শুক্রবার ০৪ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal will take on Mumbai City in ISL

খেলা | দ্রুত বিদেশি ফুটবলার নিয়োগ করা হবে, মুম্বই ম্যাচের আগে আশার কথা শোনালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার

KM | ০৫ জানুয়ারী ২০২৫ ০০ : ১৬Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক:দুই বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের ও হেক্টর ইউস্তে, গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও ব্রাজিলীয় ক্লেটন সিলভা— এই চার জন ছাড়া ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর হাতে আর কোনও বিদেশি ফুটবলার নেই। ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল পুরো মরশুম থেকেই ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চোট সারিয়ে চলতি মাসেই ফেরার কথা।

তা হলে কি ১১ জানুয়ারির কলকাতা ডার্বির আগে দুই বিদেশি ফুটবলারের জায়গায় কাউকে দেখা যাবে? রবিবার সাংবাদিক বৈঠকে সমর্থকদের জন্য আশার কথাই শোনালেন ব্রুজোঁ। জানিয়ে দিলেন, তাঁর আশা, ডার্বির আগেই এসে যাবেন দুই বিদেশি।

তালালের ফিরে আসার সম্ভাবনা আর নেই বললেই চলে। কিন্তু সল ক্রেসপোর কী হল? তিনি চোট সারাতে ফিরে গিয়েছিলেন নিজের দেশ স্পেনে। কিন্তু সেখানে গিয়ে নাকি ভিসা সমস্যায় আটকে পড়েছেন, ভারতে আসতে পারছেন না। তবে কোচের আশা, আগামী সপ্তাহেই কলকাতায় চলে আসবেন তিনি।

এই প্রসঙ্গে রবিবার অস্কার ব্রুজোঁ বললেন, “মাদিহ তালালকে আর এই মরশুমে পাওয়া যাবে না। তার পরিবর্তে আর একজন বিদেশি ফুটবলারকে নিচ্ছি আমরা, যার নাম ঘোষণা করা হবে ডার্বির আগেই। ঘোষণা করবে ক্লাব।” সল ক্রেসপোকে নিয়ে তিনি জানান, “ওর ভিসা সমস্যা মিটলে আশা করি, ডার্বির আগেই চলে আসবে সল। আসলে স্পেনে বড়দিনের লম্বা ছুটি থাকায় ভিসার কাগজপত্র তৈরি হতে একটু সময় লাগছে। সেই জন্যই ওর আসতে একটু দেরি হচ্ছে। আশা করি, আগামী সপ্তাহেই চলে আসবে সল।”

কলকাতা ডার্বির কথা মাথায় রেখেই ক্লাব তড়িঘড়ি বিদেশিদের আনার ব্যবস্থা করলেও সেই ম্যাচ নিয়ে আপাতত মাথা ঘামানোর সময় নেই ইস্টবেঙ্গল কোচের। কারণ, তার আগে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আরও একটি কঠিন ম্যাচ খেলতে হবে তাদের। যদিও তাদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি তিন গোল দেয় মুম্বইকে। সেই হারের ক্ষত নিয়েই সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দল নামাবেন পিটার ক্রাতকি। এই ব্যাপারটাও ভাবাচ্ছে লাল-হলুদ কোচকে।

প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, “মুম্বই সিটি এফসি লিগের অন্যতম সেরা দল। যথেষ্ট শক্তিশালী দল। ওরা একটা নির্দিষ্ট স্টাইলে খেলে। মাঠের মধ্যে দিয়ে যত না আক্রমণ তৈরি করে, দুই প্রান্ত দিয়ে দ্রুত গতিতে তার চেয়ে বেশি আক্রমণ করে। তবে গত ম্যাচে ওরা হারার পর এই ম্যাচে নামছে, সেই ক্ষত নিয়ে এই ম্যাচে খেলবে ওরা। তবে ওদের কোথায় কোথায় শক্তি ও দুর্বলতা, তা আমরা জানি। সেই অনুযায়ীই পরিকল্পনা তৈরি করব, যা মাঠে কার্যকর করতে হবে আমাদের ফুটবলারদের।”

মুম্বইকে হারানো তাদের পক্ষে কঠিন, তা স্বীকার করে নিয়ে ব্রুজোঁ এ দিন বলেন, “যে দলগুলো দ্রুত ওঠা নামা করতে পারে তাদের নিয়ে আমাদের সমস্যা বেশি। ওরা বেশি ভার্টিকাল ফুটবল খেলে। তাদের যে ভাবে আটকে এসেছি আমরা, সে ভাবেই আটকানোর চেষ্টা করব। ওদের বারবার ব্লক করতে হবে। মাঝমাঠে বা গোল এরিয়ায় বেশি জায়গা দিলে চলবে না। বল যথাসম্ভব বেশি দখলে রাখতে হবে”।

নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। অর্থাৎ, আর ১১টি ম্যাচ বাকি আছে তাদের। যার মধ্যে পাঁচটিই তারা খেলবে এই মাসে। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে হোম ম্যাচ ছাড়াও তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচও ইস্টবেঙ্গল খেলবে এই মাসে। এ ছাড়া মোহনবাগান, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও মাঠে নামতে হবে তাদের।

