শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ মার্চ ২০২৪ ১৭ : ২৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি: কথা রাখেননি, পাঁচ বছর দেখা পাওয়া যায়নি। ফের হুগলির সাংসদের বিরুদ্ধে সেই অভিযোগ জোরালো হল। এবারের অভিযোগ কোনও রাজনৈতিক দলের নয়, অভিযোগ উঠল খোদ মতুয়া ধাম থেকে। অভিযোগ, ভোটে দাঁড়িয়ে ঘটা করে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। কথা দিয়েছিলেন পাশে থাকার। কিন্তু কার্যত করেছেন তার উল্টোটাই। সাংসদ হওয়ার পরের পাঁচ বছর কোনও খোঁজ নেননি। গুরুদেব দূরের কথা, ধামের সঙ্গেই রাখেননি কোনও যোগাযোগ। এদিন মতুয়া গুরুর সঙ্গে দেখা করতে গিয়ে সাংসদ সেই জবাব পেলেন হাতেনাতে। দেখা হল না গুরুদেবের সঙ্গে। উল্টে পুজো দিতে গিয়েও সাংসদকে সইলে হল অনেক ঝক্কি। লকেট নির্বাচনী প্রচার শুরু করেছেন আগেই। চলছে দলীয় বৈঠক, প্রচার ইত্যাদি। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ঘটা করে মতুয়া গুরুর আশীর্বাদ নিতে পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। আশীর্বাদ নিতে যান মতুয়া ধামের গুরু হরষিত গোঁসাইয়ের। গত ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে প্রথমবার এই ধামে গিয়েছিলেন লকেট। সেখানে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। ২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন লকেট চ্যাটার্জি। তার পরে ২৪ এর লোকসভা নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। যদিও ২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত গিয়েছিলেন। এই নির্বাচনে প্রার্থী হওয়ার পর এদিন তিনি মতুয়া ধামে যান। আগে থেকেই দেখা করার সময় নিয়েছিলেন। যদিও নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে তিনি ধামে পৌঁছন। এদিকে লকেট চ্যাটার্জির জন্য নির্ধারিত সময়ের থেকে এক মুহুর্ত বেশি সময় খরচ করেননি গুরুদেব। ধামে পৌঁছে লকেট দেখেন গুরুদেব তার আগেই বেরিয়ে গেছেন। পরে ধামের উপাসনা ঘরে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করতে যান সাংসদ। কিন্তু সেখানেও তাঁকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কারণ গুরুদেব না থাকায় ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছিলেন না। পরে বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার বিভিন্ন জায়গায় ফোন করে কোনওরকমে ভেতরে ঢোকার ব্যবস্থা করেন। অনেক চেষ্টার পর অবশেষে কোনওরকমে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করে পুজো দেন। পুজো শেষে ধামের অন্যান্য ভক্তদের সঙ্গেও কথা বলেন। ধাম সূত্রে জানা গেছে, সাংসদ হওয়ার পর গত পাঁচ বছর লকেট গুরুেদেবের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। তার ফলেই হয়ত এদিন বিজেপি সাংসদ দেখা পাননি গুরুর। যদিও লকেট জানিয়েছেন আবার পরে এসে গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাবেন।
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেছেন, লকেট চ্যাটার্জির পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। গুরুদেবের কাজ থাকার জন্য বেরিয়ে গেছিলেন। তবে গুরুদেবের মায়ের সঙ্গে তিনি দেখা করে এসেছেন। কয়েক দিনের মধ্যেই তিনি আবার যাবেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও