রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ জুন ২০২৪ ১৫ : ৫৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: জীবনের বন্ধ দরজার তালা খুলতে আসছে চাবিওয়ালা 'ভবেন'। কিন্তু 'ভবেন'-এর জীবনের চাবির কী হবে? এই গল্পই বলবেন পরিচালক রাজা ঘোষ। তাঁর আগামী ছবি 'চাবিওয়ালা'র নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা কৌশিক কর-কে। বিপরীতে থাকবেন অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন এবং শুভাশীষ মুখোপাধ্যায়কে।
গ্রাম থেকে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে শহরে আসে চাবিওয়ালা 'ভবেন'। কংক্রিটের শহরে আলাপ হয় কিছু মানুষের সঙ্গে। যাঁদের জীবনের চাবিকাঠি নতুন ভাবে খুঁজে দেয় সে। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা হবে কি তাঁর? মর্যাদা পাবে কি তাঁদের প্রেম? এই গল্পই ফুটে উঠবে ছবিতে। 'ভবেন'-এর প্রেমিকার চরিত্রে দেখা যাবে অমৃতাকে।