এই মুহূর্তে ছ’নম্বর দলের চেয়ে ছ’পয়েন্ট পিছনে রয়েছে তারা। আসন্ন ম্যাচগুলিতে পয়েন্ট খোয়ালে যে সেরা ছয়ের দৌড় থেকে তাদের কার্যত ছিটকে যেতে হবে, তা স্বীকার করে নেন অস্কার। তিনি বলেন, “এর আগে বলেছিলাম ডিসেম্বরে যদি বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে রাখতে পারি, তা হলে আমরা সেরা ছয়ের দৌড়ে থাকতে পারি। এখন সেটাই হচ্ছে। এ বার আমরা যদি পয়েন্ট না পাই, তা হলে আমাদের কোনও আশা থাকবে না।”

এই অবস্থার জন্য কার্লেস কুয়াদ্রাতেক আমলকে দায়ী করে অস্কার বলেন, “লিগের প্রথম সাতটা ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়ায় অনেক পিছিয়ে যেতে হয়েছে আমাদের। এখনও আমাদের লক্ষ্য সেরা ছয়ে পৌঁছনো। কিন্তু সে জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে। কোচ, ফুটবলারদের পারফরম্যান্সের সঙ্গে চোট-আঘাতের অবস্থা, রেফারিং- এগুলোও বিচার করতে হবে। এখন আমাদের প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে, পয়েন্ট অর্জন করতে হবে এবং গত চার-পাঁচটি ম্যাচে যেরকম খেলেছি, সে রকম বা তার চেয়েও ভাল খেলতে হবে।”

সেরা ছয়ে পৌঁছতে পারবে কি না ইস্টবেঙ্গল, তার ইঙ্গিত এই মাসেই পাওয়া যাবে। কিন্তু এ বারও নক আউটে উঠতে না পারলে যে আফসোস করবেন না, তা জানিয়ে লাল-হলুদ কোচ বলেন, “আমরা যদি সেরা ছয়ে নাও পৌঁছতে পারি, তা হলে কি এ মরসুমে ব্যর্থ হয়ে যাব? মনে হয় না। কারণ, খুব খারাপ শুরুর পরেও আমরা দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সমর্থকদের সবাইকে ব্যাপারটা এ ভাবেই ভাবতে হবে। লক্ষ্যে পৌঁছতে না পারলেও দলের লড়াইয়ের জন্য গর্বিত হওয়া উচিত আমাদের। আইএসএলে এখন পর্যন্ত এ বছরই আমরা সবচেয়ে ভাল জায়গায় আছি। সেটাও মাথায় রাখতে হবে।”

দল যে এখনও তৈরি হওয়ার প্রক্রিয়ায় আছে, তা স্পষ্ট জানিয়ে স্প্যানিশ কোচ বলেন, “সত্যি বলতে, আমাদের দল এখনও উন্নতির প্রক্রিয়ায় আছে। দলের মধ্যে কিছু সমস্যা আছে। কিছু বাধা আছে। সেই বাধাগুলো আমরা ক্রমশ সরাচ্ছি। দলটা নতুন করে তৈরি হচ্ছে। ২০২৫-এ আমরা পয়েন্ট টেবলে অবশ্যই ভাল জায়গায় যেতে চাই। কিন্তু সে জন্য দলের ফুটবলারদের ওপর বাড়তি চাপ দিতে পারব না। সব সময় যদি সেরা ছয়ে থাকা নিয়ে আলোচনা করি আমরা, তা হলে আমাদের ওপর বাড়তি চাপ এসে যাবে, যেটা আমি চাই না।”

 


EastBengalOscarBruzonEastBengalvsMumbaiCity

নানান খবর

ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন ফেডারেশনের, দৌড়ে এগিয়ে কে?

সাত গোলের পর দ্বিতীয় ম্যাচে ম্লান, সুরুচির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

ডুরান্ডের গ্রুপ পর্বে হচ্ছে না ডার্বি, প্রাথমিক খসড়ায় আলাদা গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল!

দু'বার এগিয়েও ড্র, কলকাতা লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মহমেডান

তিন বছরের চুক্তি, মোহনবাগানের সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে, জানালেন কিয়ান

টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি গিলের, ভারত অধিনায়কের ইংল্যান্ড শাসন

কয়েকদিন আগেই পাশাপাশি দাঁড়িয়ে নেশনস লিগ জয় সেলিব্রেট করেছেন, বন্ধু নেই মানতে পারছেন না রোনাল্ডো

সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, দেড়শো পেরিয়ে গিলের ইংল্যান্ড শাসন

দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান, চার গোলে মাটি ধরাল কালীঘাটকে

ভারতের দুই স্পিনারকে 'নির্বিষ' করতে নতুন কৌশল ইংল্যান্ডের, এগিয়ে আনা হয়েছে বাউন্ডারি

