রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ নভেম্বর ২০২৪ ১৫ : ০২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গোপন ভিডিও-র ভয় দেখিয়ে টাকা নেওয়া হত। লাগাতার ব্ল্যাকমেলের চাপে পড়ে উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আত্মঘাতী হয়েছেন। ঘটনায় মূল উপযুক্ত জয়শ্রী দাস-সহ চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কীভাবে ব্ল্যাকমেল করা হত? শুক্রবার নোয়াপাড়া থানার পুলিশ ধৃত জয়শ্রীদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকালে সত্যজিৎবাবু বাড়ি থেকে বের হন। তারপর আর ফেরেননি। ওই দিন রাত ন'টার পর থেকে তাঁর মোবাইল ফোনের সুইচ অফ হয়ে গিয়েছিল। পরিচিতরা তাঁর সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের লোকেরা রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরের দিন বাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ১৯৮৪ সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন। প্রথমে কংগ্রেস করলেও ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনিও দলত্যাগ করে ঘাসফুল শিবিরে যোগ দেন। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপপুরপ্রধানের দায়িত্ব দেয়। সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে বাস করতেন। সম্প্রতি তাঁর বাড়ি সংস্কারের কাজ চলছে। তাই, পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। ভাড়াবাড়িরই ছাদের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে কয়েকজন তাঁর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা দাবি করছে বলে তিনি লিখেছিলেন।
সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। নোয়াপাড়া থানা প্রথমে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা রুজু করে। ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে। সিটের নেতৃত্বে রয়েছেন জগদ্দলের এসিপি অভিষেক বলিয়ার। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জয়শ্রী দাস নামে এক মহিলা সহ কয়েকজন গোপন ভিডিও দেখিয়ে দেওয়ার ভয় দিয়ে সত্যজিৎবাবুর কাছ থেকে টাকা আদায় করত। লাগাতার ব্ল্যাকমেইলের চাপে পড়ে অবশেষে তিনি আত্মঘাতী হয়েছেন।
বুধবার মূল অভিযুক্ত জয়শ্রী দাসকে পুলিশ দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘির একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে। পরে টিটাগড়ের শহিদ সরণি থেকে শুভজিৎ বিশ্বাস, শুক্লা বিশ্বাস ও প্রসেনজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের হেপাজতে নিয়ে ঘটনায় আরও কারা জড়িত, তা পুলিশ জানার চেষ্টা করছে। শুক্রবার নোয়াপাড়া থানার পুলিশ জয়শ্রীর বাড়িতে ধৃতদের নিয়ে যায়। জয়শ্রী কীভাবে সেখানে সত্যজিৎবাবুর ভিডিও করেছিল ও কীভাবে সেই ভিডিও দিয়ে ভয় দেখানো হত, পুলিশ তা পুনর্নির্মাণ করায়। তারপর পুলিশ জয়শ্রীদের ফের নোয়াপাড়া থানায় ফিরিয়ে নিয়ে যায়।
নানান খবর

নানান খবর

‘তোর নাকটা বড় সুন্দর’, মাঝরাতে স্ত্রী ঘুমোতেই নাক কামড়ে খেয়ে নিলেন স্বামী! যুবতীর অভিযোগে তোলপাড়

প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে সাফল্য, অনুপ্রেরণার নাম নয়ন, হতে চায় প্রশাসক

বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ! ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু

মাটিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, গ্রেপ্তার ১

আগামী সপ্তাহেও জেলায় জেলায় ঝড়বৃষ্টি, কালবৈশাখী তাণ্ডব চালাবে উত্তর থেকে দক্ষিণে!

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি