সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠাতে চলেছে মোদি সরকার
RB | ১৬ অক্টোবর ২০২৩ ১৩ : ৫১Rishi Sahu
বীরেন ভট্টাচার্য, দিল্লি: কোনও নির্দিষ্ট বার্তার ক্ষেত্রে প্রথম প্রেরক সরকারকে জানাতে বাধ্য থাকবে হোয়াটসঅ্যাপ।
এমনই আইন কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সামাজিক মাধ্যম এবং মেসেজ অ্যাপগুলিকে ব্যবহার করে ব্যাপক ভুয়ো খবর এবং তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে মোদি সরকার। ভুয়ো খবরের রমরমা রুখতেই এই উদ্যোগ বলে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে। তবে কিছু প্রশ্ন উঠেছে আসন্ন আইনটি নিয়ে। কোনটি ভুয়ো খবর স্থির করে দেবে সরকারের তথ্যানুসন্ধানী বিভাগ এবং পরে সেটির ভিত্তিতে মেসেজ অ্যাপ থেকে প্রথম প্রেরকের সম্পর্কে তথ্য নিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা প্রকারন্তরে সরকারের সমালোচকদেরই কণ্ঠরোধের চেষ্টা বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য মেটাকে জানিয়ে দেওয়া হয়েছে। মেটা জানিয়েছে, এই পদক্ষেপটি ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘন করবে। এছাড়াও জানানো হয়েছে, দুই ব্যবহারকারীর মধ্যে হওয়া কথোপকথনের তথ্য তাদের কাছে থাকে না বা সেই তথ্য কর্তৃপক্ষের পাওয়া সম্ভব নয়। সরকারের বক্তব্য, কোনও ভাইরাল ছবি, ভিডিও বা তথ্যের ক্ষেত্রে তার প্রথম প্রেরকের নাম, পরিচয় জানা হবে মেসেজ অ্যাপ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের থেকে। বিশেষ করে, এক ব্যক্তির ছবি বা ভিডিও সম্পাদনার মাধ্যমে অন্য ব্যক্তি হিসেবে তুলে ধরে ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা বেড়েছে, তা রুখতেই এই পদক্ষেপ বলে যুক্তি মোদি সরকারের। কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কথায়, ‘এটা কোনও অংশীদারিত্ব নয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীর ছবি, ভিডিও বিকৃত করে যেভাবে ভাইরাল ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতানেত্রীর ছবি বা ভিডিও এইভাবে ভাইরাল হওয়ার খবর আমাদের সামনে এসেছে। সেই কারণেই, এই সমস্ত ভিডিও, ছবির প্রথম প্রেরকের নাম জানতে আমরা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে মেসেজ পাঠাতে চলেছি।’
এই প্রথম মোদি সরকার তথ্য প্রযুক্তি বিধি ২০২১ অনুযায়ী, কোনও ইন্টারনেট প্লাটফর্মকে নোটিশ পাঠাতে চলেছে। তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর কথায়, ‘সামাজিক মাধ্যম প্লাটফর্মগুলিকে ব্যবহার করে ভুয়ো ছবি, ভিডিও পাঠিয়ে সেগুলিকে ভাইরাল করা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই প্রবণতা থামাতে সেগুলির মূল উৎস জানা দরকার এবং এই প্রবণতা থামানো প্রয়োজন।’ তথ্য প্রযুক্তি বিধি অনুযায়ী, কোনও মেসেজের প্রথম প্রেরক প্রকাশ করতে হবে। তবে এই বিধি প্রযোজ্য কোনও মারাত্মক কিছু ঘটনা আটকাতে, তদন্তের প্রয়োজনে অথবা বিচার বা জাতীয় নিরাপত্তা, ভিন দেশের সঙ্গে সম্পর্ক, দেশের অখণ্ডতায় ওপর নেতিবাচক প্রভাব ফেলার মতো অপরাধের শাস্তি প্রদানের ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপের তরফে দাবি করা হয়েছে, সরকারের এই বিধি তাদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করবে। যদিও মোদি সরকারের দাবি, অন্যান্য সাধারণ কোনও কথোপকথনের ক্ষেত্রে এই বিধির কোনও প্রভাব থাকবে না। কংগ্রেস মুখপাত্র ডঃ শামা মহম্মদ বলেছেন, ‘হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আদালতে জানিয়েছে, এটা তাদের নিরাপত্তা সম্পর্কিত বিধি ভঙ্গ করবে। এটা মানুষের বাক স্বাধীনতা হরণ করতে মোদি সরকারের আরও একটা কঠোর পদক্ষেপ। দেশকে নজরদারির আওতায় আনতে যে কোনও পদক্ষেপ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’
নানান খবর

নানান খবর

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের