রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | বিষ্ণু মাল হত্যা মামলা: টুকরো করে ছড়িয়ে দেওয়া হয় দেহ, সাত জনের মৃত্যুদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৮ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৩Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ত্রিকোণ প্রেমের জেরে নৃশংশ ভাবে খুন হতে হয়েছিল ২৩ বছরের যুবক বিষ্ণু মাল-কে। টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দেন দুষ্কৃতীরা। চার বছর আগের সেই ঘটনার রায় দান ছিল বুধবার। সেখানেই নজিরবিহীন রায় ঘোষণা করলেন চুঁচুড়া জেলা আদালতের আদালতের বিচারক শিবশঙ্কর ঘোষ। কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস-সহ সাত জনের ফাঁসির নির্দেশ দিলেন বিচারক। একই সঙ্গে অভিযুক্ত বিশালের আরও এক সঙ্গীর সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানিয়েছেন, গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার চুঁচুড়ার নৃশংস হত্যাকান্ডে অভিযুক্ত ৮ জনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। এই মর্মে বুধবার ছিল রায় দান পর্ব। ফাঁসি হয় বিশাল দাস, রামকৃষ্ণ মন্ডল, রথীন সিংহ, রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাসের। সাত বছর সশ্রম কারাদণ্ড হয়েছে মান্তু ঘোষের। ঘটনার রাজসাক্ষী হওয়ায় বেকসুর খালাস করে দেওয়া হয়েছে শেখ মিন্টুকে। বিভাস জানিয়েছেন, মিন্টুর বয়ানে ঘটনার নৃশংসতা প্রকাশ্যে আসে। দেহ টুকরো করা, কাটা মাথার গালে থাপ্পড় মারা। তার পর কাটা দেহ প্লাস্টিক মোড়া যাচ্ছিল না, তাই সেটাকে বস্তায় ভরা ইত্যাদি ঘটনা হার হিম করা ঘটনা সামনে আসে। 

কী ঘটেছিল ২০২০ সালের ১১ অক্টোবরে? ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস ভাবে খুন হন চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল। চুঁচুড়া শহরের জনবহুল রায়ের-বেড় এলাকায় বাড়ির সামনে থেকে বিষ্ণুকে বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস এবং তাঁর সাগরেদরা। তার পরের নৃশংসতা হার কাঁপিয়ে দিয়েছে এলাকবাসীর। সেই রাতেই চাঁপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। খুন করার পর মৃতদেহকে কেটে ছ'টি টুকরো করা হয়। মোবাইলে ভিডিও করে রাখা হয় সেই কর্মকাণ্ড। পরে দেহের কাটা অংশ ওই রাতেই পৃথক প্লাস্টিকে জড়িয়ে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। 

নৃশংস এই হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে পুলিশ ঘটনায় যুক্ত থাকা সকলকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিষ্ণুর দেহের খন্ডিত অংশের খোঁজ মেলে। কিন্তু বিশালকে না ধরা পর্যন্ত কাটা মাথার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই বছরেরই ৩ নভেম্বর ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় কয়েক জনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল। পরে চন্দননগর কমিশনারেটের পুলিশ গিয়ে বিশালকে নিয়ে আসে চুঁচুড়া থানায়। তার পরেই জেরায় বিশাল সন্ধান দেয় বিষ্ণুর কাটা মুন্ডু সে কোথায় ফেলেছে। বৈদ্যবাটির দিল্লি রোড সংলগ্ন খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ। 

জেলা সদর শহর চুঁচুড়ায় এই নারকীয় হত্যার নিন্দায় সরব হয় সমাজের সব শ্রেণীর মানুষ। ঘটনার পর যত বারই বিশাল ও তাঁর সাগরেদদের আদালতে তোলা হয়েছে তত বারই আদালতের বাইরে ধৃতদের শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন মানুষ। এই নারকীয় হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসির দাবী উঠেছে বার বার। এ দিনের রায়ে খুশি চুঁচুড়ার মানুষ। এই রায় প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ''অপরাধজগতের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের জন্য এটা একটা বড় বার্তা।'' তিনি আশাবাদী, এই রায়ের পর মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ''দ্রুত সাজা হয়েছে। এই রায় ঐতিহাসিক। একসঙ্গে সাত দুষ্কৃতীর মৃত্যুদণ্ড। ভাল তদন্ত হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তদন্তকে এই পর্যায়ে পৌঁছতে পুলিশকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রাণনাশের হুমকির পাশাপাশি প্রত্যেক সাক্ষীর নিরাপত্তার বিষয়টির দিকেও লক্ষ রেখেছিল পুলিশ।'' এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত থাকা সকল পুলিশ কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কমিশনার।


ChinsurahDistrictCourtBishnuMalMurderCase

নানান খবর

নানান খবর

চাইলেও বাবা মোবাইল দেননি, অভিমানে নিজেকে শেষ করে দিল আলিপুরদুয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া