
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলছে ভারত। সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে রয়েছেন কোহলিরা। শেষ টেস্ট না জিতলে ১০ বছর পর হাতছাড়া হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। এরই মাঝে নেটজগতে শোরগোল। সমাজমাধ্যম থেকে সব ছবি মুছে ফেললেন ভারতীয় দলের খেলোয়াড় এবং তাঁর স্ত্রী। তাহলে কি আরও এক সেলিব্রিটি দম্পতির বিবাহবিচ্ছেদ হতে চলেছে? তৈরি হয়েছে জল্পনা।
কথা হচ্ছে ভারতীয় দলের স্পিন বোলার যজুবেন্দ্র চহাল এবং অভিনেত্রী-কোরিয়োগ্রাফার ধনশ্রী বর্মার। বিগত বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কে নানা জল্পনা শোনা যাচ্ছিল। তার মাঝেই একে অপরকে আনফলো করে দিয়েছেন দু'জনেই। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধনশ্রীর সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চহাল। ধনশ্রী চহালকে আনফলো করলেও সমাজমাধ্যম থেকে এখনও নিজেদের ছবি মুছে ফেলেননি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, দু'জনের বিচ্ছেদ হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। যদিও ঠিক কী কারণে সম্পর্কে বিচ্ছেদ পড়ছে চহাল এবং ধনশ্রীর তা জানাননি ওই সূত্র। দু'জনেই নিজেদের জীবনে অন্যভাবে চলতে শুরু করেছেন বলেও জানিয়েছেন ওই সূত্র।
২০২৩ সালেও এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। সেই বছর সমাজমাধ্যমে নিজের নাম থেকে 'চহাল' উপাধি সরিয়ে ফেলেছিলেন ধনশ্রী। যজুবেন্দ্রও সমাজমাধ্যমে লিখেছিলেন, 'নতুন জীবন শুরু হতে চলেছে।' যদিও সেই সময় ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছিলেন চহাল।
প্রসঙ্গত, ২০২০ সালে ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন যজুবেন্দ্র এবং ধনশ্রী। একটি নাচের রিয়ালিটি শোয়ে ধনশ্রী জানিয়েছিলেন কীভাবে তাঁদের পরিচয় এবং সেখানে থেকে পরিণয়। ২০২৪ সালে ওই রিয়ালিটি শোয়ের এক কোরিয়োগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে তোলা একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবির জন্য কটাক্ষের মুখে পড়তে ধনশ্রীকে। এ ছাড়াও ভারতীয় দলের আরও এক তারকা ব্যাটারের সঙ্গে ধনশ্রীর সম্পর্কের জল্পনাও ছড়িয়ে পড়েছিল। সমাজমাধ্যমে দু'জনকে রিলও শেয়ার করতে দেখা গিয়েছিল। সেই জল্পনা উড়িয়ে দিয়ে যদিও দু'জনে জানান, তাঁরা খুবই ভাল বন্ধু।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর