সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | পন্থের ফ্যান, ভারতের ডাল-রুটি খেতে ভালবাসেন অস্ট্রেলিয়ান‌ কিংবদন্তির কন্যা

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ১২ : ৩৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনের সকালটা ক্রিকেটের জন্য সুখবর বয়ে আনেনি। গাব্বায় প্রথমদিন ভারী বৃষ্টির জন্য খুব অল্প সময় খেলা হয়। মাত্র ১৩.২ ওভার খেলা চালানো সম্ভব হয়। তারপরই বৃষ্টি শুরু। ছাতা নিয়ে, রেনকোট পরে বিয়ারের গ্লাসে চুমুক দিতে দিতে মাঠের ধারে বৃষ্টি থামার অপেক্ষা করে ক্রিকেটভক্তরা। প্লেয়াররা ড্রেসিংরুম ঢুকে পড়ে। তারই মাঝে গাব্বার করিডোরে ঘোরাঘুরি করতে দেখা যায় ম্যাথিউ হেডেনের মেয়েকে। বৃষ্টি তাঁর মেজাজ বিগড়ে দিতে পারেনি। বরং, অধীর আগ্রহে আবার খেলা শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন হেডেন‌ কন্যা গ্রেস। 

বরাবর তাঁর বাবা ভারতের ত্রাস ছিলেন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নজরকাড়া সাফল্য হেডেনের। একাধিকবার ভারত সফরে এলেও পরিবার নিয়ে খুব একটা আসেননি। কিন্তু সবসময় এক টুকরো ভারত নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেই থেকেই ভারতের প্রতি আগ্রহ জন্মায় হেডেন‌ কন্যার। জানালেন, ভারতীয় খাবার, মশলা তাঁর খুবই পছন্দ। গ্রেস বলেন, 'আমি ছোটবেলায় ভারত সম্বন্ধে আমার বাবার থেকে অনেক কিছু শুনেছি। সেই থেকে ভারতের প্রতি একটা ভালবাসা তৈরি হয়। বাবা এখনও ওখান থেকে বাড়িতে মশলা নিয়ে আসে। তাই আমি সবসময় ভারতীয় খাবার খেতে পছন্দ করি। আমি রুটি এবং ডাল কারি খেতে ভালবাসি। আমি ভারতের রুটির ভক্ত। বাবা সমসময় এক টুকরো ভারত আমাদের বাড়িতে নিয়ে আসত। সবাই আমাকে জিজ্ঞেস করত, ভারতের মশলাদার খাবার খেতে আমার অসুবিধা হয় কিনা? আমি বলতাম, না, আমি ভারতীয় খাবার খেতে ভালবাসি।' 

ছোটবেলায় হেডেনের সঙ্গে খুব বেশি দেশ, বিদেশে ঘোড়ার সুযোগ হয়নি তাঁর। কিন্তু এখন অস্ট্রেলিয়ান তারকা ধারাভাষ্য দেওয়ার সময় মাঝেমধ্যে পরিবার নিয়ে যান। আর নিজের দেশে খেলা হলে তো কথাই নেই। মিস করেন না গ্রেস। সেই সূত্রে ক্রিকেটের প্রতিও তাঁর ভালবাসা জন্মেছে। টিভিতে দেখার পাশাপাশি মাঠে বসেও প্রচুর খেলা দেখেছেন। ঋষভ পন্থের বড় ফ্যান হেডেন‌ কন্যা। ভারতীয় দলে পছন্দের ক্রিকেটারের নাম বলতে হাফ মিনিটও সময় নেয়নি গ্রেস। মর্মান্তিক দুর্ঘটনা থেকে আবার ক্রিকেটে ফেরার কাহিনি তাঁকে অনুপ্রেরণা জোগায়। গ্রেস বলেন, 'আমার মনে হয় ওর প্রত্যাবর্তনের কাহিনি অনবদ্য। সম্প্রতি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হয়। সবার গাড়ি দুর্ঘটনার কথা মনে আছে। সেই জায়গা থেকে কামব্যাক করে আবার নিজের জায়গা ফিরে পাওয়ার কৃতিত্ব ওকে দিতেই হবে। কঠোর পরিশ্রম, সংকল্পের জোরে ও এই অসাধ্য সাধন করতে পেরেছে। আমি অস্ট্রেলিয়ান, তবে ওকে নিয়ে গর্বিত। একজন প্লেয়ার এবং মানুষ হিসেবে ও খুব শক্তিশালী। ও বাকিদের অনুপ্রেরণা দিতে পারে।' অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তদের কাছে ঋষভ পন্থ পছন্দের। বর্তমানে সিরিজ ১-১ অবস্থায়। হেডেন কন্যা মনে করছেন, অস্ট্রেলিয়া বাকি তিন টেস্ট জিতে ৪-১ এ সিরিজ পকেটে পুরবে। তবে তার জন্য খেলা হতে হবে। গাব্বায় তৃতীয় টেস্টের ওপেনিং ডে ক্রিকেটার থেকে ক্রিকেট ভক্তদের চূড়ান্ত হতাশ করে। 

 


Matthew HaydenGrace HaydenRishabh PantIndia vs AustraliaBrisbane Test

নানান খবর

নানান খবর

ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?

টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?

দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ!‌ কেন?‌ বাদ পড়লেন সামিও

ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত

লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

সোশ্যাল মিডিয়া