আজকাল ওয়েবডেস্ক: WWE জগতে অন্যতম সেরা সিরিজ সামারস্ল্যাম। ১৯৮৮ সালে সামারস্ল্যাম প্রথম সামনে আসার পর থেকে তা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ভক্তদের মধ্যে। সামারস্ল্যাম ভক্তদের বহু দর্শনীয় ম্যাচ এবং নাটকীয় মুহূর্ত উপহার দিয়েছেন। WWE সুপারস্টার সিএম পাঙ্কের সঙ্গে ড্রিউ ম্যাকইনটায়ারের ম্যাচটি সামারস্ল্যামেই অনুষ্ঠিত হওয়ার কথা।
সেই সময়েই দেখা যায় সেথ রোলিন্সকে বিশেষ অতিথি রেফারি হিসাবে ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ড্যামিয়ান প্রিস্টও রিংয়ের রাজা হিসেবে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন। অন্যদিকে, সোলো সিকোয়ার নতুন উপজাতীয় প্রধান হিসাবে কোডি রোডসের সামনে একটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
WWE মহিলা চ্যাম্পিয়ন বেইলির পরীক্ষা নেবেন নিয়া জ্যাক্স। লাইভ সামারস্ল্যাম দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন ওয়ান, সোনি স্পোর্টস টেন থ্রি এবং সোনি স্পোর্টস টেন ফোরে লাইভ দেখা যাবে সামারস্ল্যাম। ভারতীয় সময় ভোর সাড়ে চারটে থেকে দেখা যাবে এই সামারস্ল্যাম। অনলাইনে দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
সেই সময়েই দেখা যায় সেথ রোলিন্সকে বিশেষ অতিথি রেফারি হিসাবে ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ড্যামিয়ান প্রিস্টও রিংয়ের রাজা হিসেবে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন। অন্যদিকে, সোলো সিকোয়ার নতুন উপজাতীয় প্রধান হিসাবে কোডি রোডসের সামনে একটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
WWE মহিলা চ্যাম্পিয়ন বেইলির পরীক্ষা নেবেন নিয়া জ্যাক্স। লাইভ সামারস্ল্যাম দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন ওয়ান, সোনি স্পোর্টস টেন থ্রি এবং সোনি স্পোর্টস টেন ফোরে লাইভ দেখা যাবে সামারস্ল্যাম। ভারতীয় সময় ভোর সাড়ে চারটে থেকে দেখা যাবে এই সামারস্ল্যাম। অনলাইনে দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
