রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Adhir Chowdhury: জাতীয় সড়কে হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে অধীর চৌধুরী

PB | ১৫ অক্টোবর ২০২৩ ০৮ : ০৩


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলাবাসী ও জেলা প্রশাসনের দাবি মেনে বহরমপুর শহরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস অংশের কাজ শেষ হওয়ার আগেই উৎসবের মরশুমে যানজট এড়ানোর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রায় ১৫ দিনের জন্য অংশটি খুলে দিয়েছে।  
রবিবার সকালে বাইপাসে সেই অংশ পরিদর্শনে যান বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরপর হঠাৎই সকলকে চমকে দিয়ে একটি বুলেট বাইক চালিয়ে বাইপাসের বিস্তীর্ণ অংশের কাজ দেখতে বেরিয়ে পড়েন। 
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে (যার সত্যতা আজকাল.ইন যাচাই করেনি), অধীর রঞ্জন চৌধুরী যখন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তখন তাঁর মাথায় কোনও হেলমেট ছিল না এবং মাঝেমধ্যেই স্ট্যান্ট দেখানোর জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের উপরে তিনি মোটরসাইকেল থেকে হাত ছেড়ে দিচ্ছিলেন। 
এই ভিডিও ভাইরাল হওয়াতে সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন একজন সাংসদ হিসেবে কীভাবে তিনি হেলমেট ছাড়া বাইক চালালেন। 
প্রসঙ্গত বর্তমানে কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গ যেতে গেলে বহরমপুর শহরের উপর দিয়েই যেতে হয়। কিন্তু ৩৪ নম্বর জাতীয় সড়কের যে বাইপাসটি তৈরি হয়েছে তা বহরমপুর শহরের ভেতরে না ঢুকে সারগাছির কাছ থেকে আলাদা হয়ে নবগ্রামের কাছে গিয়ে উঠেছে। তবে বাইপাস অংশে ভাগীরথী নদীর উপর একটি লেনের ব্রিজ তৈরির কাজ এখনও বাকি থাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়নি। 
বাইপাস দেখতে গিয়ে অধীর চৌধুরী বলেন, দিল্লিতে সড়ক মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকদের বহুবার অনুরোধ করে মহালয়া থেকে দুর্গাপুজো পর্যন্ত বাইপাস রাস্তাটি খুলে দিতে পেরেছি। আমি চেষ্টা করছি রাস্তাটি যাতে কালীপুজো পর্যন্ত খোলা থাকে।
এরপরই অধীর চৌধুরী একটি বুলেট চালিয়ে রাস্তা দেখতে বেরিয়ে পড়েন। যদিও বাইক চালানোর সময় অধীর চৌধুরীর মাথাতে কোনও হেলমেট ছিল না। তার পরিবর্তে সাংসদের মাথায় একটি সাধারণ কালো টুপি ছিল। সূত্রের খবর ওই টুপিটি সম্প্রতি তাঁকে ভারতীয় নৌসেনার তরফ থেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে অধীর চৌধুরী বাইক চালানোর সময় দুহাত ছেড়ে দিয়ে কখনও নমস্কার করছেন কখনও দুহাত পাশে তুলে স্ট্যান্ট দেখানোর চেষ্টা করছেন। 
তার এই ভিডিও দেখে বহু নেট নাগরিক প্রশ্ন তুলেছেন একজন আইনসভার সদস্য কীভাবে আইন ভেঙে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেন। অধীর চৌধুরীর নিজে তার এই আইন ভাঙা কাজ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ওই রাস্তার সাথে আমার আবেগের সম্পর্ক রয়েছে। আমি যখন বাইক চালিয়েছিলাম তখন সেখানে কোনও ট্রাফিক পুলিশ ছিল না। পুলিশ যদি মনে করে আমি অন্যায় কাজ করেছি, তারা আমাকে জরিমানা করতে পারে। আমি সেই টাকা দিয়ে দেব। 
জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন-হেলমেট না পরে বাইক চালানোর জন্য ১০০০ টাকা এবং মোটর ভেহিকল আইনের ১৮৪ এবং ১৮৯ ধারা অনুসারে বিপদ্দজনকভাবে গাড়ি চালানো এবং স্ট্যান্ট দেখানোর জন্য আরও ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা হতে পারে সাংসদের।




নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া