বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৩ আগস্ট ২০২৪ ২০ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এই মুহূর্তে বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রাজকুমার রাও। বিগ বাজেটের সব ছবিতে অন্যতম প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে এই অভিনেতাকে। পাশাপাশি অন্যধারার ছবি তো রয়েছেই। সম্প্রতি 'স্ত্রী ২'তে দারুণ প্রশংসিত হয়েছে রাজকুমারের পারফরম্যান্স। ছবিতে শ্রদ্ধার সঙ্গে তাঁর রসায়নেরও দেদার তারিফ করেছে সমালোচকেরা। তবে বর্তমানে বিলাসবহুল জীবনযাপন করলেন ছোটবেলা বেশ অভাবেই কেটেছে তাঁর। দারিদ্র্য থাবা বসাতে না পারলেও ভালমতো আঁচড় কেটেছিল অভিনেতার ছোটবেলায়। তাঁর ছোটবেলা একদমই মসৃণ ছিল না। পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই উঠে এল রাজকুমারের মুখে।
রাজকুমার জানান, গুরগাঁওয়ের এক মধ্যবিত্ত পরিবারেই বড় হয়ে ওঠা তাঁর। ছোটবেলায় চরম দারিদ্র্যের সম্মুখীন না হলেও সংসারে ভালমতো অভাব টের পেয়েছিলেন তিনি। তবে তাঁর মায়ের প্রাণপণ চেষ্টায় সংসারে অভাবের ফুটোকে বাড়তে দেননি সেকথাও জানাতে ভোলেননি তিনি। অভিনেতার সংসারে বাবা-মা ছাড়াও ছিল বড় দুই দাদা-দিদি। 'স্ত্রী ২' ছবির নায়কের কথায়, " অর্থের স্বচ্ছলতা কোনওদিনই আমাদের পরিবারে ছিল না। তাই অভাব লেগেই থাকত। এমন নয় যে না খেতে পেয়ে মরতে বসেছিলাম আমরা তবে দারিদ্র্য দেখেছি। সংসারে লাগাতার অভাব দেখে গিয়েছি"।
তাঁর স্কুলের খরচ, পড়াশোনার খরচ চালানোর জন্য যে আত্মীয় স্বজনের কাছে হাত পাততেন তাঁর মা, সেকথাও লুকোছাপা না করেই জানান রাজকুমার। অভিনেতার কথায়, "মা আমাদের সংসারটাকে আগলে রেখেছিল। দারিদ্র্যকে যতটা দূরে ঠেলে সরিয়ে রাখা যায় সংসারের থেকে, একা হাতে সেই চেষ্টা করে গিয়েছিল মা। এবং পেরেওছিল। সংসারে অভাব থাকার কারণে আমাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সে ব্যাপারে সবসময় নজর রাখত মা। আমাদের ভাইবোনেদের উপর দারিদ্র্যজনিত কোনও সমস্যার আঁচ কোনওদিন পড়তে দেয়নি মা। কিছু না কিছু ব্যবস্থা করে ঠিক সামলে দিত মা। আমাদের পড়াশোনার খরচ চালানোর জন্য আত্মীয়দের কাছেও দ্বারস্থ হত মা। হাত পাততো। আমাদের স্কুল শিক্ষকেরাও প্রচুর সাহায্য করেছেন একটা সময়। একটা সময় এতটা অভাব ঢুকে পড়েছিল সংসারে যে আমাদের তিন ভাইবোনের স্কুলের বেতন দেওয়াটাই অসম্ভব হয়ে উঠেছিল। আমাদের পরিবারের সেই সামর্থ্য ছিল না। সেই সময় স্কুল শিক্ষকেরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আমাদের স্কুলের খরচ চালিয়েছিলেন। টানা তিন বছর। তাঁরা কোনওভাবেই চাননি যাতে আমাদের তিনজনকে পড়াশোনা বন্ধ হয়ে যায়।"
তবে এত অভাবের মুখোমুখি হয়েও যে ছোটবেলাটা মজা করে, দুষ্টুমি করেই কেটেছে তাঁর সেকথা জানাতে ভোলেননি রাজকুমার। অভিনেতার কথায়, "ছোটবেলায় প্রচুর দুষ্টুমি করেছি। আর সেসব মোটেও বাড়ির চার দেওয়ালের অন্দরে নয়। সব বাইরে...মাঠে ঘাটে..."।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রয়াত হন রাজকুমারের মা। তখন বলিপাড়ায় সদ্য নাম হওয়া শুরু হয়েছে রাজকুমারের। এরপর ২০১৯-এ প্রয়াত হন শিল্পীর বাবা।
নানান খবর

নানান খবর

ঘন্টার পর ঘন্টা নিজেকে বাথরুমে আটকে রাখতেন হৃতিক! কারণ শুনলে চোখে জল আসবে আপনারও

লাঞ্চ এড়িয়ে শুটিংয়ের ফাঁকে শরদের সঙ্গে কী করেছিলেন দীপিকা? এত বছর পর সামনে এল আসল সত্যি!

Exclusive: অনির্বাণকে নিজের চরিত্রে পছন্দ সুমনের, সৃজিতের পরিচালনায় ‘গানওলা’ হয়ে উঠতে কি চাইছেন অভিনেতা?

সায়ন্ত মোদক বিতর্কে এবার বিস্ফোরক প্রত্যুষা, তাঁদের সম্পর্কের গোপন সত্যি জানালেন অভিনেত্রী!

শাহরুখ থেকে সলমন, প্রিয়াঙ্কা থেকে শ্রদ্ধা- ইডেনে আইপিএল উদ্বোধন সন্ধ্যা আরও জমজমাট করতে থাকছেন কে কে?

হরনাথ চক্রবর্তীর দাম্পত্যে ছন্দপতন! দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন পরিচালক

ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন দেবলীনা, কেন? কী জানালেন আজকাল ডট ইন-কে?

রিয়্যালিটি শোয়ের মঞ্চে মালাইকাকে কুৎসিত ইঙ্গিত প্রতিযোগীর! ১৬ বছরের ছেলের কাণ্ড দেখে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেত্রী?

পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কে হেমা মালিনী! কোন অভিযোগে বিপাকে পড়লেন 'ড্রিম গার্ল'?

নতুন অধ্যায়ের শুরুতে ব্যক্তিগত জীবনের কোন কথা প্রকাশ্যে আনলেন যিশু কন্যা?

সলমনের ছবির গান জিততে পারত অস্কার! সুভাষ ঘাইয়ের 'দোষে' কীভাবে ফস্কেছিল সেই সুযোগ?

প্রেমিক দেবমাল্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মধুমিতা, প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কী বললেন সৌরভ?

দেশের সর্বোচ্চ করদাতার তকমা পেলেন অমিতাভ বচ্চন! শাহরুখ-সলমনকে পিছনে ফেলে কর দিলেন কত কোটি টাকা?

ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চান টলিপাড়ার নায়ক-নায়িকা, জোড়া লাগবে কী জুটির প্রেম?

মনীষা কৈরালা-ঐশ্বর্য রাই দ্বন্দ্ব: নয়ের দশকের বলিউড কাঁপানো ত্রিকোণ প্রেমের রহস্য জানেন?