শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | স্থানীয়দের প্রমাণ করার চ্যালেঞ্জ, নেইয়ের তালিকা ভুলে নতুন পর্বের খোঁজে অস্কার

Sampurna Chakraborty | ১১ ডিসেম্বর ২০২৪ ১৪ : ২৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম জয়ে চাকা ঘুরতে শুরু করেছে। তারপর চেন্নাইনের মাটিতে জোড়া জয়ে লিগের লাস্টবয় থেকে দু'ধাপ ওপরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠে সার্জিও লোবেরার দলের বিরুদ্ধে লড়াই। তবে ওড়িশা ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল মিনি হাসপাতাল। নেইয়ের তালিকা লম্বা। চোটের কবলে দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, সল ক্রেসপো, হেক্টর ইউস্তে, নন্দকুমার শেখর, প্রভাত লাকরা এবং নিশু কুমার। তারমধ্যে শেষজন বেশ কয়েকদিন ধরেই বাইরে। প্রথম একাদশ তো নয়ই, পরিস্থিতি যা তাতে ডিয়ামানটাকোস, ক্রেসপোর আঠারো জনের দলে থাকার সম্ভাবনা নেই বলাই যায়। বুধবার সকালে দলের সঙ্গে প্র্যাকটিস করেননি ইউস্তে। আলাদা রিহ্যাব করেন। তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখেন অস্কার ব্রুজো। তবে আঠারো জনের দলে থাকবেন। 

শক্তিশালী ওড়িশার বিরুদ্ধে নামার আগে চোট-আঘাতের তালিকা নিয়ে দ্বিধায় রাখলেন অস্কার। তবে কোনও অজুহাত দিতে চান না। আধ ডজন প্লেয়ারের না থাকা নিয়েও হাহুতাশ করতে চান না অস্কার। এই পরিস্থিতির ইতিবাচক দিক দেখছেন। তারকা প্লেয়ারদের অনুপস্থিতিতে জুনিয়রদের নিজেদের প্রমাণ করার সুযোগ। স্থানীয়দের ওপর পূর্ণ আস্থা রাখছেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'আমার কাজ প্লেয়ারদের মোটিভেট করা। আমি কোনও অজুহাত দিতে চাই না। নেতিবাচক মনোভাব নিয়ে থাকতে পছন্দ করি না। এই পরিস্থিতির ইতিবাচক দিকটা কাজে লাগাতে চাই। যারা কাল খেলার সুযোগ পাবে, তাঁদের নিজেদের প্রমাণ করার পালা। স্থানীয় ফুটবলারদের নিজেদের মেলে ধরতে হবে। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা ওড়িশার বিরুদ্ধে ছটা ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল কোচ হিসেবে আমার ওড়িশার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। আমরা কাল একটা নতুন চ্যাপ্টার লেখায় চেষ্টা করব। ঘরের মাঠে জেতার চেষ্টা করতে হবে। নিজেদের ওপর বিশ্বাস আছে। বর্তমানে আমরা ছন্দে আছি। তবে এটা যথেষ্ট নয়। আমাদের টেবিলের ওপরের দিকে উঠতে হবে। অনেকদূর যেতে হবে। তিনটে হোম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওড়িশার কাছে হারতে হয়েছিল। তার‌ওপর ছন্দে রয়েছে লোবেরার‌ দল। রয় কৃষ্ণ না থাকা সত্ত্বেও গোল পেতে কোনও সমস্যা হচ্ছে না। হুগো বুমোস, দিয়েগো মরিসিওরা রয়েছেন। ২৩ গোল করে ফেলেছে ওড়িশা। তাতে ঘাবড়াচ্ছেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। উল্টে পাল্টা হুঙ্কার দিয়ে রাখলেন। তুলনা টানলেন নর্থ ইস্ট ম্যাচের। অস্কার বলেন, 'নর্থ ইস্টও প্রচুর গোল করে আমাদের সঙ্গে খেলতে এসেছিল। কিন্তু এখানে গোল করতে পারেনি। আমাদের নিজের ইউনিটের ওপর ভরসা আছে। ডিফেন্স সংগঠনের কাছে আটকে গিয়েছিল। এটাই আমাদের বাড়তি ফুয়েল দেবে। ওরা পেছন থেকে আক্রমণ করে। বুমোস ক্রিয়েটিভ প্লেয়ার। মরিসিও আগের বছরের তুলনায় ছন্দে আছে। দুই কোচের মধ্যে ট্যাকটিক্যাল লড়াই হবে। ওরা চাইবে আমরা হাই প্রেসিং ম্যাচ খেলি। আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক ম্যাচে ইস্টবেঙ্গল গোল করছে।' বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রাক ম্যাচ প্রস্তুতি সারে লাল হলুদ ব্রিগেড। এদিন অনুশীলনে হাজির ছিলেন না ডিয়ামানটাকোস এবং ক্রেসপো। ঘরের মাঠে ট্যাকটিক্যাল লড়াইয়ে বাজিমাত করতে চান অস্কার। আইএসএলের ইতিহাসে এই প্রথম জয়ের হ্যাটট্রিকের হাতছানি ইস্টবেঙ্গলের কাছে। 

 


East BengalOscar Bruzon Indian Super League

নানান খবর

নানান খবর

পহেলগাঁওয়ের ঘটনার ছায়া এশিয়া কাপে, বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ, সফর নিয়েও অনিশ্চয়তা

এখনও নাকি প্লে অফে যেতে পারে হায়দরাবাদ!‌ কোন অঙ্কে জানুন 

আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বাঁহাতি এই ব্যাটারকে

লাস্ট বয়ের বিরুদ্ধে নামার আগে বাড়তি চাপ নিচ্ছে না আরসিবি, ‘আলাদা করে ভাবছি না’, জানালেন পাড়িক্কল

আর দু’‌বছর পরই কোচিং জীবন থেকে বিদায়?‌ গুয়ার্দিওলা জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

সোশ্যাল মিডিয়া