আজকাল ওয়েবডেস্ক: আট বছর পরে তিন নম্বরে ব্যাট করতে নামলেন বিরাট কোহলি। করলেন শূন্য। খাতা না খুলেই ফিরলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাট। তিনে তাঁকে নামতে দেখে সবাই ধন্য ধন্য করে উঠেছিলেন। কিন্তু কোহলি ফিরে যেতেই সমালোচকরা নখ-দাঁত বের করলেন। ক্ষতবিক্ষত করা হল কোহলিকে। রক্তাক্ত হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাট।
বিরাটকে তিন নম্বরে নামতে দেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসেন সঞ্জয় মঞ্জরেকর। বিরাটকে সত্যিকারের চ্যাম্পিয়ন বলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও শচীন তেণ্ডুলকরকে কটাক্ষ করতেও ছাড়লেন না। মঞ্জরেকর লিখেছেন, ''বিরাট কোহলিকে অভিনন্দন। দলের প্রয়োজনের সময়ে তিনে ব্যাট করতে নেমেছে। গাঙ্গুলি, তেণ্ডুলকর সাদা বলের ক্রিকেটে ওপেন করার জন্য উন্মুখ হয়ে থাকত। কিন্তু টেস্টে কখনওই ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে চায়নি। সত্যিকারের একজন চ্যাম্পিয়ন আপনাদের সামনে। বিরাট।''
তিন নম্বর পজিশনে ব্যাট করা খুবই কঠিন। দ্রুত ওপেনাররা চলে গেলে তো আরও কঠিন হয়ে পড়ে ব্যাটিং করা। পেসারদের গোলাগুলি সামলাতে হয় তিন নম্বরে নামা ব্যাটারকে। বেঙ্গালুরুর উইকেটে কোহলি তিনে নামলেন সাহসে ভর করে। মাত্র ৯ বল খেলার পরে ফিরে গেলেন সাজঘরে।
Hats off to Virat Kohli!
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar)
Coming out to bat at no 3 bcoz the team needed it.
Ganguly, Tendulkar were very keen to open in white ball cricket, but never wanted to go up the order in Tests.
That’s a true champion right there for you! Virat. ????????????#INDvNZTweet by @sanjaymanjrekar
উইলিয়াম ও’রুকির বল কোহলির কাছে মৃত্যু পরোয়ানা ডেকে আনে। বিরাট ফিরতেই ভক্ত থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা আক্রমণ করতে থাকেন তারকা ব্যাটারকে। কোহলির সমস্যা খুঁজে বের করে মঞ্জরেকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ''আগেও বলেছি, আবারও বলব। প্রতিটি বলে সামনের পায়ে এসে খেলতে গিয়ে বিরাট নিজের সমস্যা আরও বাড়িয়ে তুলছে। আজকের বলটা খুব সহজেই ব্যাক ফুটে খেলা যেত।''
ইদানীং কালে ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন শুভমন গিল। বেঙ্গালুরু টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সরফরাজ খানকে নিজের চার নম্বর পজিশন ছেড়ে দিয়ে কোহলি নামেন তিনে। নিঃসন্দেহে দলের প্রয়োজনেই তিনি গিয়েছিলেন অনভ্যস্ত জায়গায় ব্যাট করতে। কিন্তু তিনি যতই বিরাট কোহলি হন না কেন, দিনটা যে তাঁর ছিল না।
Have said this before will say it again. Virat has compounded his problems by wanting to be on the front foot to every ball. No matter the length. Today’s dismissal ball could have been comfortably tackled off the back foot. #INDvNZ
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar)Tweet by @sanjaymanjrekar
আট বছর আগে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার তিনে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। ১১৪ ইনিংস পর আবারও তিন নম্বরে নামলেন তিনি।
তিনে কোহলি কখনওই ভাল খেলতে পারেননি। ৬টি ম্যাচ তিনি খেলেছেন তিনে। করেছেন মাত্র ৯৭ রান। তিনে নেমে এটাই কোহলির প্রথম ডাক। টেস্টে এ নিয়ে ১৫ বার শূন্য রানে আউট হলেন কোহলি।