হেডিংলির পরে এজবাস্টনেও সেঞ্চুরি গিলের, বড় রানের স্বপ্ন দেখাচ্ছে ভারত

সেঞ্চুরির আগে থামল যশস্বীর ব্যাট, ৫১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তারকা ওপেনার

কেন নেই কুলদীপ? হতবাক সানি, গম্ভীরের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট প্রাক্তনরা

আন্ডারটেকারের সঙ্গে হতে হতেও হয়নি রিংয়ের লড়াই, ডব্লিউডব্লিউই-র চুক্তি নিয়ে মুখ খুললেন ফ্লিনটফ

চোট সমস্যায় টেস্ট চ্যাম্পিয়নরা, এবার চোটের কবলে মহারাজও, নেতৃত্বে কে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, জানুন প্রভিডেন্ট ফান্ডের আন্তর্গত বিভিন্ন প্রকল্পে সুদের হার ঘোষণা

মাসে ৪৫৮৫ টাকা করে জমালেই কোটিপতি হওয়ার সুযোগ, কত দিনে? জানুন এই প্রকল্প সমন্ধে

মাএ ৭ টাকায় বাঁচতে পারতেন শেফালী জারিওয়ালা? ‘কাঁটা লাগা গার্ল’-এর মৃত্যু ঘিরে ভাইরাল হল ‘রাম কিট’!

দুর্ঘটনার পর রাস্তাতেই পড়ে থাকলেন, কেউ চিনতে পারল না, মৃত্যু পঞ্চায়েতের 'সচিবজি'র

'খেলনা ট্রেন'-এর জন্মদিন পালনে গান বাঁধল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়ারা

“অপরাধী চিরকাল অপরাধী নয়”—বাল্মীকির দৃষ্টান্ত টেনে কেরালা হাইকোর্টের মন্তব্য

পাকিস্তানের জন্য খুব খারাপ খবর, তড়িঘড়ি ব্যবসা গুটিয়ে ফেলল এই বহুজাতিক প্রযুক্তি সংস্থাটি

'কথায় কথায় যৌনতা আর গালিগালাজ ছাড়া কিচ্ছু নেই'- ওয়েব সিরিজের কনটেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য পরেশ রাওয়ালের

বয়স অনুসারে ব্লাড সুগারের মাত্রা কত হওয়া উচিত? জানুন ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে কখন সতর্ক হবেন

সলমনের বুকে গর্ব, চোখে-মুখে রক্ত! ‘গলওয়ান’ ছবির নতুন পোস্টার দেখে দুয়ো না সিটি-কী দিচ্ছে নেটপাড়া?

লম্বা ১২৫ ফুট হলেও চওড়া মাত্র ৩ ফুট! অভিনব নকশার এই বাড়িই এখন ভাইরাল

বিহারে ভোটার তালিকায় 'গোপন এনআরসি'র আশঙ্কা: নাগরিকত্ব হারানোর ভয়

রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ, তৃণমূল নেতার গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার বিজেপি বিধায়কের পুত্র

‘বর্ডার ২’ থেকেও পড়লেন বাদ? দিলজিতের ভবিষ্যতের সব ছবি নিয়ে কোন নজিরবিহীন সিদ্ধান্ত ফেডারেশনের?

জানেন কি বউ বাজারে পাওয়া যায় পছন্দের মেয়ে? দরদাম করে ঘরে তুলছেন পাত্রপক্ষ!

যৌবন ধরে রাখতে আইভি ড্রিপ নিতেন শেফালি জারিওয়ালা, এই পদ্ধতি কি সত্যি বিপজ্জনক?

সুপারহিরো সুপারম্যান: জানেন তার আসল নাম? কেন সে প্যান্টের উপর লাল অন্তর্বাস পরে?

নতুন স্বাদের রিয়্যালিটি শো নিয়ে আসছেন সায়ন, হাসি-মজা-আড্ডায় কোন চ্যানেলে আসর জমবে?

মহাকাশ থেকেও করা যাবে নিক্ষেপ! চীনের নতুন অস্ত্রে ঘুম উড়ে যেতে পারে আমেরিকা এবং ভারতের

হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ দীপিকা, এবার থেকে সেই সংস্থাকে প্রতি বছর দিতে হবে ৭৫ লক্ষ টাকা?

নেই মাঝি, নেই সেতু, নিজেরাই দড়ি টেনে বছরের পর বছর নদী পারাপার করছেন মহিলা স্বাস্থ্যকর্মীরা

অতিরিক্ত মাদকসেবনে মৃত্যু জনপ্রিয় দুষ্টু ছবির তারকার, ফেন্টানিলই কি কাল হল, উঠছে প্রশ্ন

গলায় ওটা আটকে গেলেই এই জিনিস চুষে খান, মুহূর্তেই গলে বেরিয়ে যাবে! মিলবে আরাম

এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ার আগে জীবনের বড় সিদ্ধান্ত ঘোষণা কনওয়ালজিতের! বর্ষীয়ান অভিনেতার কাণ্ড দেখে কী বলছে নেটপাড়া?

সোশ্যাল মিডিয়া