রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চ্যালেঞ্জ নিয়ে মহকুমা হাসপাতালে বিরল অপারেশন, প্রাণ বাঁচল রোগীর

Sumit | ২৫ অক্টোবর ২০২৪ ১৫ : ৫৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :  মহকুমা হাসপাতালের সীমিত পরিকাঠামো ব্যবহার করে এক মহিলার দুটি ডিম্বাশয়ে অবস্থিত দু'টি টিউমার অপারেশন করে বাদ দিয়ে তার জীবন বাঁচালেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের কয়েকজন চিকিৎসক। 


সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে  সাধারণ মানুষ যখন বারবার অসুবিধার মধ্যে পড়েছেন সেই সময় প্রত্যন্ত হাসপাতালে একজন গুরুতর অসুস্থ মহিলার প্রাণ বাঁচিয়ে নয়া নজির স্থাপন করলেন জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসকরা।

 
হাসপাতাল সূত্রে খবর, গত ২২ তারিখ সুতির আহিরণ এলাকার বাসিন্দা বছর আঠাশের আমিনা বিবি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন । গত কয়েক মাস ধরে তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসক দেখিয়েও তার সুরাহা হয়নি। অবশেষে তিনি জঙ্গিপুর হাসপাতালের  শরণাপন্ন হন।  ওই হাসপাতালের এক আধিকারিক বলেন, দীর্ঘদিন ধরে আমিনার পেটে ব্যথা না কমায় হাসপাতালে ভর্তির পর তার আল্ট্রা সাউন্ড পরীক্ষা করা হয়। পরীক্ষাতে ধরা পড়ে তার দুটি ডিম্বাশয়ে দুটি বড় আকারের টিউমার রয়েছে এবং সেগুলোর জন্যই তার পেটে ব্যথা কমছে না।

 
এরপরই হাসপাতালের গাইনোকোলজিস্ট চিকিৎসক শুভঙ্কর হালদারের কাছে আমিনা বিবিকে রেফার করা হয়। হাসপাতালের অ্যানাথেসিস্ট চিকিৎসক গোলাম হোসেন এবং নার্সিং স্টাফদের সাহায্য নিয়ে বৃহস্পতিবার রাতে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে অপারেশন করে আমিনা বিবির ডিম্বাশয় থেকে টিউমার দু'টি বার করা হয়। 

 
জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসক তথা জঙ্গিপুর আইএমএ-র সভাপতি চিকিৎসক সুব্রত মাঝি বলেন," এই ধরনের অপারেশন মহকুমা হাসপাতালে এক প্রকার বিরল। মহকুমা হাসপাতালের পরিকাঠামো কিছুটা কম থাকায় এই ধরনের অপারেশনে সব সময় কিছুটা ঝুঁকি থেকে যায় । তবে রোগীর পরিবারের অনুমতি নিয়ে চিকিৎসক হালদার যথেষ্ট কৃতিত্বের সঙ্গে অপারেশন করে রোগীকে প্রায় সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন।" 


তিনি আরও বলেন ,"রোগীকে পর্যবেক্ষণের জন্য এই মুহূর্তে এইচডিইউ-তে রাখা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।" অপারেশন সফল হওয়ার পর শুভঙ্কর হালদার বলেন ,"যথাসময়ে অস্ত্রপচার  না হলে রোগীর প্রাণহানীর আশঙ্কা ছিল।  অপারেশন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমরা সাহস করে এগিয়েছি এবং অপারেশন সফল হয়েছে।" অন্যদিকে আমিনার অপারেশন সফল হওয়ায় খুশি তার পরিবারের লোকেরা। তারা বলেন , সরকারি হাসপাতালে বিনামূল্যে এত ভালো চিকিৎসা পরিষেবা পেয়ে আমাদের খুবই ভাল লাগছে। হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা খুব ভালভাবে আমাদের রোগীর চিকিৎসা করেছেন।


critical operationmurshidabad newsrare operation

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া