বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ জুন ২০২৪ ১২ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ৮০ লোকসভার উত্তরপ্রদেশ। দেশের রাজনীতিতে একথা একবাক্যে মানা হয়, দিল্লির মসনদের সবথেকে বড় নির্নায়ক হিসেবে কাজ করে এই উত্তরপ্রদেশ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মন্ত্র বিজেপির ডবল ইঞ্জিন। ভোটের আগে রামমন্দির তৈরি করে রামলালাকে ঘরে ফিরিয়েছেন মোদি, এবং যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে গেরুয়া শিবির বারবার মনে করিয়েছে, অযোধ্যা স্রেফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়।সেই অযোধ্যাতেও ঘুরে গিয়েছে হাওয়া। ৮০ আসনের মধ্যে ৩৭ আসন ছিনিয়ে নিল যাদবের সমাজবাদী পার্টি। যার সর্বাগ্রে লড়লেন অখিলেশ যাদব। সেই অখিলেশ, যাঁকে হারিয়েই বিজেপি উত্তরপ্রদেশের কুরসিতে বসেছিল। মোদি অখিলেশকে বারবার খোঁচা দিলেও রাহুল-অভিষেকের মতোই তিনিও টক্কর দিলেন, এবং হারিয়েও দিলেন। ওয়াকিবহাল মহলের মতে একগুচ্ছ দলিত প্রার্থী দেওয়া থেকে, ঠান্ডা মাথায় কষা অখিলেশের একের পর এক চালেই বাজিমাত সপার। সমাজবাদী পার্টি এখন লোকসভায় তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল।
এসবের পর বার্তা দিলেন খোদ অখিলেশ। সমাজমাধ্যমে লম্বা পোস্ট দিয়ে জয়ের কান্ডারী লিখলেন, এই জয় ইন্ডিয়া জোটের, এই জয় দলিতদের, এই জয় বহুজনের আস্থার। বুধবার সকালে সমাজমাধ্যমের লম্বা পোস্টে মুলায়ম পুত্র লিখেছেন, এই জয় নারীর মান এবং মহিলা সুরক্ষার ভাবনার জয়, যুবক-যুবতীদের সুন্দর ভবিষ্যতের জয়, কৃষক-মজদুরদের আশার জয়, এই জয় গরীবের, এই জয় লোকতন্ত্রের। এই জয় 'মন কী সাচ্চি অউর আচ্ছি' মানুষদের। সব শেষে লিখেছেন, 'আপনাদের অখিলেশ'।