রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'মদ দাও, খাব', আবেদনে সাড়া না পাওয়ায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী

দেবস্মিতা | ১৮ নভেম্বর ২০২৪ ১৩ : ৫৯Debosmita Mondal


মিল্টন সেন, হুগলি: মধ্য রাতে চাই মদ। কিন্তু তা না পেয়ে ক্ষিপ্ত রোগী। প্রথমে কাঁচি নিয়ে হাসপাতালের অন্য রোগী, নার্স-কর্মীদের আক্রমণ। এরপর হাসপাতালের ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মঘাতী। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, চন্দননগর মহকুমা হাসপাতালে। মৃতের নাম প্রকাশ চন্দ্র বাইন (৪৩), তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। গত বছর সাতেক ধরে চন্দননগরের মহাডাঙা কলোনিতে থাকতেন তিনি। 

 

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে চন্দননগর হাসপাতালে পেট ব্যথা, রক্ত বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ। রবিবার রাত দেড়টা নাগাদ হঠাৎই আক্রমনাত্মক হয়ে ওঠেন তিনি। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে যায়। এরপর ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পরে। ভয় দেখায়। পরে নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। তারপর নিচে ঝাঁপ দেয়। এরপর তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। শুরু হয় চিকিৎসা। অপারেশন থিয়েটারে ঢোকানোর কিছু পরেই রাত তিনটে নাগাদ মৃত্যু হয় প্রকাশের। রাতেই এই ঘটনার খবর দেওয়া রোগীর পরিবারকে। এদিন সকালে মৃতদের পরিবার হাসপাতালে আসেন। তাদের প্রশ্ন কী করে এমন ঘটনা ঘটল?

 

 

হাসপাতালে রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবার। সকালেই খবর পেয়ে হাসপাতালে চলে আসেন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর। হাসপাতাল সুপারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন। মৃতের স্ত্রী মিঠু বাইন বলেন, হাসপাতাল থেকে ফোন করা হয় তাড়াতাড়ি আসার জন্য। ছুরি কাঁচি নিয়ে ভয় দেখিয়েছে শুনলাম। কিন্তু তিনি এর আগে কখনও এরকম কাণ্ড ঘটাননি। মৃতের শ্যালক কবীর চৌধুরী জানিয়েছেন, অত্যধিক পরিমাণে জামাই বাবু মদ খেতেন। হাসপাতাল সুপার সন্তু ঘোষ বলেছেন, তিনদিন আগে প্রকাশ ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকোহলিক রোগী ছিলেন তিনি। মদ না পেয়ে এইরকম আক্রমণাত্মক হয়ে ওঠে হঠাৎই। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে পালিয়ে ছাদে ওঠে। এরপর সেখান থেকে হাসপাতালের পিছন দিকে লাফ দেয়।নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে ভর্তি করে দেন হাসপাতালে। কিন্তু তারপরও বাঁচানো যায়নি তাঁকে। 




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া