শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

England-Pakistan: ইডেনেই শেষ বাবরদের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন ইংল্যান্ডের

Sampurna Chakraborty | ১১ নভেম্বর ২০২৩ ১৬ : ৩৫


সম্পূর্ণা চক্রবর্তী: সাত বছর আগে এই মাঠেই ক্রিকেট জীবন শেষ হতে বসেছিল।টি-২০ বিশ্বকাপের বিভীষিকা ভুলে অনেক দুর এগিয়ে গিয়েছেন। শনিবার সেই ইডেনেই ব্যাট হাতে জ্বলে উঠলেন বেন স্টোকস। যেন কিছুটা প্রায়শ্চিত্ত হল। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের একমাত্র ব্যাটার হিসেবে জোড়া শতরানের হাতছানি ছিল। কিন্তু হাতছাড়া হল মাত্র ১৬ রানের জন্য। ৭৬ বলে ৮৪ রানে আউট। তবে জয়ের পেছনে "বিগ বেন"এর অবদান অনস্বীকার্য। অন্যদিকে বল হাতে তিন উইকেট। একদিনের ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি ডেভিড উইলির। কেরিয়ারের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখলেন ইংলিশ পেসার। ম্যাচের সেরাও উইলি। শনিবাসরীয় ইডেনে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। খালি হাতেই দেশে ফিরতে হবে বাবরদের। ব্রিটিশদের কাছে ৯৩ রানে হার পাকিস্তানের। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৪৩.৫ ওভারে ২৪৪ রানে অল আউট পাকিস্তান। নিয়মরক্ষার ম্যাচে এক দলের ছিল বিশ্বকাপে টিকে থাকার লড়াই, অন্য দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন জিইয়ে রাখা। বাবরের টসে হার শুরুতেই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বিশ্বকাপে এর আগে এরকম হয়েছে বলে মনে পড়ে না। প্রথমে ব্যাট করলে অন্তত ২৮৭ রানে জিততে হত। পরে ব্যাট করায় মাত্র ৪০ বলে ইংল্যান্ডের পাহাড়প্রমাণ রানে পৌঁছতে হত পাকিস্তানকে। যা অসম্ভব। তবে ইডেনে শেষ ম্যাচ জিতে ইতিবাচকভাবে বিশ্বকাপে ইতি টানতে পারতেন বাবররা।‌ সেটাও হল না। ব্যক্তিগতভাবেও ব্যর্থ পাক অধিনায়ক। ৪৫ বলে ৩৮ করে আউট হন। পাকিস্তানের নেতা হিসেবে হয়তো শেষ ম্যাচ খেলে ফেললেন বাবর। 

বেন স্টোকস, ডেভিড উইলির যুগলবন্দিতে ব্যাটে-বলে পাকিস্তানকে মাত দিল ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে নিজের ১০০তম উইকেট নেন ইংলিশ পেসার। জনি বেয়ারস্টো (৫৯), জো রুটেরও (৬০) প্রশংসা করতে হবে। দলের ভীত গড়ে দেয় এই জুটি। বিশ্বকাপের শেষ ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করল ইংল্যান্ড। বাটলারদের সেরা ম্যাচ। আগাগোড়াই আধিপত্য। একটানা ব্যর্থতার পর এই প্রথম রান পায় টপ ফোর। ইংল্যান্ডের ক্রিকেটারদের ব্যাটিং স্টাইলের সঙ্গে খুব একটা মানানসই নয় ইডেনের উইকেট। কিন্তু এদিন খুবই ভাল ব্যাট করে ইংল্যান্ড। ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের চার ম্যাচে সবচেয়ে বড় স্কোর। "থ্রি লায়ন্স"দের জার্সিতে সম্ভবত ইডেনেই শেষ ম্যাচ খেলে ফেললেন ডেভিড মালান। কিন্তু খুব বেশি সুখকর হল না। ৩১ রানে আউট হন ইংল্যান্ডের ওপেনার। ৮২ রানে প্রথম উইকেট হারায় বাটলারের দল। এরপর ইংল্যান্ডের ত্রয়ীর দাপুটে ব্যাটিংয়ে রানের পাহাড়ে। তৃতীয় উইকেটে ১৩২ রান যোগ করে রুট-স্টোকস জুটি। জস বাটলার (২৭), হ্যারি ব্রুক (৩০) মারমুখী সংক্ষিপ্ত ইনিংসে গুরুত্বপূর্ণ রান যোগ করে। ৩ উইকেট নেন হ্যারিস রউফ। জোড়া উইকেট শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিমের। তবে প্রচুর রান দেন। মূলত বোলিংয়ের জন্যই ভরাডুবি পাকিস্তানের।

