রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদ ম্যাচ অনায়াসে জেতার পর এবার ডার্বির ভাবনা ঢুকে পড়েছে মোহনবাগান শিবিরে। ১১ জানুয়ারি বড় ম্যাচ হচ্ছেই। কিন্তু কোথায় হবে সেই নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে কলকাতা থেকে সরে যেতে পারে ডার্বি। কিন্তু ঘরের মাঠেই আইএসএলের ফিরতি ডার্বি খেলতে চান হোসে মোলিনা। স্পষ্ট জানিয়ে দিলেন, কলকাতায় না হলে যুবভারতীর সমর্থকদের মিস করবেন তাঁরা। মোলিনা বলেন, 'অবশ্যই আমি কলকাতায় ডার্বি খেলতে চাই। ফ্যানদের সামনে সবাই এই ম্যাচ খেলতে চায়। আমার মনে হয়, ইস্টবেঙ্গলও এখানেই ডার্বি খেলতে চাইবে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মনে হচ্ছে হয়তো এখানে খেলা সম্ভব হবে না। আমাদের সব সিদ্ধন্ত মেনে নিতে হবে। মোহনবাগানের ম্যানেজমেন্ট যেখানে বলবে, সেখানে গিয়েই আমাদের খেলতে হবে। পরিস্থিতি আমাদের হাতে নেই। আমাদের তৈরি থাকতে হবে। তবে আমরা সমর্থকদের মিস করব। আশা করব ডার্বি যেখানেই হোক, ওরা আমাদের সমর্থন করতে আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে ফ্যানদের খুশি করা।'
হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় পেলেও, ডার্বির আগে একাধিক বিভাগে উন্নতি চান মোলিনা। স্প্যানিশ কোচ মনে করেন, দল এখনও সেরা ছন্দে নেই। মোলিনা বলেন, 'আমি সবসময় উন্নতি চাই। রক্ষণ থেকে আক্রমণ, সবেতেই উন্নতি প্রয়োজন। আমরা এখনও সেরা খেলাটা খেলতে পারিনি। উন্নতির অনেক জায়গা আছে। আমরা সেরা দল হতে চাই।' দিমিত্রি পেত্রাতোস, আপুইয়া, আশিক কুরুনিয়নের চোট রয়েছে। তবে ডার্বির আগে হাতে আট দিন সময় আছে। মোলিনার আশা, ডার্বির আগে ফিট হয়ে যাবে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার। এদিকে বৃহস্পতিবার রাতে গোল করে বড় ম্যাচের মহড়া সেরে রাখলেন জেসন কামিন্স। জানান, ডার্বির আগে গোল দরকার ছিল। এই গোল এবং জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে। কামিন্স বলেন, 'ডার্বির আগে গোলটা পাওয়া খুব দরকার ছিল। গোল করতে পেরে ভাল লাগছে। অন্য ম্যাচের থেকে এই গোলের গুরুত্ব আলাদা। এটা ডার্বির আগে আমাদের মনোবল বাড়াবে।'
তাঁর সতীর্থ এবং এদিনের ম্যাচের সেরা লিস্টন কোলাসো মনে করছেন, ধারে-ভারে তাঁরা এগিয়ে থাকলেও, ডার্বি কঠিন হবে। লিস্টন বলেন, 'আমরা টেবিলের ওপরে। প্রত্যেক ম্যাচ আমাদের মোটিভেট করে। ডার্বি সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। আবেগ আলাদা। কোচের নির্দেশ মতো খেললে আমরা তিন পয়েন্ট পেতে পারব। তবে ম্যাচটা সহজ হবে না। যথেষ্ট কঠিন হবে।' এদিন ম্যাচের সেরা হলেও গোলের সুযোগ মিস করেন। তার আফশোস রয়েছে লিস্টনের। জানান, গোল করতে পারলে আরও ভাল লাগত। একাধিক সুযোগ নষ্ট হওয়ায় কিছুটা হতাশ তো অবশ্যই। তবে মাথা থেকে ঝেড়ে ফেলেছেন। তিনের মধ্যে দুটো গোলের পেছনে তাঁর অবদান। সঙ্গে মূল্যবান তিন পয়েন্ট। যা তাঁর গোল মিসের থেকে অনেক গুরুত্বপূর্ণ। এদিন ম্যাচ শেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভার পর সেই মঞ্চেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দেবে মোহনবাগান।
নানান খবর

নানান খবর

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