মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | কমিউনিস্ট প্রভাব থেকে মুক্তিই লক্ষ্য? তাই কি দক্ষিণ কোরিয়া জুড়ে জারি সামরিক শাসন? 

দেবস্মিতা | ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৭Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কোরিয়ায় জারি হল সামরিক শাসন। আচমকাই বিরোধী দলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ এনে কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল মঙ্গলবার ঘোষণা করলেন এহেন সিদ্ধান্তের কথা। 

 

 


মঙ্গলবার সে দেশে চলছিল বাজেট অধিবেশন। সে নিয়ে সংসদে বাঁধে বাকবিতণ্ডা। তার মাঝেই এহেন সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি। বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী শক্তি বলে দাগিয়ে দিলেন। জাতির উদ্দেশে টিভিতে এদিন ভাষণ দেন তিনি। সেখানেই ঘোষণা করেন, উত্তর কোরিয়ার হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং সাধারণ মানুষের স্বাধীনতা ও সুখ কেড়ে নেওয়া রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিরোধী শক্তি উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল থাকায় তাঁর দেশ পঙ্গু হয়ে যাচ্ছে। তা থেকে দেশবাসীকে রক্ষা করতে এই পদক্ষেপ নিচ্ছেন তিনি। বিরোধীরা মোটেই জনগণের জীবন জীবিকার বিষয়টি নিয়ে ভাবিত নয়। প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় কমিউনিস্ট শাসন চলছে বর্তমানে। 

 

 


এদিন সংসদে ইউনের পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পরের বছরের বাজেট বিল নিয়ে সংসদে বাদানুবাদ চালাতে থাকে। তার মধ্যেই ঘটে এই কাণ্ড। এই ঘোষণার পর বিরোধী দলের তরফে দাবি করা হয়, জরুরি অবস্থা জারি হলে তার বিরোধিতা করা হবে। তাতে জনগণের সহমত থাকবে। ইউন জানান, দেশের জাতীয় পরিষদ অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এর ফলে উদার গণতান্ত্রিক ব্যবস্থা বদলে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই অবস্থা জারি করা জরুরি হয়ে পড়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রবিরোধী শক্তিকে উৎখাত করে দক্ষিণ কোরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই ন্যাশনাল অ্যাসেম্বলির প্রবেশদ্বার সিল করে দেওয়া হয়েছে। 

 

 

 

প্রসঙ্গত, ২০২২ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী নিয়ন্ত্রিত সংসদের সঙ্গে ইউনের মতবিরোধ চলে আসছে। তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। সে নিয়েও তদন্তের দাবি করে আসছে বিরোধীরা। তার মধ্যেই আচমকা এই ঘটনা। 


SouthKorea EmergencyMaritalLaw

নানান খবর

নানান খবর

এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভারতেই অবস্থিত, জানেন কোনটি?

ভাঁড়ে মা ভবাণী দশা পাক অস্ত্রভাণ্ডারের! ভারতের সামনে টিকতে পারবে মাত্র চার দিন, তাতেই এত আস্ফালন?

আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় এনসিপি

পাকিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত হল পাক অধিকৃত কাশ্মীরে

মাউন্ট ফুজির নাম করে পর্যটক টানার চেষ্টা, পাহাড়ের চুড়ো সাদা রঙে মুড়ে দিল চীন! টিকিট কেটে দেখতেও গেলেন অনেকে

তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে

যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা

ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য

১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?

চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?

'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

সোশ্যাল মিডিয়া