রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৩ নভেম্বর ২০২৪ ১৬ : ৪৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকের দীর্ঘ দিনের দাবি মেনে গত সেপ্টেম্বর মাসে মুর্শিদাবাদে বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনার পর মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ,পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ি শ্রমিকদের মজুরি ১৭৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২০২ টাকা। কিন্তু অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় বর্ধিত এই মজুরি বিড়ি শ্রমিকরা হাতে পাচ্ছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন রঘুনাথগঞ্জের মিঠিপুর, রামেশ্বরপুর-সহ একাধিক এলাকার শতাধিক বিড়ি শ্রমিক।
বিক্ষোভরত বিড়ি শ্রমিকরা অভিযোগ, গত তিন বছর ধরে তারা এক হাজার বিড়ি তৈরির জন্য ১৭৮ টাকা মজুরি পাচ্ছিলেন। নতুন চুক্তির ভিত্তিতে নভেম্বর মাসের ১ তারিখ থেকে এক হাজার বিড়ি তৈরির জন্য তাদের ২০২ টাকা মজুরি পাওয়ার কথা ছিল। এখন তাঁরা এক হাজার বিড়ি জমা করলে একাধিক 'মুন্সি' লগবুকে এক হাজারের পরিবর্তে ৯০০ বিড়ি জমা নথিভুক্ত করছেন এবং বিড়ি শ্রমিকদেরকে ১৮৬ -১৯৮ টাকা পর্যন্ত মজুরি দিচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, জঙ্গিপুর মহকুমার বেশিরভাগ মুন্সি, বিড়ি শ্রমিকদের কাছ থেকে চার 'মুঠা' (প্রায় ১০০ বিড়ি) অতিরিক্ত হিসেবে কেটে নিচ্ছেন। এর পাশাপাশি 'ছাঁট' হিসেবেও মুন্সিরা প্রচুর বিড়ি বাদ দিতে শুরু করেছেন।
জঙ্গিপুর মহকুমার বিড়ি শ্রমিকদের সংগঠন 'জয়েন্ট অ্যাকশন কমিটি'র অন্যতম নেতা রুহুল আমিন বলেন, "নভেম্বর মাস থেকে বর্ধিত মজুরি চালু হওয়ার পর বেশিরভাগ জায়গা থেকেই আমরা খবর পাচ্ছি একাধিক মুন্সি নানা 'অজুহাতে' বিড়ি শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিচ্ছেন না। তার ফলে নতুন মজুরি চালু হলেও এখানকার বেশিরভাগ শ্রমিক সেই সুবিধা এখনও পাননি।" তিনি আরও বলেন, "জঙ্গিপুর মহাকুমায় প্রায় ১০-১১ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে। শ্রমিকদের কাছ থেকে মুন্সিরা বিড়ি সংগ্রহ করে যখন মালিকদের কাছে জমা করতে যান সেখানেও মুন্সিদের কাছ থেকে অতিরিক্ত বিড়ি নেওয়া হয়। এর ফলে মুন্সিরা প্রথম থেকে বিড়ি শ্রমিকদেরকে শোষণ করে তাঁদের কাছ থেকে অতিরিক্ত বিড়ি সংগ্রহ করে রাখছেন।"
ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন, "নতুন চুক্তি অনুযায়ী ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা বর্ধিত মজুরি মুন্সিদেরকে দিচ্ছেন বিড়ি শ্রমিকদের দেওয়ার জন্য। বিড়ি শ্রমিকরা তা পাচ্ছেন কি না আমাদের জানা নেই। এই বিষয়টি দেখার দায়িত্ব বিড়ি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের। সংগঠনের নেতারা বিষয়টি আমাদের নজরে আনলে আমরা সংশ্লিষ্ট মুন্সিদের সাথে কথা বলব এই সমস্যার সমাধানের জন্য।"
নানান খবর

নানান খবর

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, জেলায় প্রস্তুতি তু্ঙ্গে

এক টুকরো স্বর্গ বাঁকুড়ার বুকে! ঝিলিমিলি-তালবেড়িয়া ড্যাম ঘুরে আসুন গরমের ছুটিতে

রাগ ভাঙাতে গিয়ে বিবাদ চরমে, এক কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন স্ত্রী, ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড় গ্রাম

ডিউটিতে বেরিয়ে নিখোঁজ, পাটের গুদামে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

আম পাড়তে যাওয়াই কাল, ছাদ থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি