শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মে ২০২৪ ১৮ : ৫০
মানুষের জীবনে অবিচ্ছিন্ন সুখ-দুঃখ বলে কিছু আছে! জীবন বলছে নেই। সেখানে আদতে নাকি বন্ধুত্ব, প্রেম, ভালবাসাও নেই! আছে কেবলই শত্রুতা। যেমন, কেউ জানতেন, ছোটবেলায় অর্ণ মুখোপাধ্যায়ের জামা ছিড়ে দিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য! অর্ণ ভোলেননি। তিনি কি এবার প্রতিশোধ নেবেন? তারই ঝলক লুকিয়ে বড়পর্দার ওথেলো ওরফে অথৈতে। অনির্বাণ পথ দেখিয়েছিলেন। শেক্সপিয়রের "ম্যাকবেথ" নাটক থেকে ছবি ‘মন্দার’, ‘বল্লভপুরের রূপকথা’ বানিয়ে। দুটোই সুপারহিট। সেই পথে এবার অর্ণ। চার শতাব্দীর পুরনো কালজয়ী শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’কে অথৈ নাম দিয়ে এর আগে একাধিকবার মঞ্চস্থ করেছেন। এবার পর্দায় ‘অথৈ’কে সফল করার পালা। সাফল্য যাতে অধরা না থাকে তার জন্য ডেকে নিয়েছেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী অথৈতে কেন্দ্রীয় নারীচরিত্র ‘ডেসডিমোনা’। বাংলা রূপান্তরে ‘দিয়ামোনা’। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ঝক্কি সামলানোর পাশাপাশি অনির্বাণ ‘ইয়াগো’ বা ‘গোগো’। প্রযোজনায় এসভিএফ।
সম্প্রতি, মুক্তি পেয়েছে তার প্রচার ঝলক। সেখানেই দেখা গিয়েছে ছোট অনির্বাণ ছোট অর্ণর জামা বেশি করে ছিড়ে দিয়ে তাকে দেখাচ্ছে! বড় হয়ে এই দুই বন্ধু একসঙ্গে বাইকে চেপে ঘোরেও। কিন্তু ছোটবেলার ওই একটি ঘটনা কি তাদের মনে কোনও ছায়া ফেলেনি? বাড়ির বড়রা এই কাণ্ডকে নিছক ছেলেমানুষীর তকমা দেবেন। মনস্তত্ত্ববিদেরা একেই বলেন শিশুমনে হিংসে বা ইর্ষার বীজ বপন। যা অর্ণর মনে ছায়া না ফেললেও অনির্বাণের মন ছোটবেলার মতোই অকরুণ। তিনি তাই প্রেম, ভালবাসা, বন্ধুত্বে বিশ্বাসী নন। টিজারেই ঝলক, মানব জীবনের সাদা-কালো দিকটাই উঠে আসতে চলেছে অর্ণর প্রথম পরিচালনায়।
ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক-অভিনেতা। অনির্বাণ বলেছেন, ‘‘চার শতাব্দীরও বেশ পুরনো এই সাহিত্য ২০১৬-য় মঞ্চে আসে অর্ণর পরিচালনায়। সাত বছর ধরে বহুবার মঞ্চস্থ হওয়ার পরে এটি পর্দায়। চিত্রনাট্য ও পরিচালনায় অর্ণ। ওথেলোর ভূমিকায় পরিচালক নিজেই।’’
এর আগে সোহিনী অর্ণর পরিচালনায় মঞ্চে ‘মহাভারত’ নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চরিত্র ‘দ্রৌপদী’ দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মুগ্ধ করেছে। সোহিনী অনির্বাণের ‘মন্দার’-এও কেন্দ্রীয় নারী চরিত্র ‘লেডি ম্যাকবেথ’ জীবন্ত করেছিলেন। স্বাভাবিক ভাবে ফের শেক্সপিয়রীয় সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়ে দারুণ খুশি। অর্ণর মতে, প্রেম, ন্যায়, মূল্যবোধ আর ভালবাসার জমিতে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার কালো ছায়ার এই গল্প ছুঁয়ে যায় আজকের সময়কেও। তারকাদের পাশাপাশি তিনিও অনির্বাণের মতোই একঝাঁক নতুন মঞ্চাভিনেতা নিয়েছেন।
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?