আজকাল ওয়েবডেস্ক:‌ লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেননি রোহিত শর্মা। মুম্বইকে হারতে হয়েছে ঋষভ পন্থদের কাছে। যদিও রোহিত মোটেও ছন্দে ছিলেন না। তবুও প্রথম এগারোয় না থাকায় একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও রোহিতকে এবার মুম্বই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়ে যাচ্ছে। টসের সময় হার্দিক জানিয়েছেন, চোটের জন্যই খেলতে পারলেন না রোহিত।


জানা গেছে হাঁটুতে চোটের জন্য লখনউ ম্যাচ খেলেননি রোহিত। মুম্বই চার ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। সেই জয় ওয়াংখেড়েতে কলকাতার বিরুদ্ধে। বাকি তিন ম্যাচেই হার। যদিও সেই তিনটি ম্যাচই ছিল অ্যাওয়ে। 


এটা ঘটনা ২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর থেকেই মুম্বইয়ের ছন্দপতন শুরু। গতবার মুম্বই খুব একটা ভাল খেলতে পারেনি। হার্দিকও ভাল পারফর্ম করতে পারেননি। এবার কিন্তু হার্দিক গতবারের তুলনায় ভাল পারফর্ম করছেন। লখনউ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ১৬ বলে ২৮ রান করেছেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। 


মুম্বইয়ের পরের ম্যাচ সোমবার। ওয়াংখেড়েতে সামনে আরসিবি। অর্থাৎ রোহিত বনাম বিরাট দ্বৈরথ। কিন্তু রোহিত সেই ম্যাচ খেলতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন।