
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইমাদ ওয়াসিমের অবসর ঘোষণার ২৪ ঘণ্টা কাটার আগেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন পাকিস্তানের আরও এক তারকা ক্রিকেটার। সতীর্থের অবসর ঘোষণার পরের দিন, শনিবার, ঠিক একইভাবে ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মহম্মদ আমির। এদিন সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেন ৩২ বছরের তারকা বোলার। জানান, ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি। তাঁর মতে পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময়। মহম্মদ আমির লেখেন, 'অনেক ভাবনা-চিন্তার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছি। এই সিদ্ধান্ত নেওয়া কখনই সহজ নয়, তবে একদিন নিতেই হত। আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সঠিক সময়। ওরাই পাকিস্তানের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। এর জন্য আমি অন্তর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই। আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞ।'
ইমাদ ওয়াসিমের মতো আগেও অবসর নিয়েছিলেন আমির। ২০২১ সালে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন তারকা পেসার। কিন্তু বছরের শুরুতে অবসর ভেঙে আবার ক্রিকেটে ফেরেন। এবছর টি-২০ বিশ্বকাপও খেলেন। আমিরের ক্রিকেটজীবন বিতর্কে ভরা। স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১০ থেকে ২০১৫, পাঁচ বছর নির্বাসিত ছিলেন। তারপর আবার বাইশ গজে ফেরেন। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি একদিনের আন্তর্জাতিক এবং ৬২টি টি-২০ ম্যাচ খেলেন। লাল বলের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ১১৯। একদিনের ক্রিকেটে ৮১ উইকেট নেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর সংগ্রহ ৭১ উইকেট। মোট ১৫৯ ম্যাচে ২৭১ উইকেট তাঁর ঝুলিতে। দেশের জার্সিতে শেষবার টি-২০ বিশ্বকাপ খেলেন। চার ম্যাচে ৭ উইকেট নেন। এবার চিরতরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তান ক্রিকেটের এই বিতর্কিত চরিত্র।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর