শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Rashid Latif could be heard flaunting his Indian roots in a viral video

খেলা | ভাই থাকতেন কলকাতায়, তিনি খেলতেন পাকিস্তানে, প্রাক্তন পাক অধিনায়কের ভারত-যোগের ভিডিও ভাইরাল

KM | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫২Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক:  পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার রশিদ লতিফের শিকড় এই ভারতে। শুনতে অবাক লাগলেও তা একদমই সত্যি। রশিদ লতিফের ভাই, তাঁর পরিবারের অধিকাংশ সদস্য এখনও উত্তরপ্রদেশের সুলতানপুরে থাকেন। রশিদ লতিফ স্বয়ং এ কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় জানতে পারা যায় প্রাক্তন পাক তারকার ভারত যোগের কাহিনি। যদিও এই গল্প বহু পুরনো। অনেকেই জানেন রশিদ লতিফের ভারত যোগের কথা। অনেকে জানেন না। যাঁরা জানেন না, তাঁরা রশিদ লতিফের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রাক্তন পাক তারকার শিকড় এই দেশে। 

 রশিদ লতিফ এখন পাকিস্তানে থাকেন। তাঁর ভাই শাহিদ এদেশে। কাঁটাতারের বেড়া দুই ভাইকে আলাদা করে রেখেছে। একসময়ে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ লতিফ। তাঁর ছবি খুব সহজেই পাওয়া যায়। গুগল সার্চ ইঞ্জিনে রশিদ লতিফ লিখলেই হল।  তাঁর বৈমাত্রেয় ভাই শাহিদের ছবি দেখতে পাওয়া যায় না।

এই দেশের সঙ্গে লতিফের যে নাড়ির যোগ রয়েছে তা অনেকেরই জানা। আবার অনেকেই তা জানেন না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় প্রাক্তন পাক তারকা রশিদ লতিফকে বলতে শোনা গিয়েছে, উত্তর প্রদেশের মানুষের সঙ্গে 'পাঙ্গা' যেন কেউ না নেন।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক গর্বিত ভাবে তাঁর ভাইয়ের কথা বলে চলেন, তাঁর বাবার কথা বলেন। রশিদ লতিফ জানান, তাঁর পরিবারের নব্বই শতাংশ সদস্য এখনও সুলতানপুরেই রয়েছেন। রশিদ লতিফ বলেছেন, ''মুলুক ছেড়ে দিলেও লোকদের তো ভুলে যাব না। আমাদের রং নীল হয়েই থাকবে, তাই না? আমার এক ভাই সুলতানপুরে থাকেন। পরিবারের নব্বই শতাংশ সদস্য এখনও সেখানেই রয়েছেন। রাজনীতি, বুদ্ধিমত্তায় এমনকী গালমন্দ করায় উত্তর প্রদেশ একনম্বরে। সেখান থেকেই আমি এসেছি। ফলে আমাদের সঙ্গে কেউ যেন লাগতে না আসে!'' 


জনশ্রুতি বলে, রশিদ লতিফের ভাই শাহিদ একসময়ে কলকাতার স্টেটসম্যান পত্রিকার প্রাক্তন কর্মী ছিলেন। সংবাদকর্মী অবশ্য ছিলেন না শাহিদ। খিদিরপুর এলাকায় তিনি থাকতেন বলেই শোনা যায়। কিন্তু উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে শাহিদ কীভাবে কলকাতা চলে এলেন, তা এখনও অজ্ঞাতই রয়ে গিয়েছে। 

শোনা যায়,কর্মস্থলে শাহিদ নাকি প্রায়ই রশিদ লতিফের কথা বলতেন। শাহিদের সতীর্থরা প্রথমটায় বিশ্বাস করেননি। ১৯৯৬ বিশ্বকাপের সময়ে কলকাতা বিমানবন্দরে রশিদ লতিফ তাঁর হারিয়ে যাওয়া ভাইকে দেখে জড়িয়ে ধরেছিলেন।

স্টেটসম্যান হাউজে রশিদ লতিফকে আমন্ত্রণও জানানো হয়েছিল। প্রাক্তন পাক তারকা সেই আমন্ত্রণ গ্রহণ করে স্টেটসম্যানের দপ্তরে গিয়েছিলেন। 
দুই ভাই আলাদা হয়ে গেলেও ক্রিকেট আবার মিলিয়ে দেয় দুই ভাইকে।

পরে ভারত যখন পাক-সফরে ক্রিকেট খেলতে গিয়েছিল, সেই সময়ে শাহিদও পাকিস্তানে গিয়েছিলেন। তাঁর ভাই রশিদ লতিফই খেলার টিকিট দিয়েছিলেন শাহিদকে। পাক-মুলুকে গিয়ে ভারতের হয়ে গলা ফাটিয়েছিলেন শাহিদ। দেশের পতাকা উড়িয়েছিলেন। রশিদ তাঁরে পাশে বসেছিলেন। 

রশিদ লতিফ প্রায়ই খবর হন। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। ভারত-পাক ম্যাচ নিয়ে কথা বলেন। রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের নিয়েও অনেক অজানা গল্প বলেন। তাঁর ভাই, তাঁর বাবা ও ভারত-যোগ নিয়ে সম্ভবত প্রথমবার কথা বললেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই পড়শি দেশের মধ্যে দড়ি টানাটানি চলছে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে অবশেষে রাজি হয়েছে পাকিস্তান। কিন্তু শর্ত আরোপ করেছে। এই আবহে রশিদ জানিয়ে দিলেন তাঁর শিকড় ভারতেই। যা নিয়ে তীব্র চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। 


RashidLatifFormerPakistanCricketerIndianRoot

নানান খবর

নানান খবর

গম্ভীরের সাজঘরে বাংলার দুই, একজন ছক্কা মারতে ওস্তাদ, আরেকজন বদলেছেন দ্রাবিড় মন্ত্রে

ভালবেসে বদলেছেন ধর্ম, তারকা ক্রিকেটার করুণ নায়ারের স্ত্রী সানায়া সবার থেকে আলাদা

মেসি-রোনাল্ডো একই দলে! জল্পনা বাড়ালেন ফিফা প্রেসিডেন্ট

বিশ্বের দরবারে ভারতের ফুটবলকে চেনাবেন রাহুল কেপি, খেলবেন ওয়েস্ট হ্যামের জার্সিতে, জিতলেই আকাশছোঁয়া অর্থ

ধন্যি গুরু গম্ভীর! ৩ হাজার দিন পরে টেস্টে প্রত্যাবর্তন, ৩৩ বছরের ক্রিকেটারকে ফিরিয়ে 'ভবিষ্যতের দল' গড়লেন গিলদের হেডস্যর

লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট

ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ 

দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ

লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির 

বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের 

মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?

মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা

'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?

'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও

ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের

সোশ্যাল মিডিয়া