সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Henry Olonga still remembers  that triangular final

খেলা | শচীনের কাছে একদিন বেধড়ক মার খেয়েছিলেন, সেই ওলোঙ্গা এখন ছবি এঁকে রোজগার করেন

KM | ১০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩২Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: একসময়ে তাঁর বাউন্সার সামলাতে না পেরে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল শচীন তেণ্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারকে আউট করার আনন্দে তিনি উদ্ধত আচরণ করেছিলেন। শচীনের চোয়াল শক্ত হয়ে গিয়েছিল সেই দৃশ্য দেখে। মনে মনে শচীন শপথ করেছিলেন, পরের ম্যাচে তিনি সবক শেখাবেন। 
যাঁর কথা বলা হচ্ছে তিনি জিম্বাবোয়ের প্রাক্তন পেসার হেনরি ওলোঙ্গা। শচীনকে আউট করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি। 

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শচীন ধরা দিয়েছিলেন অন্য অবতারে। নির্দয় হয়ে উঠেছিলেন জিম্বাবোয়ের বোলার ওলোঙ্গার উপরে।  রাতারাতি আসমান থেকে জমিনে আছড়ে পড়েছিলেন এই ফাস্ট বোলার। শচীনের সেই নির্দয় প্রহার এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। 
ওলোঙ্গা নিজে কি ভুলতে পেরেছেন? অ্যাডিলেড টেস্টে জিম্বাবোয়ের প্রাক্তন এই  পেসারকে দেখা গিয়েছে মাঠের বাইরে। তিনি পেশা বদলেছেন। চেহারাতেও পরিবর্তন এসেছে। ছবি এঁকে অর্থ রোজগার করেন। বৈচিত্র্য পছন্দ করেন। নিজের দেশ ছেড়েছেন। অস্ট্রেলিয়া এখন তাঁর দেশ। বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান মহিলাকে। দুই সন্তানের বাবা ওলোঙ্গা। 

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেই হেনরি ওলোঙ্গাকে মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন শচীন। ৯২ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন মাস্টার ব্লাস্টার। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। শচীনকে আউট করার পরে তাঁর মুখ উদ্ভাসিত হয়েছিল কিন্তু শচীনের কাছে বেধড়ক মার খাওয়ার পরে সেই ওলোঙ্গার শরীরী ভাষাই বদলে গিয়েছিল। কাঁধ ঝুলে গিয়েছিল তাঁর। 

এহেন ওলোঙ্গার জীবন বিভিন্ন খাতে বাঁক নেয়। জিম্বাবোয়ের রবার্ট মুগাবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দেশ ছেড়েছিলেন তিনি। ধারাভাষ্যের কাজ করেন। পেশাদার গায়ক হিসেবেও তাঁকে দেখা যায়। সেই ওলোঙ্গা এখন চিত্রশিল্পী। অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন ওলোঙ্গাকে ছবি আঁকতে দেখা গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ছবি এঁকে তার বিনিময়ে পারিশ্রমিক পান ওলোঙ্গা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি অস্ট্রেলিয়া ভালবাসি। আমার স্ত্রী অস্ট্রেলিয়ান। আমার দুই সন্তান। আঁকার প্রতি আমার দুর্বলতা ছিল। আমি বৈচিত্র্য পছন্দ করি।এক কাজ করতে আমার ভাল লাগে না।'' 
সেই কারণেই কখনও তিনি ধারাভাষ্যকার, কখনও পার্টটাইম কোচ, কখনও গায়ক আবার এখন চিত্রশিল্পী। 

২০০৩ সালের বিশ্বকাপে শেষ বার ওলোঙ্গাকে জিম্বাবোয়ের জার্সিতে দেখা গিয়েছিল। ভারতের তারকা পেসার বুমরা তাঁর পছন্দের বোলার। ওলোঙ্গা বলেন, ''বুমরা সেরা। ডেলিভারি করার সময়ে ওর হাত একটু ছড়িয়ে যায়, তার ফলে উইকেট নিতে পারে শর্ট রান আপে বল করে। ওকে দেখে আমার ওয়াসিম আক্রমের কথা মনে পড়ে।'' 

শচীন ও ওলোঙ্গার সেই বিখ্যাত ডুয়েল প্রসঙ্গে কী বলছেন? জিম্বাবোয়ের প্রাক্তন পেসার বলছেন, ''ইউটিউবের জন্যওই ম্যাচটা সবার মনে রয়েছে। আমি ওকে আউট করেছিলাম। ফাইনালে শচীন উন্মাদ হয়ে গিয়েছিল। আমি প্রচুর রান দিয়েছিলাম। শচীন আমাকে প্রচণ্ড মেরেছিল।'' 

শচীনকে আউট করেই প্রচারে এসেছিলেন। আবার শচীনের কাছে মার খেয়ে তিনি মনে থেকে গিয়েছেন ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে। 

 


HenryOlongaZimbabwePacerBorderGavaskar Trophy

নানান খবর

নানান খবর

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

সোশ্যাল মিডিয়া