ইডেনের উইকেটে পরে ব্যাট করে জেতা বরাবরই কঠিন। নৈশালকের আলোয় পেসারদের পাশাপাশি সুবিধা পায় স্পিনাররাও। এদিন উইকেট ভাগ করে নেয় উইলি, আদিল, মঈনরা।‌ শুরুটা যদিও করেন ইংল্যান্ডের পেসার। মাত্র ১০ রানে দুই ওপেনারকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন উইলি। যে ফখর জামানকে আঁকড়ে ধরে স্বপ্ন বুনেছিল পাকিস্তান, সেই ব্যর্থ। মাত্র ১ রানে ফেরেন পাক ওপেনার। দ্বিতীয় বলেই শূন্যতে আউট হন আরেক ওপেনার শফিক। বাবর আজম (৩৮), মহম্মদ রিজওয়ান (৩৬), সাউদ শাকিল (২৯) শুরুটা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। একমাত্র অর্ধশতরান আঘা সলমনের। ১টি ছয়, ৬টি চারের সাহায্যে ৪৫ বলে ৫১ করেন। পাকিস্তানের সর্বোচ্চ পার্টনারশিপ শেষ উইকেটে। ৩৫ বলে ৫৩ রান যোগ করেন মহম্মদ ওয়াসিম এবং হ্যারিস রউফ। এগারো নম্বরে নেমে ইংল্যান্ডের জয়ের অপেক্ষা কিছুটা বাড়ান পাকিস্তানের বোলার। অনায়াসে চার, ছক্কা হাঁকাতে শুরু করেন রউফ। ৩টি চার এবং ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৫ রানে আউট হন। অবসরের ম্যাচে ৩ উইকেট শিকার ডেভিড উইলির। জোড়া উইকেট আদিল রশিদ, গাস অ্যাটকিনসন এবং মঈন আলির। ডু অর ডাই ম্যাচে ব্যাটে -বলে মার খেল পাকিস্তান। 

ছবি: অভিষেক চক্রবর্তী




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Paris Olympics: স্কুল-কলেজ বন্ধ, অলিম্পিকের উদ্বোধনকে কেন্দ্র করে ছুটির আমেজ প্যারিসে...

Mohun Bagan: ডুরান্ডে নথিভুক্ত করানো হল আনোয়ারকে, অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান...

East Bengal: ইস্টবেঙ্গলের মিডিয়া সেন্টারের উদ্বোধন, আশিয়ান জয়ের ২১ বছর উদযাপন...

East Bengal: ইস্টবেঙ্গলের মিডিয়া সেন্টারের উদ্বোধন, আশিয়ান জয়ের ২১ বছর উদযাপন...

Mohun Bagan Day: সামনে নির্বাচন, তাই কী আলাদা করে মোহনবাগান দিবস পালন করছেন সৃঞ্জয় বোস?...

Durand Cup: ডুরান্ড ডার্বির টিকিট এবার পাওয়া যাবে অফলাইনেও ...

Rohit Sharma: ‘স্যার এক ফটো দে দো না’, রোহিতকে ঘিরে উন্মাদনা মুম্বাই বিমানবন্দরে, ভাইরাল ভিডিও...

Paris Olympics: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, অলিম্পিকে ফুটবলেও সোনার পদকের জন্য লড়বে ১৬টি দেশ, কবে-কোথায় দেখবেন?...

Paris Olympics: ‌অলিম্পিকে নেমেই বাজিমাত দীপিকাদের, তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে কোয়ার্টারে ভারত ...

Paris Olympics: বিতর্ক লেগেই রয়েছে অলিম্পিকে, নিউজিল্যান্ড মহিলা দলের অনুশীলনে উঠল ড্রোনের সাহায্যে চরবৃত্তির অভিযোগ...

East Bengal: ‌রেলকে বেলাইন করে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল ...

Dheeraj Singh: ‌দলবদলে ফের চমক, সবুজ মেরুনে সই ধীরজের

Krisnamachari Srikanth: ‌‌রেগে কাঁই, কেন অধিনায়ক নন হার্দিক?‌ নির্বাচকদের ব্যাখ্যায় সন্তুষ্ট নন শ্রীকান্ত ...

Paris Olympics: ‌প্যারিসে দেশের হয়ে নামবেন নতুন ৭২ জন, কাদের নিয়ে আশায় ভারত?‌ ...

Paris Olympics: ধর্মঘটে ৩০০ নৃত্যশিল্পী, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল না হয়ে যায় ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া