম্যাচে গোল খায়নি তারা।
আইএসএলে ইস্টবেঙ্গল ও মুম্বই সিটি এফসি-র মধ্যে যে আটবার দেখা হয়েছে, তার মধ্যে পাঁচবার জিতেছে সাগরপাড়ের দল। একটি জিতেছে ইস্টবেঙ্গল এফসি। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল দুই দলের আট বারের মুখোমুখিতে মাত্র দশটি গোল হয়েছে এবং ন’টিই দিয়েছে মুম্বই, একটি ইস্টবেঙ্গল। কলকাতার দল মুম্বইয়ের বিরুদ্ধে একমাত্র জয়টি পায় ২০২২-২৩ মরশুমে। দুরন্ত গোল করেন নাওরেম মহেশ। তার আগে প্রথম সাক্ষাতে ৩-০-য় জেতে মুম্বই। ২০২১-২২-এ প্রথম দেখায় গোলশূন্য থাকার পরে দ্বিতীয় লেগে ১-০-য় জেতে মুম্বই সিটি এফসি। তার আগের মরশুমে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-০-য় এবং দ্বিতীয় বারে ১-০-য় হারায় মুম্বই। গত মরশুমের প্রথম সাক্ষাৎ গোলশূন্য ভাবে শেষ হয় এবং দ্বিতীয় ম্যাচে ১-০-য় জেতে মুম্বই।

নানান খবর

৪০৭ রানে অলআউট ইংল্যান্ড, আফ্রিদি-ওয়ার্নারের পর ভারতের বিরুদ্ধে অনন্য নজির স্মিথের

ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন ফেডারেশনের, দৌড়ে এগিয়ে কে?

সাত গোলের পর দ্বিতীয় ম্যাচে ম্লান, সুরুচির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

ডুরান্ডের গ্রুপ পর্বে হচ্ছে না ডার্বি, প্রাথমিক খসড়ায় আলাদা গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল!


দু'বার এগিয়েও ড্র, কলকাতা লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মহমেডান

টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি গিলের, ভারত অধিনায়কের ইংল্যান্ড শাসন

কয়েকদিন আগেই পাশাপাশি দাঁড়িয়ে নেশনস লিগ জয় সেলিব্রেট করেছেন, বন্ধু নেই মানতে পারছেন না রোনাল্ডো

সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, দেড়শো পেরিয়ে গিলের ইংল্যান্ড শাসন

দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান, চার গোলে মাটি ধরাল কালীঘাটকে

ভারতের দুই স্পিনারকে 'নির্বিষ' করতে নতুন কৌশল ইংল্যান্ডের, এগিয়ে আনা হয়েছে বাউন্ডারি

হেডিংলির পরে এজবাস্টনেও সেঞ্চুরি গিলের, বড় রানের স্বপ্ন দেখাচ্ছে ভারত

সেঞ্চুরির আগে থামল যশস্বীর ব্যাট, ৫১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তারকা ওপেনার

কেন নেই কুলদীপ? হতবাক সানি, গম্ভীরের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট প্রাক্তনরা

আন্ডারটেকারের সঙ্গে হতে হতেও হয়নি রিংয়ের লড়াই, ডব্লিউডব্লিউই-র চুক্তি নিয়ে মুখ খুললেন ফ্লিনটফ

চোট সমস্যায় টেস্ট চ্যাম্পিয়নরা, এবার চোটের কবলে মহারাজও, নেতৃত্বে কে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, জানুন প্রভিডেন্ট ফান্ডের আন্তর্গত বিভিন্ন প্রকল্পে সুদের হার ঘোষণা

মাসে ৪৫৮৫ টাকা করে জমালেই কোটিপতি হওয়ার সুযোগ, কত দিনে? জানুন এই প্রকল্প সমন্ধে

মাএ ৭ টাকায় বাঁচতে পারতেন শেফালী জারিওয়ালা? ‘কাঁটা লাগা গার্ল’-এর মৃত্যু ঘিরে ভাইরাল হল ‘রাম কিট’!

দুর্ঘটনার পর রাস্তাতেই পড়ে থাকলেন, কেউ চিনতে পারল না, মৃত্যু পঞ্চায়েতের 'সচিবজি'র


'খেলনা ট্রেন'-এর জন্মদিন পালনে গান বাঁধল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়ারা

“অপরাধী চিরকাল অপরাধী নয়”—বাল্মীকির দৃষ্টান্ত টেনে কেরালা হাইকোর্টের মন্তব্য

পাকিস্তানের জন্য খুব খারাপ খবর, তড়িঘড়ি ব্যবসা গুটিয়ে ফেলল এই বহুজাতিক প্রযুক্তি সংস্থাটি

'কথায় কথায় যৌনতা আর গালিগালাজ ছাড়া কিচ্ছু নেই'- ওয়েব সিরিজের কনটেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য পরেশ রাওয়ালের

বয়স অনুসারে ব্লাড সুগারের মাত্রা কত হওয়া উচিত? জানুন ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে কখন সতর্ক হবেন
সলমনের বুকে গর্ব, চোখে-মুখে রক্ত! ‘গলওয়ান’ ছবির নতুন পোস্টার দেখে দুয়ো না সিটি-কী দিচ্ছে নেটপাড়া?

লম্বা ১২৫ ফুট হলেও চওড়া মাত্র ৩ ফুট! অভিনব নকশার এই বাড়িই এখন ভাইরাল

বিহারে ভোটার তালিকায় 'গোপন এনআরসি'র আশঙ্কা: নাগরিকত্ব হারানোর ভয়

রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ, তৃণমূল নেতার গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার বিজেপি বিধায়কের পুত্র

‘বর্ডার ২’ থেকেও পড়লেন বাদ? দিলজিতের ভবিষ্যতের সব ছবি নিয়ে কোন নজিরবিহীন সিদ্ধান্ত ফেডারেশনের?

জানেন কি বউ বাজারে পাওয়া যায় পছন্দের মেয়ে? দরদাম করে ঘরে তুলছেন পাত্রপক্ষ!

যৌবন ধরে রাখতে আইভি ড্রিপ নিতেন শেফালি জারিওয়ালা, এই পদ্ধতি কি সত্যি বিপজ্জনক?

সুপারহিরো সুপারম্যান: জানেন তার আসল নাম? কেন সে প্যান্টের উপর লাল অন্তর্বাস পরে?

নতুন স্বাদের রিয়্যালিটি শো নিয়ে আসছেন সায়ন, হাসি-মজা-আড্ডায় কোন চ্যানেলে আসর জমবে?

মহাকাশ থেকেও করা যাবে নিক্ষেপ! চীনের নতুন অস্ত্রে ঘুম উড়ে যেতে পারে আমেরিকা এবং ভারতের

হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ দীপিকা, এবার থেকে সেই সংস্থাকে প্রতি বছর দিতে হবে ৭৫ লক্ষ টাকা?

নেই মাঝি, নেই সেতু, নিজেরাই দড়ি টেনে বছরের পর বছর নদী পারাপার করছেন মহিলা স্বাস্থ্যকর্মীরা

অতিরিক্ত মাদকসেবনে মৃত্যু জনপ্রিয় দুষ্টু ছবির তারকার, ফেন্টানিলই কি কাল হল, উঠছে প্রশ্ন

গলায় ওটা আটকে গেলেই এই জিনিস চুষে খান, মুহূর্তেই গলে বেরিয়ে যাবে! মিলবে আরাম