শনিবার ১২ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ আগস্ট ২০২৪ ১৪ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রবিবার রাজ্য জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই কর্মসূচি পালনকে ঘিরে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
রবিবার সাগরদিঘি বিডিও অফিস সংলগ্ন এলাকায় মঞ্চ বেঁধে দলের ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের অনুগামীরা পৃথকভাবে এই কর্মসূচি পালন করলেন।
যদিও বিধায়ক এবং ব্লক সভাপতি, দু' জনেরই দাবি তাঁদেরকে দলের তরফে এই কর্মসূচি পালন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শনিবারও ব্লক সভাপতি নূরে মেহবুবের উদ্যোগে সাগরদিঘিতে, আর জি কর কাণ্ডের দোষীদের দ্রুত গ্রেপ্তারি এবং তাদের কঠোর শাস্তির দাবিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে প্রায় একই সময়ে বাইরন বিশ্বাসের উপস্থিতিতে সাগরদিঘিতে আরেকটি মিছিল হয়।
রবিবার সকাল থেকে সাগরদিঘি ব্লক মোড়ের কাছে কয়েক' শ মিটার ব্যবধানে ব্লক সভাপতি এবং বিধায়কের অনুগামীরা দু' জনের উপস্থিতিতে দু' টি আলাদা মঞ্চ তৈরি করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ করছেন। উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে বাইরন বিশ্বাসের জয়ের পর সেখানে দু'বার তৃণমূলের ব্লক সভাপতি পরিবর্তন করা হয়েছে। বাইরন তৃণমূল কংগ্রেসের যোগদান করার পর তাঁর অনুগামী হিসেবে পরিচিত নূরে মেহবুব আলম সেখানে ব্লক সভাপতি হিসেবে মনোনীত হন। তবে বর্তমানে জেলা রাজনীতিতে বাইরন এবং নূরের সম্পর্ক আদায়-কাঁচকলায় বলেই স্থানীয়রা বলে থাকেন।
যদিও পৃথকভাবে মঞ্চ বেঁধে আন্দোলন করাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন বাইরন বিশ্বাস। তিনি বলেন, 'দলের তরফ থেকে প্রত্যেক বুথে এবং অঞ্চলে এই আন্দোলন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা দল ভাগ করে আলাদা করে আন্দোলন করছি। আমরা ঐক্যবদ্ধই রয়েছি।' যদিও বিধায়কের ঠিক উল্টো সুরে বক্তব্য রেখেছেন ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। তিনি বলেন, 'রাজ্য এবং জেলা তৃণমূলের তরফ থেকে ব্লক তৃণমূল নেতৃত্বকে এই কর্মসূচি পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং গাইডলাইন পাঠানো হয়েছে। বিধায়ককে আলাদা করে এই কর্মসূচি করার কোনও নির্দেশ দেওয়া হয়নি।'
তিনি বলেন, 'আমাদের মঞ্চে থাকার জন্য আমি সমস্ত ব্লক নেতৃত্ব এবং বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিধায়ককে চারবার ফোন করলেও তিনি উত্তর দেননি। বিধায়ক নিজের প্রচার চান বলে আলাদা করে মঞ্চ তৈরি করে সেখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সাথে নিজের ছবি দিয়ে আন্দোলন করছেন। কিন্তু আমাদের মঞ্চে শুধু মমতা ব্যানার্জির ছবি রয়েছে। উনি মমতা ব্যানার্জির ঠিক করে দেওয়া আন্দোলনে বিভেদ তৈরি করতে চাইছেন। বিধায়ক নিজের খুশি মত আন্দোলন করছেন।'
#Byron Biswas#Mamata Banerjee#tmc
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পুজোর শেষ দিনেও ভাসবে দক্ষিণবঙ্গ! হাওয়া অফিসের বড় আপডেট, জেনে নিন...
দুই বছর পর বাড়ির দুর্গাপুজোয় মাতলেন অনুব্রত, সঙ্গী মেয়ে সুকন্যা ...
ন'জন কুমারী দুর্গার নয় রূপে পূজিত হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ...
উৎসবের মাঝেই ছেলের হাতে খুন মা, আহত আরও চারজন, চাঞ্চল্য ছড়াল নবগ্রামে ...
অষ্টমীতেও তুমুল বৃষ্টি, ভাসবে একাধিক জেলা, জারি হল সতর্কতা ...
ডুয়ার্সে শারদোৎসবের মাঝে 'ফুলপাতি' ও 'তিহারে'র প্রস্তুতি তুঙ্গে, এই উৎসবের রীতি জানেন? ...
পূর্ব পুরুষদের এই অদ্ভুত রীতির জন্য এই গ্রামে হয় না দুর্গোৎসব ...
নারী নিরাপত্তায় পিঙ্ক মোবাইল ভ্যান চালু পুরুলিয়ায়, টহল দেবে পুজো প্যান্ডেলেও! ...
ঘুরে বেড়াচ্ছে বুনো হাতি ও অন্যান্য হিংস্র প্রাণী, গা ছমছমে পরিবেশে চলছে দুর্গার আহ্বান ...
সপ্তমীর দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শিশু চিকিৎসক, হারালেন স্ত্রী ও কন্যাকে ...
আগামী কয়েকঘণ্টায় প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়! বড় আপডেট হাওয়া অফিসের...
তোতাপাড়া চা বাগানের শ্রমিকদের ফের জাতীয় সড়ক অবরোধ, পুজোর মুখে ভোগান্তির শিকার সাধারণ মানুষ...
আচমকাই 'অসুর'রূপী ঝড়ের তাণ্ডব, ভেঙে পড়ল পুজো মণ্ডপ, দুর্গা প্রতিমা, লন্ডভন্ড নবগ্রাম ...
দেখা যাচ্ছে গর্ভস্থ সন্তানের হাত-পা, মাতৃ আরাধনার মাঝেই গর্ভবতী মায়ের হত্যা...
ষষ্ঠীর সকালে বাতিল ট্রেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ ...