আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বের সব দেশেই ভারতীয়দের বসবাস। কেউ কর্মসূত্রে, তো কেউ পড়াশোনার সূত্রে। পড়াশোনার ক্ষেত্রে যেমন বেশিরভাগ ভারতীয়দের পছন্দের প্রথম তালিকায় থাকে অস্ট্রেলিয়া। আর সেদিকে নজর রেখে অস্ট্রেলিয়া সরকার ভারতীয়দের খুব সহজেই সেখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ করে দিচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে। যাতে পড়ুয়ারা পড়াশোনার পর সেখানেই কর্মসূত্রে থেকে যেতে পারেন। স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগও দিচ্ছে সে দেশের প্রশাসন। ওয়ার্ক পারমিটের প্রক্রিয়াও সহজ করা হয়েছে।


তালিকায় দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। আর্থিকভাবে লাভবান দেশটিতে প্রচুর ভারতীয় যান। এখানে তিন ধরনের স্কিলসম্পন্ন লোকের দরকার হয়। তার মধ্যে প্রফেশনাল, টেকনিকাল ও স্কিলড পেশাদারদের চাহিদা বেশি। আর এই ক্ষেত্রে যোগ্য লোকের জন্য ভারতীয়দেরই চাহিদা বেশি সেখানে। তাই সেখানকার প্রশাসন সহজ ভিসা পদ্ধতি, স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিয়েছে ভারতীয়দের।
তিনে আসবে কানাডা। ইতিমধ্যেই সেখানকার সরকার প্রচুর ভারতীয়কে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিয়েছে। সে দেশের অর্থনীতিও বেশ শক্তিশালী। পরিযায়ী শ্রমিকদের প্রচুর চাহিদা সেখানে। আর সেক্ষেত্রে ভারতীয়দের দিকেই নজর এই দেশের।


চারে রয়েছে জার্মানি। সেখানে কর্মক্ষেত্রে অটোমোবাইল ব্যবসা ও বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার তাগিদে প্রচুর ভারতীয় সেখানে যান। প্রসঙ্গত, জার্মানিকে অটোমোবাইল হাব বলা চলে। সেখানকার সহজ অভিবাসন পলিসি ছাড়াও পড়াশোনা, কর্মক্ষেত্র ও অতিথি ভিসা এতটাই পাওয়া সহজ যে ভারতীয়দের অন্যতম গন্তব্য হিটলারের দেশ।
তালিকায় পাঁচে রয়েছে নিউজিল্যান্ড। পড়ুয়াদের জন্য অন্যতম সেরা গন্তব্য এই দেশ। আর সেদেশে আসার জন্য বিভিন্ন প্রকার অভিবাসন নীতি কার্যকর করেছে সরকার। সঙ্গে পড়াশোনার পর কর্মসূত্রে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগও মিলছে। মর্গ্যান স্ট্যানলির সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।