শনিবার ২২ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯ : ১৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কাজাখস্তানের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বোয়িং বিমান। ১৮১ জনের মধ্যে ১৭৯ জন যাত্রীরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আশ্চর্যজনভাবে বেঁচে গিয়েছেন দুই বিমানকর্মী। সাক্ষাৎ যমের দুয়ার থেকে ফিরে এসেছেন ৩২ বছর বয়সী লি এবং ২৫ বছর বয়সী ক্বোন। সামান্য আহত হয়েছেন দু'জনেই। দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে মকপো হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
লি-র হুঁশ ফেরার পর তাঁকে চিকিৎসকরা প্রশ্ন করেন তাঁর কোথাও আঘাত লেগেছে। উত্তরে লি শুধু বলেন, ''কী হয়েছে, আমি এখানে কেন?'' লি আরও জানান, বিমান অবতরণের পর তাঁর কিছুই মনে নেই। শুধু মনে আছে অবতরণের আগে সিটবেল্ট বেঁধে আসনে বসে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিমানের যাত্রীদের সুরক্ষা নিয়ে এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। লি বিমানের লেজের দিকে যাত্রী পরিষেবার দায়িত্বে ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ কাঁধে চিড় ধরেছে এবং মাথায় চোট লেগেছে। লি-র পরিবারের অনুরোধে তাঁকে সিওলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর বিমানকর্মী ক্বোন-এর বিমান দুর্ঘটনার ব্যাপারে কিছুই মনে নেই। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীর মাথায় চোট লেগেছে এবং গোড়ালিতে ভেঙে গিয়েছে।
১৯৯৭ সালের পর ফের এরকম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা দেখল দক্ষিণ কোরিয়া। ১৭৫ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী-সহ মোট ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় গণ্ডগোল দেখা দেয় বিমানটির ল্যান্ডিং গিয়ারে। সময়মতো খোলেনি বিমানটির চাকা। এর ফলে বেলি ল্যান্ডিং করাতে বাধ্য হন চালক। কিন্তু বিমানটির গত বেশি থাকায় সেটিকে নিয়ন্ত্রণ করা যায়নি। বিমানবন্দরের রানওয়ের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এর পরেই বিমানটি ভেঙে যায়। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেক যাত্রী বিমান থেকে ছিটকে নীচে পড়ে যান। এ ছাড়া, বিমানে আগুন ধরে যাওয়ায় ঝলসে মৃত্যু হয়েছে অনেকের। বিমান দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিমানটির অবতরণের আগের মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অবতরণের আগে বিমানটির ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে। পাখির সঙ্গে ধাক্কার ফলে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি এই তত্ত্বই জোরালো হচ্ছে ক্রমশ।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজ়াখস্তানের আকতু শহরে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যু হয়। সেই বিমান দুর্ঘটনায় দু'টি তত্ত্ব উঠে এসেছে। এক, পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা। দ্বিতীয় তত্ত্বে বলা হচ্ছে, ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে রাশিয়া ওই যাত্রিবাহী বিমানটিকে গুলি করে নামিয়েছে। আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব যদিও এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন রাশিয়াকেই।
নানান খবর

নানান খবর

ভাড়ায় মিলবে প্রেমিকা: 'কাছে পাওয়ার' প্যাকেজে রয়েছে চমক

স্ত্রী চেয়েছিলেন ছ’লক্ষ, আদালত নির্দেশ দিল ৩০ লাখ, অবাক করা খোরপোশের নিদান চীনের আদালতের

বৃদ্ধা মহিলার ফোনে 'যৌনগন্ধী' মেসেজ! এআই-এর কীর্তিতে শোরগোল

কাঁধে চাপিয়ে মহিলাদের নিয়ে যেতে হবে পাহাড়ের উপর, আয় বার্ষিক ৩৬ লক্ষ টাকা! করবেন না কি?

আর মাত্র ৩৫ বছর, বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, কী হবে খ্রিষ্টান ও হিন্দুদের অবস্থা?

আয়তনে এতটুকু, তবুও কোনওদিনই নেপাল জয় হয়নি, উল্টে ভয়ে কাঁপতো প্রবল পরাক্রমশালী মুঘল-ব্রিটিশ সেনাবাহিনী, কেন?

টানা আট বছর তালিকার শীর্ষে ফিনল্যান্ড, সুখী দেশের তালিকায় ভারত কত নম্বরে?

ঘর ভাড়া দেওয়ায় সাবধান, ঘর ভাড়া নিয়ে যৌনতার 'লম্বা ম্যারাথন' মহিলার

দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতার রেকর্ড হেলায় ভাঙবে বিশ্বের সবচেয়ে উঁচু গগনচুম্বী এই ভবন! কোথায় তৈরি হচ্ছে জানেন?

মহাকাশে মিলল হীরের গ্রহ, চোখ কপালে উঠল নাসার বিজ্ঞানীদের

পৃথিবীর মাটি ছোঁয়ার আগেই আতঙ্কের চূড়ান্ত! কী হয়েছিল সুনীতাদের ল্যান্ডিংয়ের ঠিক আগেই, শুনলে চমকে যাবেন

ইজরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৩২৬, ফের যুদ্ধ শুরু আশঙ্কা

বাংলাদেশের শ্রমিক নেতার অন্ডকোষ কামড়ে নিয়ে দৌড়ে পালাল শিয়াল

'মমির মতো পেঁচিয়ে ফেল', যৌনসুখ বৃদ্ধি করতে নতুনত্ব আনতে গিয়েই ঘটল সর্বনাশ! কপাল পুড়ল ওনলিফ্যানস মডেলের

পাকিস্তানের মাটিতে ভারতীয় সিনেমার জয়জয়কার, রইল ভিডিও