
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : প্রবল চাপে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। তার সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে সরকারকে ঘুষ দেওয়ার। তাঁর বিরুদ্ধে ২,২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ-কাণ্ডের পর ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড রদ করেছে। স্টক এক্সচেঞ্জকে একটি রেগুলেটরি ফাইলিংয়ে বিবৃতি দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের বোর্ড সদিস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আর এই কারণে আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে মার্কিন ডলার বন্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে।
এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও। আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে এই ঘুষের অভিযোগ আসার পরে সংস্থার পক্ষ থেকে যে মার্কিনি ডলার বন্ড জারি করার কথা ছিল তা রদ করা হয়েছে। কোনও অফার আর রাখা হচ্ছে না। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে।
অভিযোগ, এসইসিআই-কে সবুজ শক্তি সরবরাহ করার বরাত পেয়েছিল আদানির সংস্থা। কিন্তু দেখা যায়, সেই বরাতের পরেও এই এসইসিআই-এর থেকে বিদ্যুৎ কেনার লোক ছিল না। অভিযোগ, সরকারের তরফ থেকে যাতে সেই বিদ্য়ুৎ কেনা হয়, তাপ নিশ্চিত ব্যবস্থা করতেই সরকারকে ২ হাজার কোটির বেশি ঘুষ দিয়েছিল এই সংস্থা। আর যেহেতু আমেরিকার বিনিয়োগকারীদের থেকে টাকা তোলার চেষ্টা করছিল এই সংস্থা, সেই প্রেক্ষিত থেকেই মার্কিন আইন ব্যবস্থা এই গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। বলা হয়েছে, পৃথিবীর যেখানেই দুর্নীতি হোক না কেন, মার্কিন বিনিয়োগকারীরা যেখানে জড়িয়ে আছেন, সেখানে সে দেশের আইন ব্যবস্থা হস্তক্ষেপ করবেই।
ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক অনুযায়ী গৌতম আদানি এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় ১৮তম স্থানে আছেন। তাঁর বিরুদ্ধে ২২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে যে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য তিনি মার্কিন আধিকারিকদের ঘুষ দিতে চেয়েছিলেন। এমনকী মার্কিনি বিনিয়োগকারীদেরও মিথ্যা বলেছিলেন বলেও অভিযোগ এসেছে। এই অভিযোগ আসতেই আজ সকালে শেয়ার বাজারে বড় ধস নামল আদানি গ্রুপের শেয়ারে। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে শেয়ারের দাম। আদানি এন্টারপ্রাইজ সহ মোট ১০টি স্টকেই বড় ধস নেমেছে। আদানি গ্রিন এনার্জিতে সবথেকে বড় ধস এসেছে। আদানি এন্টারপ্রাইজের স্টকে ২১ শতাংশ, আদানি পোর্টস স্টকে ২০ শতাংশ, আদানি এনার্জি সলিউশনের স্টকে ২০ শতাংশ পতন এসেছে। অভিযোগের আদানি গ্রিন এনার্জি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতই এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে।
পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?
যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন
পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট
আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই
মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড
“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প
“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী
'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা
ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী
গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে
রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের
'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ
পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান