শনিবার ০৯ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ অক্টোবর ২০২৪ ২২ : ৪৬Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ৪ (দিমিত্রিয়স, শৌভিক, নন্দকুমার, আনোয়ার)
বসুন্ধরা কিংস - ০
আজকাল ওয়েবডেস্ক: ন'ম্যাচ পর জয়। মঙ্গলবার রাতে বসুন্ধরা কিংসের ওপর বুলডোজার চালাল ইস্টবেঙ্গল। ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে বাংলাদেশের ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। চারটে গোলই প্রথমার্ধে। চলতি মরশুমে ইস্টবেঙ্গলের সেরা পারফরম্যান্স। অস্কার ব্রুজোর কোচিংয়ে প্রথম জয়। জোড়া হার এবং ড্রয়ের পর নিজের চতুর্থ ম্যাচে জয় পেলেন কার্লেস কুয়াদ্রাতের উত্তরসূরি। অস্কারের হাত ধরে অনেকদিন পর উচ্ছ্বাসের কারণ খুঁজে পেল ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রথমার্ধ পুরোপুরি একপেশে। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। দুই বাংলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা প্রত্যাশা ছিল। কিন্তু নিজের প্রাক্তন ক্লাবকে ধুলিস্যাৎ করে মর্যাদার লড়াই জিতলেন অস্কার। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, শৌভিক চক্রবর্তী, নন্দকুমার শেখর এবং আনোয়ার আলি। গ্রুপের প্রথম ম্যাচে পারোর সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল। এদিন বসুন্ধরার বিরুদ্ধে বড় জয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা প্রশস্ত হল কলকাতার ক্লাবের। অন্যদিকে প্রথম দল হিসেবে ছিটকে গেল বসুন্ধরা।
প্রথম একাদশে পাঁচ বিদেশিকে রেখেই শুরু করেন অস্কার। মূলত ৪-৩-৩ ফার্মেশন। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৩৪ সেকেন্ডে দলকে এগিয়ে দেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। চুংনুঙ্গার ক্রস থেকে চলন্ত বলে বাঁ পায়ের শটে নিখুঁত প্লেসিং। টুর্নামেন্টের ইতিহাসে সম্ভবত দ্রুততম গোল। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের মুহুর্মুহু আক্রমণে কোনও প্রতিরোধ গড়তে পারেনি ওপার বাংলার ক্লাব। দুই উইংয়ে অনবদ্য মহেশ এবং নন্দকুমার। বিশেষ করে বাঁ প্রান্তে নন্দ। অধিকাংশ আক্রমণই তৈরি হয় তাঁর দিক থেকে। আগের দুটো ম্যাচে বল না পেয়ে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গিয়েছিল ডিয়ামানটাকোসকে। কিন্তু এদিন কিছুটা নীচে নেমেও খেলতে দেখা যায় গ্রিক স্ট্রাইকারকে। মাদি তালালও ছন্দে ছিলেন। প্রথম ৩৩ মিনিটের মধ্যেই চার গোল হজম করে বসুন্ধরা। দীর্ঘদিন বাংলাদেশের ক্লাবে কোচিং করানোয় প্রতিপক্ষকে হাতের তালুর মতো চেনেন অস্কার। তার পূর্ণ ফায়দা তোলেন ইস্টবেঙ্গল কোচ। প্রথমার্ধে পাঁচ গোলে এগিয়ে যেতে পারত লাল হলুদ। ম্যাচের ১৭ মিনিটে গোল মিস করেন নন্দকুমার। তার দু-মিনিটের মধ্যে সহজ সুযোগ নষ্ট মহেশের।
তবে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২০ মিনিটে মহেশের থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল শৌভিক চক্রবর্তীর।
বসুন্ধরার প্রথমার্ধের খেলা দেখে মনে হয়নি তাঁরা বাংলাদেশের চ্যাম্পিয়ন। অবশ্য তার কৃতিত্ব প্রাপ্য ইস্টবেঙ্গলের। ম্যাচের ২৬ মিনিটে ৩-০ করেন নন্দকুমার। মাঝমাঠ থেকে একটা লং বল পেয়ে ইনসাইড আউট করে ডান পায়ের কোনাকুনি শটে গোল। ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। স্কোরশিটে নাম লেখান আনোয়ার আলি। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে পারেনি বসুন্ধরার রক্ষণ। সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে টপ নেট ফিনিশ। প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির পর কিছুটা নিস্তেজ দেখায় লাল হলুদ ব্রিগেডকে। প্রত্যেক ম্যাচেই একই সমস্যা দেখা যাচ্ছে। ফিটনেসের অভাবে দুই অর্ধে ভিন্ন ইস্টবেঙ্গল। কুঁচকিতে টান লাগায় ৫৫ মিনিটের মাথায় মাঠ ছাড়েন ইউস্তে। হ্যামস্ট্রিংয়ের সমস্যা হয় আনোয়ার, মহেশেরও। চার গোলে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে তালাল, ক্রেসপো, ক্লেইটনদের মধ্যে সেই মরিয়া ভাব ছিল না। বরং বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে বসুন্ধরা। তুলনায় অনেক বেশি আক্রমনাত্মক ফুটবল খেলে বাংলাদেশের দল। কিন্তু ভাগ্য এদিন তাঁদের সঙ্গে ছিল না। একাধিক সুযোগ মিস করেন মিগুয়েলরা। অ্যাটাকিং থার্ডে ব্যর্থতা। ইস্টবেঙ্গলের আঁটোসাঁটো রক্ষণে আটকে যায় যাবতীয় আক্রমণ। গোলের নীচে অনবদ্য প্রভসুখন গিল। বেশ কয়েকটা সেভ করেন। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের সেরা সুযোগ ৫১ মিনিটে। গোলের নিশ্চিত সুযোগ মিস করেন ক্লেইটন। বিপক্ষের গোলকিপার আনিসুর রহমানকে সামনে একা পেয়েও গোলে ঠেকতে ব্যর্থ। সংযুক্তি সময় ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে তেকাঠিতে রাখতে ব্যর্থ ডেভিড।
#East Bengal#Kolkata Football#AFC Challenge League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বোর্ডের চাপ, বর্ডার–গাভাসকার ট্রফির শুরু থেকেই খেলতে পারেন রোহিত...
শনিদেবের আশীর্বাদে ৩ রাশির সোনায় সোহাগা! সব বাধা কেটে আসবে অর্থ-যশ-খ্যাতি, ভাগ্যের চাকা ঘুরবে কাদের?...
জাতীয় দলে ঢোকার মাপকাঠি আইপিএলে ভাল পারফরম্যান্স! নির্বাচকদের একহাত নিলেন ভাজ্জি ...
সঞ্জুর দুরন্ত শতরান, বরুণ-বিষ্ণোই জুটিতে প্রথম টি-২০ ভারতের...
নিউজিল্যান্ড সিরিজে দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিসিআই, ছ'ঘন্টা ধরে চলল ব্যর্থতার কাটাছেঁড়া...
ম্যাচের আগে দু'বার বন্ধ হল ভারতের জাতীয় সঙ্গীত! হার্দিকরা হতবাক, ক্ষুব্ধ ফ্যানরা...
বিধ্বংসী শতরান সঞ্জুর, টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড...
বিধ্বংসী শতরান সঞ্জুর, টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড...
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, জানিয়ে দিল বিসিসিআই...
দুঃসময় যেন কাটছেই না এমবাপ্পের, এবার বাদ পড়লেন ফ্রান্সের জাতীয় দল থেকে...
ভারত কী পাকিস্তানে খেলতে যাচ্ছে? পরিষ্কার হয়ে যাবে এই দিনেই...
দেশের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, অথচ দেওয়া হচ্ছে না নেতৃত্ব, প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার ...
ছেড়ে দিয়েছে কেকেআর, রনজিতে ডাবল হান্ড্রেড করে জবাব দিলেন তারকা ব্যাটার ...
রিয়ালে সমস্যার নাম এমবাপে, সাঁ জাঁ ছাড়াটাই ভুল ছিল, মনে করছেন বিরক্ত ফরাসি তারকা ...
লাল হলুদ জার্সি হাতে সবুজ তোতা, ইস্টবেঙ্গলের সংগ্রহশালা দেখে অভিভূত ব্যারেটো...
বিরাট সেটব্যাক, আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বাবর-রিজওয়ানের পেছনে কোহলি...
রঞ্জিতে বাংলার হয়ে অভিষেক জলপাইগুড়ির ঋষভের ...
৫৫ লক্ষ থেকে ১৩ কোটিতে পৌঁছতেই বিলাসবহুল বাংলো কিনলেন কেকেআরের তারকা...
টানা দুই আইপিএলে নেই স্টোকস, জেনে নিন আইপিএলের নিয়ম কী বলছে...