
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ভোটের আবহ। চলতি মাসের শেষের দিকেই হয়তো দিল্লি বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন। তার আগেই বড় স্বীকারোক্তি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। সর্বভারতীয় এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনার মঞ্চে কেজরিওয়াল ঘোষণা করেন, ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির তিনটি পূরণে ব্যর্থ হয়েছে আপ সরকার।
বিজেপি অবশ্য কেজরির স্বীকারোক্তিকে ভোটে কৌশল বলে দাবি করেছে।
কোন কোন প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ আপ সরকার?
প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, যমুনা নদী সাফাই। দিল্লির প্রতিটি পরিবারের জন্য শুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করা এবং দিল্লির সমস্ত সড়ককে ইউরোপীয় মানের গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।
কেন ব্যর্থতা?
ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোভিড মহামারি ও মোদি সরকারের প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপকে দায়ী করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, "প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রাথমিক কারণ দু'টি। ২০২০ সালের বিধানসভা ভোট হয়। ফের ক্ষমতায় আসে আপ সরকার। ভোটের পর প্রথম আড়াই থেকে তিন বছর কোভিড মহামারির ধকল সামলাতে গিয়েছে। পরে দিল্লি সরকারে মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। যার কবল থেকে আমিও বাদ পড়িনি।"
কেজরির দাবি, এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও, প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় তহবিল রয়েছে। উল্লেখ্য ২০২০ সালে তাঁকে পুনরায় দিল্লির কুর্সিতে নির্বাচিত করার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে বলেছিলেন, "আমাকে আরও একটি সুযোগ দিন। আমি আগামী পাঁচ বছরে সব প্রতিশ্রুতি পূরণ করব।"
আপ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেজরি ওই মঞ্চেই বলেছেন, "গত ৭৫ বছরে, কেউ কল্পনাও করতে পারেনি যে দরিদ্র বাচ্চারা ভাল মানের শিক্ষা বা সবাই বালো স্বাস্থ্যসেবা পেতে পারেন। দিল্লিবাসী প্রত্যেকের জন্য ২৪ ঘন্টা বিদ্যুৎ দেশজুড়ে আশা তৈরি করেছে।"
বিজেপির কটাক্ষ-
তবে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ২০১৫ ও ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির নানা অংশ শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যেখানে কেজরিওয়ালকে যমুনা নদী পরিষ্কারের জন্য আরও সময় চাওয়া হয়েছে। মালব্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "কেজরিওয়াল দাবি করেছেন যে তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি কারণ তিন বছর কোভিডে নষ্ট হয়ে গিয়েছে এবং দু'টি বছর আইনি মামলায় নষ্ট হয়েছে। কিন্তু অতিমারী চলাকালীন, তিনি তাঁর প্রাসাদোপম বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, বিজেপি একই সময়ে নতুন সংসদ ভবন এবং কার্তব্য পথের কাজ শেষ করেছে। দিল্লির দায়িত্বে থাকা জলসম্পদ মন্ত্রীকে কখনও গ্রেপ্তার করা হয়নি। তাহলে কেন দিল্লির বাসিন্দাদের কাছে বিশুদ্ধ জল সরবরাহ করা হল না?"
মালভিয়া অভিযোগ করেছেন যে কেজরিওয়ালের প্রশাসন শাসনের পরিবর্তে ব্যক্তিগত বিলাসিতা এবং অবৈধ কার্যকলাপের দিকে বেশি মনোনিবেশ করেছে গত পাঁচ বছরে। তিনি বলেছেন, "গত পাঁচ বছরে, অরবিন্দ কেজরিওয়াল শুধুমাত্র নিজের জন্য একটি বিলাবহুল বাড়ি তৈরি করেছেন এবং দিল্লিতে অবৈধভাবে মদ বিতরণ করেছেন। যার জন্য তিনি এবং তাঁর মন্ত্রীরা জেলে গিয়েছেন। মদের জেরে অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, দিল্লি নরকে পরিণত হয়েছে। তবুও কেজরিওয়াল বলেছেন, আমাকে আর একটা সুযোগ দিন। আর আমরা এসব সহ্য করব না। দিল্লিতে বদল প্রয়োজন।"
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান